ETV Bharat / international

2030 সালের মধ্যে বিশ্বকে এইডস মুক্ত করার প্রস্তাব পাশ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় - HIV

সাধারণ সভার তরফে সদস্য দেশগুলিকে সতর্ক করে বলা হয়েছে, এইডস’র বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় রসদ না বাড়ালে এবং সেই সঙ্গে সংক্রমিত ও আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা না করা 2030 সালের মধ্যে এই মহামারিকে শেষ করা যাবে না ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে বলা হয়েছে, এইডস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা অতিমারী ৷

the-fight-against-aids-is-far-behind-the-world-due-to-corona
‘‘এইডস’র বিরুদ্ধে লড়াইয়ে বাধা সৃষ্টি করেছে করোনা’’, মত রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার
author img

By

Published : Jun 9, 2021, 8:04 PM IST

জেনেভা, 9 জুন : করোনা অতিমারীর জেরে এইডস’র (AIDS) বিরুদ্ধে লড়াই অনেকটাই পিছিয়ে গিয়েছে বিশ্ব ৷ তাই এবার 2030 সালের মধ্যে এইডস’র মতো রোগকে নিঃশেষ করার কথা ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা ৷ সেই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের তরফে এও বলা হয়েছে, ‘‘এটা খুবই বিপদের সঙ্কেত যে, করোনা অতিমারির জেরে এইডস’র ওষুধের সরবরাহ, তার চিকিৎসা এবং সর্বোপরি এইডস নির্ধারণ করার প্রক্রিয়াও বন্ধ হয়ে গিয়েছে’’ ৷

18 পাতার এই নথিতে উল্লেখ করা বিষয়গুলি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার 193 টি সদস্য দেশ কার্যকর করার কথা জানিয়েছে ৷ যেখানে বলা হয়েছে, আগামী 2025 সালের মধ্যে বছরে এইচআইভি (HIV) সংক্রমণের সংখ্যা 3 লক্ষ 70 হাজারের নিচে নামিয়ে আনা হবে ৷ পাশাপাশি এইচআইভি (HIV) সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা বছরে আড়াই লক্ষের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ সভার সদস্য দেশগুলি ৷ সেই সঙ্গে এইচআইভি (HIV) সংক্রান্ত অচ্ছুত এবং বৈষম্য সমাজ থেকে একেবারে মুছে ফেলার বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে ৷ অন্যদিকে, সদস্য দেশগুলিকে এইচআইভি’র (HIV) ভ্যাকসিন তৈরি কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে ৷

সাধারণ সভার তরফে সদস্য দেশগুলিকে সতর্ক করে বলা হয়েছে, এইডস’র বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় রসদ না বাড়ালে এবং সেই সঙ্গে সংক্রমিত ও আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা না করা 2030 সালের মধ্যে এই মহামারিকে শেষ করা যাবে না ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে বলা হয়েছে, এইডস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা অতিমারি ৷

আরও পড়ুন : 2021’এ ভারতে 7.5% আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে পতনের সতর্কতা রাষ্ট্রসঙ্ঘের

এ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে বলা হয়েছে, জনস্বাস্থ্যে প্রয়োজনের থেকে কম বিনিয়োগ, ভয়ঙ্কর ভাবে বিশ্বকে দু’ভাগে বিভক্ত করে দিয়েছে ৷ যার মধ্যে স্বাস্থ্যের পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রেও অসমতা দেখা গিয়েছে ৷ ফলে যে কোনও অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে মানবসভ্যতা অনেকটাই পিছিয়ে পড়ছে ৷ সাধারণ সভার তরফে আরও বলা হয়েছে, যে কোনও ধরনের অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক স্তরে বিনিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না ৷ আর যা করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় যা অতি সামান্য ৷

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘে শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানকে একহাত ভারতের

সাধারণ সভার তিন দিনের এই উচ্চস্তরের বৈঠকে 165-4 ফলাফলে এইডস নিয়ে এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷ যেখানে রাশিয়া, বেলারুস, সিরিয়া এবং নিকাগুয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৷ এই ভোটাভুটির আগে রাশিয়া প্রস্তাবের মধ্যে 3টি সংশোধন দাবি করেছিল ৷ যা রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফ থেকে খারিজ করে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, রাশিয়া এইডস মহামারি’র বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাবে মানবাধিকার রক্ষার বিষয়টিকে বাদ দিতে বলেছিল ৷ সেই সঙ্গে বৈষম্যমূলক আচরণ সংক্রান্ত আইনের সংশোধনের প্রস্তাবটিও বাতিলের পক্ষে ছিল ৷ যা কোনওভাবেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা মেনে নেয়নি ৷

জেনেভা, 9 জুন : করোনা অতিমারীর জেরে এইডস’র (AIDS) বিরুদ্ধে লড়াই অনেকটাই পিছিয়ে গিয়েছে বিশ্ব ৷ তাই এবার 2030 সালের মধ্যে এইডস’র মতো রোগকে নিঃশেষ করার কথা ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা ৷ সেই সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের তরফে এও বলা হয়েছে, ‘‘এটা খুবই বিপদের সঙ্কেত যে, করোনা অতিমারির জেরে এইডস’র ওষুধের সরবরাহ, তার চিকিৎসা এবং সর্বোপরি এইডস নির্ধারণ করার প্রক্রিয়াও বন্ধ হয়ে গিয়েছে’’ ৷

18 পাতার এই নথিতে উল্লেখ করা বিষয়গুলি রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার 193 টি সদস্য দেশ কার্যকর করার কথা জানিয়েছে ৷ যেখানে বলা হয়েছে, আগামী 2025 সালের মধ্যে বছরে এইচআইভি (HIV) সংক্রমণের সংখ্যা 3 লক্ষ 70 হাজারের নিচে নামিয়ে আনা হবে ৷ পাশাপাশি এইচআইভি (HIV) সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা বছরে আড়াই লক্ষের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে সাধারণ সভার সদস্য দেশগুলি ৷ সেই সঙ্গে এইচআইভি (HIV) সংক্রান্ত অচ্ছুত এবং বৈষম্য সমাজ থেকে একেবারে মুছে ফেলার বার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে ৷ অন্যদিকে, সদস্য দেশগুলিকে এইচআইভি’র (HIV) ভ্যাকসিন তৈরি কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বলা হয়েছে ৷

সাধারণ সভার তরফে সদস্য দেশগুলিকে সতর্ক করে বলা হয়েছে, এইডস’র বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনীয় রসদ না বাড়ালে এবং সেই সঙ্গে সংক্রমিত ও আশঙ্কাজনক রোগীদের চিকিৎসা না করা 2030 সালের মধ্যে এই মহামারিকে শেষ করা যাবে না ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে বলা হয়েছে, এইডস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা অতিমারি ৷

আরও পড়ুন : 2021’এ ভারতে 7.5% আর্থিক বৃদ্ধির পূর্বাভাস, সঙ্গে পতনের সতর্কতা রাষ্ট্রসঙ্ঘের

এ নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফে বলা হয়েছে, জনস্বাস্থ্যে প্রয়োজনের থেকে কম বিনিয়োগ, ভয়ঙ্কর ভাবে বিশ্বকে দু’ভাগে বিভক্ত করে দিয়েছে ৷ যার মধ্যে স্বাস্থ্যের পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য জরুরি পরিষেবার ক্ষেত্রেও অসমতা দেখা গিয়েছে ৷ ফলে যে কোনও অতিমারির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে মানবসভ্যতা অনেকটাই পিছিয়ে পড়ছে ৷ সাধারণ সভার তরফে আরও বলা হয়েছে, যে কোনও ধরনের অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক স্তরে বিনিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না ৷ আর যা করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় যা অতি সামান্য ৷

আরও পড়ুন : রাষ্ট্রসঙ্ঘে শান্তি ও সংস্কৃতি প্রস্তাব লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানকে একহাত ভারতের

সাধারণ সভার তিন দিনের এই উচ্চস্তরের বৈঠকে 165-4 ফলাফলে এইডস নিয়ে এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷ যেখানে রাশিয়া, বেলারুস, সিরিয়া এবং নিকাগুয়া প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ৷ এই ভোটাভুটির আগে রাশিয়া প্রস্তাবের মধ্যে 3টি সংশোধন দাবি করেছিল ৷ যা রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার তরফ থেকে খারিজ করে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, রাশিয়া এইডস মহামারি’র বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তাবে মানবাধিকার রক্ষার বিষয়টিকে বাদ দিতে বলেছিল ৷ সেই সঙ্গে বৈষম্যমূলক আচরণ সংক্রান্ত আইনের সংশোধনের প্রস্তাবটিও বাতিলের পক্ষে ছিল ৷ যা কোনওভাবেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভা মেনে নেয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.