ওয়াশিংটন, 31 মে : বিমান দুর্ঘটনায় প্রয়াত টারজান খ্যাত অভিনেতা জো লারা ৷ আমেরিকার নাশভিল শহরে একটি লেকের কাছে বিমানটি ভেঙে পড়ে ৷ জো লারা এবং তাঁর স্ত্রী সহ বিমানে থাকা 7 জনেরই মৃত্যু হয়েছে ৷
ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী সকাল 11টা নাগাদ এই বাণিজ্যিক বিমানটির দুর্ঘটনার কবলে পড়ে ৷ বিমানটি স্ম্যর্না থেকে ফ্লোরিডার টোনিসি বিমান বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল ৷
বিমানটি নাশভিলের থেকে 19 কিলোমিটার দূরে পার্সি প্রিস্ট লেকের কাছে ভেঙে পড়ে ৷
দ্য ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে 7 জন যাত্রীই এই বিমানে ছিলেন ৷ ঘটনার পরই শুরু হয় তল্লাশি ৷ শনিবার রাত থেকেই একের পর এক দেহ উদ্ধার হতে শুরু করে ৷ তদন্তকারীরা জানিয়েছেন, আর কারো জীবিত থাকার আশা নেই ৷
আরও পড়ুন : মার্কিন যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় মৃত অন্তত 7
1989 এ 'টারজান ইন ম্যানহাটান'-এ টারজানের ভূমিকায় দেখা গিয়েছিল জো লারাকে ৷ এই পর লারা 'টারজান: দ্য এপিক অ্যাডভেনচার' নামে টেলিভিশন ধারাবাহিকে কাজ শুরু করেন ৷ এই ধারাবাহিক 1996 থেকে 1997 অবধি চলেছিল ৷