ETV Bharat / international

ট্রাম্পের শরীরে মেলেনি কোরোনা ভাইরাস - ডোনাল্ড ট্রাম্পের শরীরে মেলেনি নোভেল কোরোনা ভাইরাস

কোরোনা ভাইরাস মেলেনি মার্কিন প্রেসিডেন্টের শরীরে । জানালেন ট্রাম্পের চিকিৎসক ।

Donald Trump
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে
author img

By

Published : Mar 15, 2020, 10:30 AM IST

Updated : Mar 16, 2020, 8:34 AM IST

ওয়াশিংটন, 15 মার্চ : অ্য়ামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে মেলেনি নভেল কোরোনা ভাইরাস । শনিবার তা জানিয়ে দিলেন তাঁর চিকিৎসক ।

সম্প্রতি ব্রাজ়িলিয়ান প্রতিনিধি দলের সঙ্গে তিনি ফ্লোরিডার রিসর্ট পরিদর্শনে গিয়েছিলেন । যেখানে একাধিকের শরীরে কোরোনার ভাইরাস মিলেছে । জানার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন । তারপরই তিনি শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ।

ট্রাম্পের চিকিৎসক শ্যন কনলে জানান, "আজ সন্ধ্যায় সুনিশ্চিত রিপোর্ট এসেছে । প্রেসিডেন্টের শরীরে কোনও কোরোনার ভাইরাস মেলেনি ।" তিনি আরও বলেন, "ব্রাজ়িলিয়ান প্রতিনিধিদের সঙ্গে একসাথে বসে নৈশভোজ করেছিলেন । তা প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে । এখন তাঁর শরীরে কোরোনার উপসর্গ মেলেনি ।"

কোরোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে 51 জন অ্যামেরিকান মারা গিয়েছেন । এছাড়া অ্যামেরিকায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনার সংক্রমণ রুখতে বহু সংস্থার কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন । এমনকী, স্কুল বন্ধ রাখা হয়েছে ।

ওয়াশিংটন, 15 মার্চ : অ্য়ামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে মেলেনি নভেল কোরোনা ভাইরাস । শনিবার তা জানিয়ে দিলেন তাঁর চিকিৎসক ।

সম্প্রতি ব্রাজ়িলিয়ান প্রতিনিধি দলের সঙ্গে তিনি ফ্লোরিডার রিসর্ট পরিদর্শনে গিয়েছিলেন । যেখানে একাধিকের শরীরে কোরোনার ভাইরাস মিলেছে । জানার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন । তারপরই তিনি শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেন ।

ট্রাম্পের চিকিৎসক শ্যন কনলে জানান, "আজ সন্ধ্যায় সুনিশ্চিত রিপোর্ট এসেছে । প্রেসিডেন্টের শরীরে কোনও কোরোনার ভাইরাস মেলেনি ।" তিনি আরও বলেন, "ব্রাজ়িলিয়ান প্রতিনিধিদের সঙ্গে একসাথে বসে নৈশভোজ করেছিলেন । তা প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে । এখন তাঁর শরীরে কোরোনার উপসর্গ মেলেনি ।"

কোরোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে 51 জন অ্যামেরিকান মারা গিয়েছেন । এছাড়া অ্যামেরিকায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনার সংক্রমণ রুখতে বহু সংস্থার কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন । এমনকী, স্কুল বন্ধ রাখা হয়েছে ।

Last Updated : Mar 16, 2020, 8:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.