ETV Bharat / international

অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 8 লাখ - মিশিগান

কোরোনা ভাইরাসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অ্যামেরিকায় ৷ সেখানে আক্রান্তের সংখ্যা আট লাখ দশ হাজার, মৃতের সংখ্যা 45 হাজার ৷

USA
অ্যামেরিকা
author img

By

Published : Apr 22, 2020, 3:37 PM IST

ওয়াশিংটন, 22 এপ্রিল: বিশ্বে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে অ্যামেরিকায় ৷ অ্যামেরিকায় গতকাল মৃতের সংখ্যা ছাড়াল 45 হাজার ৷ আক্রান্ত আট লাখের উপরে ৷

বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশ হলেও কোরোনা ভাইরাসের কাছে মাথা নোয়াতে হয়েছে অ্যামেরিকাকে ৷ দেশে সম্পূর্ণ লকডাউন না করায় ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবে বাড়তে থাকে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ৷

বিশ্বে সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত অ্যামেরিকাতে, আক্রান্তের সংখ্যা আট লাখ 10 হাজার ৷ গতকালই অ্যামেরিকায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 2750 জন ৷ এর আগে 15 এপ্রিল 24 ঘণ্টায় মৃত্যু হয়েছিল 2806 জনের, যা সর্বোচ্চ মৃতের সংখ্যা একদিনে ৷

নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও মিশিগান -তিনটি শহরেই মঙ্গলবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 800 জনের অধিক ৷ রাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে গতকাল মারা গিয়েছেন 481 জন ৷

তবে আশা ছাড়তে চান না স্বাস্থ্য আধিকারিকরা ৷ তাঁদের মত, জনগণ যদি সামাজিক দূরত্ব মেনে চলে, তাহলে সংক্রমণের গতি কমানো যেতে পারে ৷ বিগত চারদিন ধরে অ্যামেরিকাতে কোরোনা আক্রান্তের সংখ্যা 30 হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে, গত 4 এপ্রিল অ্যামেরিকাতে একদিনেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন 35392 জন ৷ ধীরে ধীরে আক্রান্তের সংখ্য়া আরও কমবে বলে আশা করছেন তাঁরা ৷

ওয়াশিংটন, 22 এপ্রিল: বিশ্বে কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গিয়েছে অ্যামেরিকায় ৷ অ্যামেরিকায় গতকাল মৃতের সংখ্যা ছাড়াল 45 হাজার ৷ আক্রান্ত আট লাখের উপরে ৷

বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী দেশ হলেও কোরোনা ভাইরাসের কাছে মাথা নোয়াতে হয়েছে অ্যামেরিকাকে ৷ দেশে সম্পূর্ণ লকডাউন না করায় ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবে বাড়তে থাকে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা ৷

বিশ্বে সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত অ্যামেরিকাতে, আক্রান্তের সংখ্যা আট লাখ 10 হাজার ৷ গতকালই অ্যামেরিকায় কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 2750 জন ৷ এর আগে 15 এপ্রিল 24 ঘণ্টায় মৃত্যু হয়েছিল 2806 জনের, যা সর্বোচ্চ মৃতের সংখ্যা একদিনে ৷

নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও মিশিগান -তিনটি শহরেই মঙ্গলবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 800 জনের অধিক ৷ রাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউ ইয়র্কে গতকাল মারা গিয়েছেন 481 জন ৷

তবে আশা ছাড়তে চান না স্বাস্থ্য আধিকারিকরা ৷ তাঁদের মত, জনগণ যদি সামাজিক দূরত্ব মেনে চলে, তাহলে সংক্রমণের গতি কমানো যেতে পারে ৷ বিগত চারদিন ধরে অ্যামেরিকাতে কোরোনা আক্রান্তের সংখ্যা 30 হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে, গত 4 এপ্রিল অ্যামেরিকাতে একদিনেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন 35392 জন ৷ ধীরে ধীরে আক্রান্তের সংখ্য়া আরও কমবে বলে আশা করছেন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.