ওয়াশিংটন, 26 অগস্ট : আফগানিস্তানে থাকা আমেরিকার নাগরিকদের কাবুল বিমানবন্দরে পৌঁছানো নিয়ে সতর্কবার্তা ঘোষণা করল আমেরিকা (US State Department) ৷ বুধবার (স্থানীয় সময়) আমেরিকাবাসীকে কাবুল বিমানবন্দরে আসা নিয়ে এই সতর্কতা করা হয়েছে ৷
একটি নিরাপত্তাসূচক বার্তায় কাবুলে আমেরিকার দূতাবাস (US Embassy Kabul) জানিয়েছে, কাবুল বিমাবন্দরের বাইরের পরিস্থিতি নিরাপদ নয় ৷ তাই আমেরিকা সরকারের তরফে আলাদা আলাদা ভাবে নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ যেন বিমানবন্দরে না আসেন এবং বিমানবন্দরের প্রবেশপথ এড়িয়ে যান ৷ আমেরিকার যে সব নাগরিকেরা এখন অ্যাবে গেট (Abbey Gate), ইস্ট গেট (East Gate) বা নর্থ গেট (North Gate) রয়েছেন, তাঁরা যেন এখুনি এই জায়গাগুলি ছেড়ে চলে যান ৷
সচিব (Secretary of State) অ্যান্টনি ব্লিনকেনের (Antony Blinken) দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আফগানিস্তানে চিহ্নিত 6 হাজার আমেরিকাবাসীর মধ্যে সাড়ে 4 হাজার জনকে বের করে আনা হয়েছে ৷ আরও 1 হাজার 500 জন অপেক্ষায় রয়েছেন ৷
আরও পড়ুন : Afghanistan Unrest : আফগানিস্তানে 1 কোটি শিশুর কাছে শীঘ্রই পৌঁছতে হবে সাহায্য, জানাল ইউনিসেফ
ব্লিনকেন বলেন, "31 অগস্ট পর্যন্ত আমেরিকা-সহ অন্য তৃতীয় কোনও দেশের নাগরিকদের এবং বিপজ্জনক অবস্থায় থাকা আফগানদের নিরাপদে আসতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালিবান গোষ্ঠী ৷ তারা জনসমক্ষে এবং ব্যক্তিগত ভাবে এই কথা দিয়েছে ৷"
অগস্টের মাঝামাঝি থেকে এখনও পর্যন্ত 82 হাজার 300 জনেরও বেশি মানুষকে সুরক্ষিত ভাবে বের করে আনতে পেরেছে আমেরিকা, জানিয়েছেন ব্লিনকেন ৷ শেষ 24 ঘণ্টা ধরে 500 জন দেশবাসীকে নিয়ে আসার জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা ৷ আফগানিস্তান থেকে এখনও প্রায় 1500 জন নাগরিককে নিয়ে আসতে হবে ৷ আরও 1 হাজার জনের খোঁজ পাওয়া গিয়েছে, মনে করা হচ্ছে তাঁরা আমেরিকার নাগরিক ৷ তাঁদের মধ্যেও অনেকে আফগানিস্তান ছেড়ে যেতে চান, জানিয়েছেন সচিব ৷
গতকাল হোয়াইট হাউজে (White House) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) জানিয়েছেন, 31 অগস্টে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হবে ৷ সেই অনুযায়ী জরুরি ভিত্তিতে কাজ চলছে ৷ দিন যত এগিয়ে যাচ্ছে, আমেরিকার সেনাবাহিনীকে তত হুমকি দিয়ে চলেছে আইএসআইএস-খোরাসান (ISIS-Khorasan) ৷