ETV Bharat / international

রবিবার থেকে অ্যামেরিকায় টিকটক, উইচ্যাটে নিষেধাজ্ঞা - অ্যামেরিকার বাণিজ্যিক সম্পাদক উইলবার রস

অ্যামেরিকার বাণিজ্যিক সম্পাদক উইলবার রস জানান,"চিনের হাত থেকে অ্যামেরিকার নাগরিকদের তথ্য সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত ।"

American news
American news
author img

By

Published : Sep 18, 2020, 10:06 PM IST

ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর : ভারতের পর এবার আগামী রবিবার থেকে টিকটক ও উইচ্যাটের উপর নিষেধাজ্ঞা জারি করল অ্যামেরিকা । আজ এক বিবৃতির মাধ্যমে ওই দুই অ্যাপের নিষেধাজ্ঞা জারির কথা জানায় বাণিজ্য বিভাগের আধিকারিকরা ।

6 অগাস্ট নিরাপত্তায় হানিকারকের আশঙ্কায় ওই দুই অ্যাপস-এর মালিকানা বাইটড্যান্স কম্পানিকে ডোনাল্ড ট্রাম্প 45 দিন সময় দেন যা আগামী রবিবার শেষ হচ্ছে । অ্যামেরিকার বাণিজ্যিক সম্পাদক উইলবার রস জানান,"চিনের হাত থেকে অ্যামেরিকার নাগরিকদের তথ্য সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত ।"

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন চিনের কম্পানি বাইটড্যান্স লিমিটেডের অ্যাপ্লিকেশন টিকটকে 100 মিলিয়ন ব্যবহারকারীর তথ্য নিয়ন্ত্রণ করছে । যা নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।

ওয়াশিংটন, 18 সেপ্টেম্বর : ভারতের পর এবার আগামী রবিবার থেকে টিকটক ও উইচ্যাটের উপর নিষেধাজ্ঞা জারি করল অ্যামেরিকা । আজ এক বিবৃতির মাধ্যমে ওই দুই অ্যাপের নিষেধাজ্ঞা জারির কথা জানায় বাণিজ্য বিভাগের আধিকারিকরা ।

6 অগাস্ট নিরাপত্তায় হানিকারকের আশঙ্কায় ওই দুই অ্যাপস-এর মালিকানা বাইটড্যান্স কম্পানিকে ডোনাল্ড ট্রাম্প 45 দিন সময় দেন যা আগামী রবিবার শেষ হচ্ছে । অ্যামেরিকার বাণিজ্যিক সম্পাদক উইলবার রস জানান,"চিনের হাত থেকে অ্যামেরিকার নাগরিকদের তথ্য সুরক্ষিত করতেই এই সিদ্ধান্ত ।"

নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন চিনের কম্পানি বাইটড্যান্স লিমিটেডের অ্যাপ্লিকেশন টিকটকে 100 মিলিয়ন ব্যবহারকারীর তথ্য নিয়ন্ত্রণ করছে । যা নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.