ETV Bharat / international

ওসামার ছেলে "গ্লোবাল টেররিস্ট", ধরতে সাহায্য করলে ১ মিলিয়ন ডলার পুরস্কার - al-Qaeda

হামজ়া বিন লাদেন সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁকে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ডলার পুরস্কার দেবে অ্যামেরিকা

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 1, 2019, 7:27 AM IST

ওয়াশিংটন, ১ মার্চ : ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেন সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁকে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ডলার পুরস্কার দেবে অ্যামেরিকা। গতকাল একথা ঘোষণা করেন সে দেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (কূটনৈতিক নিরাপত্তা) মাইকেল টি ইভানোফ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর অ্যামেরিকায় বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল জঙ্গিরা। সেদিন আল কায়দার ১৯ জন জঙ্গি অ্যামেরিকায় ৪টি বিমান ছিনতাই করে। সেগুলির মধ্যে দুটি বিমান নিয়ে তারা নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ারে আত্মঘাতী হামলা চালায়। হামলায় টাওয়ার দুটি ধ্বংস হয়। তৃতীয় বিমানটি নিয়ে জঙ্গিরা ওয়াশিংটন ডিসি-র পেন্টাগন ভবনে হামলা চালায়। তবে কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আগেই চতুর্থ বিমানটি ভেঙে পড়ে। সেই জঙ্গিহানার পর বিশ্বজুড়ে আল কায়দা জঙ্গি সংগঠনের কাজকর্মের বিরুদ্ধে অভিযান শুরু করে অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলি। পরবর্তীতে ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে খতম করে অ্যামেরিকার নেভি সিল কম্যান্ডোরা।

অ্যামেরিকার ধারাবাহিক অভিযানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আল কায়দার সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি ওসামার ছেলে হামজ়ার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি। বিভিন্ন গোয়েন্দা সূত্রে এমন রিপোর্টই হাতে এসেছে হোয়াইট হাউজ়ের। ইতিমধ্যে হামজ়া ইন্টারনেটে একাধিক অডিয়ো এবং ভিডিয়ো বার্তা পোস্ট করেছে। সেই সমস্ত বার্তায় অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলির বিরুদ্ধে হামলা চালানোর জন্য সে তার অনুগামীদের নির্দেশ দিয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে হোয়াইট হাউজ়। হামজ়াকে ইতিমধ্যে "গ্লোবাল টেররিস্ট" হিসেবে ঘোষণা করেছে অ্যামেরিকা। মাইকেল টি ইভানোফ ঘোষণা করেছেন, কেউ যদি হামজ়াকে গ্রেপ্তার করার জন্য তথ্য দিয়ে অ্যামেরিকাকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

undefined

ওয়াশিংটন, ১ মার্চ : ওসামা বিন লাদেনের ছেলে হামজ়া বিন লাদেন সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁকে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ ডলার পুরস্কার দেবে অ্যামেরিকা। গতকাল একথা ঘোষণা করেন সে দেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (কূটনৈতিক নিরাপত্তা) মাইকেল টি ইভানোফ।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর অ্যামেরিকায় বিমান ছিনতাই করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল জঙ্গিরা। সেদিন আল কায়দার ১৯ জন জঙ্গি অ্যামেরিকায় ৪টি বিমান ছিনতাই করে। সেগুলির মধ্যে দুটি বিমান নিয়ে তারা নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুটি টাওয়ারে আত্মঘাতী হামলা চালায়। হামলায় টাওয়ার দুটি ধ্বংস হয়। তৃতীয় বিমানটি নিয়ে জঙ্গিরা ওয়াশিংটন ডিসি-র পেন্টাগন ভবনে হামলা চালায়। তবে কোনও লক্ষ্যবস্তুতে হামলা চালানোর আগেই চতুর্থ বিমানটি ভেঙে পড়ে। সেই জঙ্গিহানার পর বিশ্বজুড়ে আল কায়দা জঙ্গি সংগঠনের কাজকর্মের বিরুদ্ধে অভিযান শুরু করে অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলি। পরবর্তীতে ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে খতম করে অ্যামেরিকার নেভি সিল কম্যান্ডোরা।

অ্যামেরিকার ধারাবাহিক অভিযানে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আল কায়দার সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি ওসামার ছেলে হামজ়ার নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি। বিভিন্ন গোয়েন্দা সূত্রে এমন রিপোর্টই হাতে এসেছে হোয়াইট হাউজ়ের। ইতিমধ্যে হামজ়া ইন্টারনেটে একাধিক অডিয়ো এবং ভিডিয়ো বার্তা পোস্ট করেছে। সেই সমস্ত বার্তায় অ্যামেরিকা ও তার সহযোগী দেশগুলির বিরুদ্ধে হামলা চালানোর জন্য সে তার অনুগামীদের নির্দেশ দিয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে হোয়াইট হাউজ়। হামজ়াকে ইতিমধ্যে "গ্লোবাল টেররিস্ট" হিসেবে ঘোষণা করেছে অ্যামেরিকা। মাইকেল টি ইভানোফ ঘোষণা করেছেন, কেউ যদি হামজ়াকে গ্রেপ্তার করার জন্য তথ্য দিয়ে অ্যামেরিকাকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

undefined
Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.