নয়াদিল্লি, 17 মার্চ : তালিবানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিল রাষ্ট্রসংঘ ৷ বিশ্বের অধিকাংশ দেশ এখনও স্বীকৃতি দেয়নি আফগানিস্তানের তালিবান সরকারকে ৷ কিন্তু এর উলটো পথে হেঁটে এবার তালিবান সরকারের সঙ্গে আলোচনার রাস্তা খুলল রাষ্ট্রসংঘ ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে 'সম্পর্ক' স্থাপনে উদ্যোগী হয়েছে রাষ্ট্রসংঘ ৷
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) এই সংক্রান্ত এক প্রস্তাব ভোটাভুটিতে পাশ হয়েছে ৷ নরওয়ের তরফে নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রস্তাব আনা হয়েছিল ৷ 14-0 ভোটে এই প্রস্তাব গৃহীত হয় ৷ রাশিয়া ভোট দেয়নি ৷ মনে করা হচ্ছে এই প্রস্তাব পাশের ফলে রাষ্ট্রসংঘের অ্যাসিস্টেন্স মিশনের তরফে আফিগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে আলোচনায় বসা সম্ভব হবে ৷ আফগানিস্তানের মহিলা সুরক্ষা, মানবাধিকার, লিঙ্গ সমতা ও অধিকারের মতো বিষয়গুলি নিয়ে নিজেদের কাজ চালানোর সুযোগ পেতে পারে রাষ্ট্রসংঘ ৷ উল্লেখ্য, গত বছর অগস্টেই আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান ৷
আরও পড়ুন : পুতিনকে যুদ্ধ অপরাধীর তকমা, নিন্দাপ্রস্তাব গৃহীত মার্কিন সেনেটে
এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘে নরওয়ের রাষ্ট্রদূত মোনা জুল জানিয়েছেন, এরফলে নিরাপত্তা পরিষদের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল যে, আফগানিস্তান স্থিত রাষ্ট্রসংঘের মিশন সেখানে শান্তি ও স্থিতাবস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ৷ আফগানরা বর্তমানে যে অনিশ্চয়তা ও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে ৷