ETV Bharat / international

চিনের মোকাবিলায় এশিয়ায় সেনা বাড়াচ্ছে অ্যামেরিকা - mike pompeo

ইউরোপ থেকে সেনা কমাচ্ছে অ্যামেরিকা । বেশিরভাগটাই মোতায়েন করা হচ্ছে এশিয়ায় । অ্যামেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও বলেন, "এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই হচ্ছে ।"

ফাইল ফোটো
ফাইল ফোটো
author img

By

Published : Jun 26, 2020, 2:29 PM IST

ওয়াশিংটন, 26 জুন : ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিনসের মতো এশিয়ার দেশগুলির জন্য চিন যেভাবে বিপজ্জনক হয়ে উঠছে তার মোকাবিলায় এশিয়ায় সেনা বাড়াচ্ছে অ্যামেরিকা । আজ অ্যামেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও জানান, পিপলস লিবারেশন আর্মি বা PLA-র মোকাবিলার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে ।

মাইক পম্পেও বলেন, "বর্তমান পরিস্থিতি এটা একটা বড় চ্যালেঞ্জ । আমরা PLA-র বিরুদ্ধে প্রস্তুত কি না তা দেখে নিতে চাইছি । তবে, PLA-র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্যা হবে না ।"

ইউরোপ থেকে সেনা কমাচ্ছে অ্যামেরিকা । জার্মানিতেও কমছে তাদের সেনা । 52 হাজার থেকে কমিয়ে আপাতত 25 হাজারে আনা হচ্ছে সংখ্যাটা । বেশিরভাগটাই মোতায়েন করা হচ্ছে এশিয়ায় । পম্পেও বলেন, "এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই হচ্ছে ।"

তাঁর কথায়, "চিনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই বিপজ্জনক হয়ে উঠছে তা নয় । এশিয়ার বাকি দেশের জন্যও এরা বিপজ্জনক । দক্ষিণ চিন সাগরে চিনের সেনার কার্যকলাপও মেনে নেওয়া যায় না । তাই বেশ কিছু জায়গায় অ্যামেরিকর সেনা কমিয়ে এসব জায়গায় বাড়াতে হবে । নিরাপত্তার খাতিরে বাকি দেশগুলিকেও এগিয়ে আসতে হবে । যা পদক্ষেপ করা হবে তা ওই দেশগুলির সঙ্গে আলোচনা করেই করা হবে ।"

এই সংক্রান্ত আরও খবর : LAC বরাবর ভারতের উত্তর দিকে শক্তি বাড়াচ্ছে চিন : মাইক পম্পেও

গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের ঘটনায় এর আগে মাইক পম্পেওকে ভারতের পক্ষ নিতে দেখা গেছে । অ্যামেরিকা সরাসরি মধ্যস্থতা না করলেও পম্পেও জানিয়েছিলেন, চিনই ভারতের এলাকা দখলের চেষ্টায় ওই সংঘর্ষে প্ররোচনা দিয়েছে । শুধু পম্পেও নয়, অ্যামেরিকার অন্য সেনেটরাও নাম না করে চিনকে কাঠগড়ায় তুলেছে ।

ওয়াশিংটন, 26 জুন : ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিনসের মতো এশিয়ার দেশগুলির জন্য চিন যেভাবে বিপজ্জনক হয়ে উঠছে তার মোকাবিলায় এশিয়ায় সেনা বাড়াচ্ছে অ্যামেরিকা । আজ অ্যামেরিকার বিদেশ সচিব মাইক পম্পেও জানান, পিপলস লিবারেশন আর্মি বা PLA-র মোকাবিলার জন্য সবরকম পদক্ষেপ করা হচ্ছে ।

মাইক পম্পেও বলেন, "বর্তমান পরিস্থিতি এটা একটা বড় চ্যালেঞ্জ । আমরা PLA-র বিরুদ্ধে প্রস্তুত কি না তা দেখে নিতে চাইছি । তবে, PLA-র বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমস্যা হবে না ।"

ইউরোপ থেকে সেনা কমাচ্ছে অ্যামেরিকা । জার্মানিতেও কমছে তাদের সেনা । 52 হাজার থেকে কমিয়ে আপাতত 25 হাজারে আনা হচ্ছে সংখ্যাটা । বেশিরভাগটাই মোতায়েন করা হচ্ছে এশিয়ায় । পম্পেও বলেন, "এই পদক্ষেপ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই হচ্ছে ।"

তাঁর কথায়, "চিনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ যে শুধুমাত্র ভারতের ক্ষেত্রেই বিপজ্জনক হয়ে উঠছে তা নয় । এশিয়ার বাকি দেশের জন্যও এরা বিপজ্জনক । দক্ষিণ চিন সাগরে চিনের সেনার কার্যকলাপও মেনে নেওয়া যায় না । তাই বেশ কিছু জায়গায় অ্যামেরিকর সেনা কমিয়ে এসব জায়গায় বাড়াতে হবে । নিরাপত্তার খাতিরে বাকি দেশগুলিকেও এগিয়ে আসতে হবে । যা পদক্ষেপ করা হবে তা ওই দেশগুলির সঙ্গে আলোচনা করেই করা হবে ।"

এই সংক্রান্ত আরও খবর : LAC বরাবর ভারতের উত্তর দিকে শক্তি বাড়াচ্ছে চিন : মাইক পম্পেও

গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষের ঘটনায় এর আগে মাইক পম্পেওকে ভারতের পক্ষ নিতে দেখা গেছে । অ্যামেরিকা সরাসরি মধ্যস্থতা না করলেও পম্পেও জানিয়েছিলেন, চিনই ভারতের এলাকা দখলের চেষ্টায় ওই সংঘর্ষে প্ররোচনা দিয়েছে । শুধু পম্পেও নয়, অ্যামেরিকার অন্য সেনেটরাও নাম না করে চিনকে কাঠগড়ায় তুলেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.