ETV Bharat / international

ট্রাম্পের কোনও আদর্শ নেই, বললেন দিদি - মেরিয়েন ট্রাম্প ব্যারি

2018 সালে ফক্স নিউজ়ে তাঁর ভাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প, বাবা-মায়ের কাছ থেকে পৃথক করা অভিবাসী শিশুদের তদারকি করার জন্য মেরিয়েন ট্রাম্প ব্যারিকে সীমান্তে থাকার পরামর্শ দেন । গোপনে রেকর্ড করা সাক্ষাৎকারে অ্যামেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিতর্কিত তথ্য ফাঁস দিদির ।

Donald Trump
Donald Trump
author img

By

Published : Aug 23, 2020, 10:41 PM IST

ওয়াশিংটন, 23 অগাস্ট : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় এবার দিদি মেরিয়েন ট্রাম্প ব্যারি । গতকাল প্রকাশিত একটি রেকর্ডিংয়ে প্রাক্তন ফেডেরাল বিচারপতি মেরিয়েন ট্রাম্প ব্যারি তাঁর ভাইয়ের সমালোচনা করে বলেন, "ডোনাল্ড ট্রাম্পের কোনও আদর্শ নেই ।"

গোপনে তাঁর ভাইঝি মেরি ট্রাম্প, যিনি সম্প্রতি ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দা ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জেরাস ম্যান’ শীর্ষক একটি বইয়ে বর্তমান প্রেসিডেন্টের তীব্র নিন্দা করেছেন, এই রেকর্ডিংটি প্রকাশ করেন । 2018-19 সালে মেরি ট্রাম্পের রেকর্ড করা মেরিয়েন ট্রাম্প ব্যারির এই বক্তব্যের একটিতে তিনি বলেছেন, 2018 সালে ফক্স নিউজ়ে তাঁর ভাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প, বাবা-মায়ের কাছ থেকে পৃথক করা অভিবাসী শিশুদের তদারকি করার জন্য তাঁকে সীমান্তে থাকার পরামর্শ দেন । মেরিয়েন ট্রাম্প ব্যারি বলেন, “ধার্মিক হলে তিনি মানুষের সাহায্য করতে চাইবেন । এমন আচরণ করবেন না ।” তিনি আরও বলেন, "আমি খুব অবাধে কথা বলছি, তবে আপনারা জানেন গল্পের পট পরিবর্তন । প্রস্তুতির অভাব । আর ডোনাল্ড ট্রাম্প টুইটারে কত মিথ্যা প্রচার করেন ।”

রেকর্ডিংগুলি প্রথম প্রকাশ করে দা ওয়াশিংটন পোস্ট । এরপরে রেকর্ডিংগুলি পায় অ্যাসোসিয়েটেড প্রেস । মেরিয়েন ও প্রেসিডেন্টের ভাই প্রয়াত রবার্ট ট্রাম্প হোয়াইট হাউজ়ে একটি অনুষ্ঠানে যোগদানের ঠিক একদিন পর এই রেকর্ডিংগুলি প্রকাশিত হয়েছিল । যদিও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “সবাই একমত হতে পারেন না, তবে ফলাফল স্পষ্ট । আমাদের দেশ শীঘ্রই আগের চেয়ে আরও শক্তিশালী হবে ।”

নিজের কাকার সমালোচনা করে লেখা বইটিতে উল্লেখ কিছু তথ্য নিয়ে মেরি ট্রাম্পকে প্রশ্ন করা হয় । বইটিতে কোথাও তিনি বলেননি, তিনি তাঁর পিসি মেরিয়েন ট্রাম্প ব্যারির সঙ্গে কথোপকথন রেকর্ড করেছেন । গতকাল মেরি ট্রাম্প জানান, প্রায় 15 ঘণ্টা তিনি ব্যারির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার গোপনে রেকর্ড করেন । মেরি ট্রাম্পের এক মুখপাত্র ক্রিস বাস্টার্ডি বলেন, "মেরি বুঝতে পেরেছিলেন যে তাঁর পরিবারের সদস্যরা আগের বক্তব্যে মিথ্যা বলেছেন । তাই নিজেকে বাঁচাতে এই কথোপকথন রেকর্ড করাই যুক্তিযুক্ত বলে মনে করেছিলেন তিনি ।"

ওই রেকর্ডিংয়ের একটি অংশে ব্যারি তাঁর ভাইঝিকে বলেন, “ওর নির্বুদ্ধিতা এবং নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে । ডোনাল্ড নিষ্ঠুর ।" মেরি ট্রাম্পের বইটিতে অভিযোগ করা হয়েছে, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করার সময়ে তাঁর পক্ষে কাউকে SATs নেওয়ার জন্য অর্থ প্রদান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । ওই রেকর্ডিংয়ে, ফেডেরাল বিচারপতি বলেন, “জো শাপিরো ট্রাম্পের হয়ে পরীক্ষা দিয়েছিলেন । জো শাপিরো নামে স্পেনের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছিলেন ট্রাম্প । প্রয়াত শাপিরো কারও হয়ে পরীক্ষা দেননি একথা বলতে বলা হয়েছিল তাঁর বিধবা স্ত্রী ও বোনকে ।”

ওয়াশিংটন, 23 অগাস্ট : অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় এবার দিদি মেরিয়েন ট্রাম্প ব্যারি । গতকাল প্রকাশিত একটি রেকর্ডিংয়ে প্রাক্তন ফেডেরাল বিচারপতি মেরিয়েন ট্রাম্প ব্যারি তাঁর ভাইয়ের সমালোচনা করে বলেন, "ডোনাল্ড ট্রাম্পের কোনও আদর্শ নেই ।"

গোপনে তাঁর ভাইঝি মেরি ট্রাম্প, যিনি সম্প্রতি ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দা ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জেরাস ম্যান’ শীর্ষক একটি বইয়ে বর্তমান প্রেসিডেন্টের তীব্র নিন্দা করেছেন, এই রেকর্ডিংটি প্রকাশ করেন । 2018-19 সালে মেরি ট্রাম্পের রেকর্ড করা মেরিয়েন ট্রাম্প ব্যারির এই বক্তব্যের একটিতে তিনি বলেছেন, 2018 সালে ফক্স নিউজ়ে তাঁর ভাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প, বাবা-মায়ের কাছ থেকে পৃথক করা অভিবাসী শিশুদের তদারকি করার জন্য তাঁকে সীমান্তে থাকার পরামর্শ দেন । মেরিয়েন ট্রাম্প ব্যারি বলেন, “ধার্মিক হলে তিনি মানুষের সাহায্য করতে চাইবেন । এমন আচরণ করবেন না ।” তিনি আরও বলেন, "আমি খুব অবাধে কথা বলছি, তবে আপনারা জানেন গল্পের পট পরিবর্তন । প্রস্তুতির অভাব । আর ডোনাল্ড ট্রাম্প টুইটারে কত মিথ্যা প্রচার করেন ।”

রেকর্ডিংগুলি প্রথম প্রকাশ করে দা ওয়াশিংটন পোস্ট । এরপরে রেকর্ডিংগুলি পায় অ্যাসোসিয়েটেড প্রেস । মেরিয়েন ও প্রেসিডেন্টের ভাই প্রয়াত রবার্ট ট্রাম্প হোয়াইট হাউজ়ে একটি অনুষ্ঠানে যোগদানের ঠিক একদিন পর এই রেকর্ডিংগুলি প্রকাশিত হয়েছিল । যদিও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “সবাই একমত হতে পারেন না, তবে ফলাফল স্পষ্ট । আমাদের দেশ শীঘ্রই আগের চেয়ে আরও শক্তিশালী হবে ।”

নিজের কাকার সমালোচনা করে লেখা বইটিতে উল্লেখ কিছু তথ্য নিয়ে মেরি ট্রাম্পকে প্রশ্ন করা হয় । বইটিতে কোথাও তিনি বলেননি, তিনি তাঁর পিসি মেরিয়েন ট্রাম্প ব্যারির সঙ্গে কথোপকথন রেকর্ড করেছেন । গতকাল মেরি ট্রাম্প জানান, প্রায় 15 ঘণ্টা তিনি ব্যারির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার গোপনে রেকর্ড করেন । মেরি ট্রাম্পের এক মুখপাত্র ক্রিস বাস্টার্ডি বলেন, "মেরি বুঝতে পেরেছিলেন যে তাঁর পরিবারের সদস্যরা আগের বক্তব্যে মিথ্যা বলেছেন । তাই নিজেকে বাঁচাতে এই কথোপকথন রেকর্ড করাই যুক্তিযুক্ত বলে মনে করেছিলেন তিনি ।"

ওই রেকর্ডিংয়ের একটি অংশে ব্যারি তাঁর ভাইঝিকে বলেন, “ওর নির্বুদ্ধিতা এবং নিষ্ঠুরতা প্রকাশ পাচ্ছে । ডোনাল্ড নিষ্ঠুর ।" মেরি ট্রাম্পের বইটিতে অভিযোগ করা হয়েছে, পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করার সময়ে তাঁর পক্ষে কাউকে SATs নেওয়ার জন্য অর্থ প্রদান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প । ওই রেকর্ডিংয়ে, ফেডেরাল বিচারপতি বলেন, “জো শাপিরো ট্রাম্পের হয়ে পরীক্ষা দিয়েছিলেন । জো শাপিরো নামে স্পেনের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছিলেন ট্রাম্প । প্রয়াত শাপিরো কারও হয়ে পরীক্ষা দেননি একথা বলতে বলা হয়েছিল তাঁর বিধবা স্ত্রী ও বোনকে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.