ETV Bharat / international

ট্রাম্পের সমর্থনে অ্যামেরিকার রাস্তায় মিছিল

author img

By

Published : Nov 15, 2020, 7:09 PM IST

গতকাল ট্রাম্পের গাড়ির কয়েক ফুট দূরে তাঁর সমর্থকরা "অ্যামেরিকা, অ্যামেরিকা" স্লোগান দেন । ব়্যালির শেষে হোয়াইট হাউজ়ের কাছে সুপ্রিম কোর্টের সামনে সমর্থকরা জড়ো হন ।

Trump supporters take to streets
ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ওয়াশিংটনে মিছিল

ওয়াশিংটন, 15 নভেম্বর : প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হারের পর থেকে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প । এবার তাঁর সমর্থনে রাস্তায় নামলেন ট্রাম্প সমর্থকরা । পেনসিলভেনিয়া অ্যাভিনিউ থেকে ফ্রিডম প্লাজ়া পর্যন্ত ট্রাম্পের সমর্থনে ব়্যালি বের হয় । ব়্যালির শেষে হোয়াইট হাউজ়ের কাছে সুপ্রিম কোর্টের সামনে সমর্থকরা জড়ো হন ।

ব়্যালিতে যোগদানকারী এক সমর্থক অ্যান্থনি হুইটটেকার বলেন, "আমরা জানাতে চাই যে, ওনাকে সমর্থন করছি ।" সুপ্রিম কোর্টের সামনে গতকাল কয়েক হাজার মানুষ জড়ো হন । প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প । যদিও তিনি হার স্বীকার করতে চাননি । ট্রাম্প প্রথম থেকে দাবি করেন, ভোটে কারচুপি হয়েছে । যা নিয়ে তিনি অ্যামেরিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যান । তাঁর দাবি অবশ্য নস্যাৎ করেছে সেদেশের শীর্ষ আদালত । কিন্তু ট্রাম্প নাছোড়বান্দা । তিনি তাঁর বক্তব্য থেকে একচুলও নড়েননি ।

গতকাল সকাল থেকে ফ্রিডম প্লাজ়ার কাছে জমায়েত করেন ট্রাম্পের সমর্থকরা । রাস্তার দু'ধারে মানুষকে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । ট্রাম্পের গাড়ির কয়েক ফুট দূরে তাঁর সমর্থকরা "অ্যামেরিকা, অ্যামেরিকা" স্লোগান দেন । পাশাপাশি অ্যামেরিকার পতাকা হাতে মানুষজন ভোট নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেন । হোয়াইট হাউজ়ে নব নির্বাচিত রিপাবলিকান মুখপাত্র মারজোরি টেলর গ্রিন ট্রাম্পের সমর্থকদের সংযত ও শান্তিপূর্ণভাবে ব়্যালি করার অনুরোধ জানান ।

ওয়াশিংটন, 15 নভেম্বর : প্রেসিডেন্সিয়াল নির্বাচনে হারের পর থেকে ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প । এবার তাঁর সমর্থনে রাস্তায় নামলেন ট্রাম্প সমর্থকরা । পেনসিলভেনিয়া অ্যাভিনিউ থেকে ফ্রিডম প্লাজ়া পর্যন্ত ট্রাম্পের সমর্থনে ব়্যালি বের হয় । ব়্যালির শেষে হোয়াইট হাউজ়ের কাছে সুপ্রিম কোর্টের সামনে সমর্থকরা জড়ো হন ।

ব়্যালিতে যোগদানকারী এক সমর্থক অ্যান্থনি হুইটটেকার বলেন, "আমরা জানাতে চাই যে, ওনাকে সমর্থন করছি ।" সুপ্রিম কোর্টের সামনে গতকাল কয়েক হাজার মানুষ জড়ো হন । প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প । যদিও তিনি হার স্বীকার করতে চাননি । ট্রাম্প প্রথম থেকে দাবি করেন, ভোটে কারচুপি হয়েছে । যা নিয়ে তিনি অ্যামেরিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত যান । তাঁর দাবি অবশ্য নস্যাৎ করেছে সেদেশের শীর্ষ আদালত । কিন্তু ট্রাম্প নাছোড়বান্দা । তিনি তাঁর বক্তব্য থেকে একচুলও নড়েননি ।

গতকাল সকাল থেকে ফ্রিডম প্লাজ়ার কাছে জমায়েত করেন ট্রাম্পের সমর্থকরা । রাস্তার দু'ধারে মানুষকে সারি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । ট্রাম্পের গাড়ির কয়েক ফুট দূরে তাঁর সমর্থকরা "অ্যামেরিকা, অ্যামেরিকা" স্লোগান দেন । পাশাপাশি অ্যামেরিকার পতাকা হাতে মানুষজন ভোট নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেন । হোয়াইট হাউজ়ে নব নির্বাচিত রিপাবলিকান মুখপাত্র মারজোরি টেলর গ্রিন ট্রাম্পের সমর্থকদের সংযত ও শান্তিপূর্ণভাবে ব়্যালি করার অনুরোধ জানান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.