ETV Bharat / international

2 বছরে 1500 ডলার আয়কর দিয়েছেন ট্রাম্প ; "ভুয়ো খবর", বললেন অ্যামেরিকার প্রেসিডেন্ট

অ্যামেরিকার একটি প্রথম সারির সংবাদ পত্রে প্রকাশ করা একটি রিপোর্ট অনুসারে 2016 ও 2017 সালে মাত্র 750 অ্যামেরিকান ডলার করে ফেডেরাল আয়কর প্রদান করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

trump
trump
author img

By

Published : Sep 28, 2020, 3:54 PM IST

ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 ও 2017 সালে মাত্র 750 অ্যামেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন । 2016 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প । জয়লাভ করেন । আর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছর 2017 সাল ৷ এই দুই বছর তিনি মাত্র 750 অ্যামেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন । এমনই দাবি করা হয়েছে দা নিউইয়র্ক টাইমসের রবিবারের কাগজে প্রকাশ পাওয়া একটি রিপোর্টে ৷ ওই রিপোর্টে প্রকাশ পাওয়া তথ্য অনুসারে, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি নিজের আয়কর প্রদানের তথ্যে গোপনীয়তা রক্ষা করেছেন ৷ 15 বছরের মধ্যে 10 বছর তিনি কোনও ফেডেরাল আয়কর দেননি ৷

যদিও হোয়াইট হাউজ়ে একটি সাংবাদিক বৈঠকে এই রিপোর্টকে ফেক নিউজ় বলে দাবি করেন ট্রাম্প ৷ তিনি বলেন, পুরোপুরি ভুয়ো খবর । তিনি সমস্ত আয়কর প্রদান করেছেন ৷ যদিও সেবিষয়ে তিনি কোনও নির্দিষ্ট বিবরণ দেননি ৷ দুই দশকেরও বেশি সময় ধরে প্রাপ্ত ট্যাক্স রিটানের এই তথ্য, মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্ক চলাকালীন এবং ডেমোক্র্যাট জো বিডেনের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কয়েক সপ্তাহ আগে প্রকাশ করেছে দা নিউইয়র্ক টাইমস ।

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর আয়কর সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করবেন ৷ কিন্তু তার জন্য কোনও সময়সীমা উল্লেখ করেননি ৷ এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন 2016 সালে ৷ নির্বাচনের প্রচার চলাকালীন ৷ যা তিনি পূরণ করেননি বলে অভিযোগ ৷ এমনকী যাঁরা ট্রাম্পের আয়কর রিটার্নসের তথ্য জানার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছেন তিনি ৷ সেই তালিকায় নাম রয়েছে US হাউজ়ের ৷

ট্রাম্পের সংগঠনের মুখপাত্র ও একজন আইনজীবী অ্যালেন গ্র্যাটেন এই রিপোর্ট নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি ৷ যদিও পরে গ্র্যাটেন জানিয়েছেন, 2015 সালে প্রার্থী পদ ঘোষণার পর থেকে কয়েক মিলিয়ন ব্যক্তিগত কর সহ কয়েক মিলিয়ন ডলার ব্যক্তিগত আয়কর সরকারকে প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷

2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরোধী পক্ষ ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনের সঙ্গে বিতর্কে ক্লিন্টন বলেছিলেন, সম্ভবত ট্রাম্প তাঁর আয়কর রিটার্ন প্রকাশ করছেন না । কারণ তিনি ফেডেরাল কর কিছুই দেননি ৷ তখনই তাঁর বক্তব্য থামিয়ে দিয়ে ট্রাম্প বলেছিলেন, "এটাই আমাকে স্মার্ট বানায় ৷"

ওয়াশিংটন, 28 সেপ্টেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 ও 2017 সালে মাত্র 750 অ্যামেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন । 2016 সালে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প । জয়লাভ করেন । আর প্রেসিডেন্ট হিসেবে প্রথম বছর 2017 সাল ৷ এই দুই বছর তিনি মাত্র 750 অ্যামেরিকান ডলার করে আয়কর দিয়েছিলেন । এমনই দাবি করা হয়েছে দা নিউইয়র্ক টাইমসের রবিবারের কাগজে প্রকাশ পাওয়া একটি রিপোর্টে ৷ ওই রিপোর্টে প্রকাশ পাওয়া তথ্য অনুসারে, বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প একমাত্র প্রেসিডেন্ট যিনি নিজের আয়কর প্রদানের তথ্যে গোপনীয়তা রক্ষা করেছেন ৷ 15 বছরের মধ্যে 10 বছর তিনি কোনও ফেডেরাল আয়কর দেননি ৷

যদিও হোয়াইট হাউজ়ে একটি সাংবাদিক বৈঠকে এই রিপোর্টকে ফেক নিউজ় বলে দাবি করেন ট্রাম্প ৷ তিনি বলেন, পুরোপুরি ভুয়ো খবর । তিনি সমস্ত আয়কর প্রদান করেছেন ৷ যদিও সেবিষয়ে তিনি কোনও নির্দিষ্ট বিবরণ দেননি ৷ দুই দশকেরও বেশি সময় ধরে প্রাপ্ত ট্যাক্স রিটানের এই তথ্য, মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্ক চলাকালীন এবং ডেমোক্র্যাট জো বিডেনের বিরুদ্ধে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের কয়েক সপ্তাহ আগে প্রকাশ করেছে দা নিউইয়র্ক টাইমস ।

ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর আয়কর সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করবেন ৷ কিন্তু তার জন্য কোনও সময়সীমা উল্লেখ করেননি ৷ এই একই প্রতিশ্রুতি দিয়েছিলেন 2016 সালে ৷ নির্বাচনের প্রচার চলাকালীন ৷ যা তিনি পূরণ করেননি বলে অভিযোগ ৷ এমনকী যাঁরা ট্রাম্পের আয়কর রিটার্নসের তথ্য জানার চেষ্টা করেছেন তাঁদের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেছেন তিনি ৷ সেই তালিকায় নাম রয়েছে US হাউজ়ের ৷

ট্রাম্পের সংগঠনের মুখপাত্র ও একজন আইনজীবী অ্যালেন গ্র্যাটেন এই রিপোর্ট নিয়ে প্রথমে কোনও মন্তব্য করতে চাননি ৷ যদিও পরে গ্র্যাটেন জানিয়েছেন, 2015 সালে প্রার্থী পদ ঘোষণার পর থেকে কয়েক মিলিয়ন ব্যক্তিগত কর সহ কয়েক মিলিয়ন ডলার ব্যক্তিগত আয়কর সরকারকে প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প ৷

2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরোধী পক্ষ ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টনের সঙ্গে বিতর্কে ক্লিন্টন বলেছিলেন, সম্ভবত ট্রাম্প তাঁর আয়কর রিটার্ন প্রকাশ করছেন না । কারণ তিনি ফেডেরাল কর কিছুই দেননি ৷ তখনই তাঁর বক্তব্য থামিয়ে দিয়ে ট্রাম্প বলেছিলেন, "এটাই আমাকে স্মার্ট বানায় ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.