ETV Bharat / international

আয়কর না দেওয়ার অভিযোগ খারিজ ট্রাম্পের, "জোকার" বললেন বিডেন

author img

By

Published : Sep 30, 2020, 9:16 AM IST

Updated : Sep 30, 2020, 11:04 AM IST

নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিতর্ক সভার শুরুতেই বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে আক্রমণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বিডেন ।

presidential debate 2020
একে অপরকে আক্রমণ ট্রাম্প-ব্রিডেনের

ওয়াশিংটন , 30 সেপ্টেম্বর : নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন । তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বিডেন প্রথম বিতর্কের মঞ্চে মুখোমুখি হলেন ক্লিভল্যান্ডে । বিতর্কসভা শুরু হতেই বিডেনের বক্তৃতার মাঝে ট্রাম্প বারবার হস্তক্ষেপ করছিলেন । সেই সময় বিডেন ট্রাম্পকে জোকার , মিথ্যেবাদী বলে কটাক্ষ করেন । এমনকী , ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুতুল বলেও কটাক্ষ করেন ।

অ্যামেরিকায় দু’লাখের বেশি মানুষ কোরোনায় মারা গেছেন । সেই বিষয়ে এবং কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জো বিডেন । বলেন , কোরোনা মোকাবিলায় ট্রাম্পের কোনওরকম পরিকল্পনা ছিল না । এই বিষয়ে ট্রাম্প জানান , কোরোনায় অ্যামেরিকার মৃতের সংখ্যা খুব বেশি বলে মনে হয় কারণ অন্য দেশগুলিতে প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি । বলেন "যখন আপনি সংখ্যার কথা বলবেন, আপনি জানেন না যে কত লোক চিনে মারা গিয়েছিল । আপনি জানেন না রাশিয়ায় কত লোক মারা গিয়েছিল । আপনি জানেন না ভারতে কত লোক মারা গিয়েছিল । এরা আপনাকে সরাসরি কোনও তথ্য দেয়নি ।"এমনকী , খুব তাড়াতাড়ি ভ্যাকসিন বাজারে আসবে বলে তিনি দাবি করেন ।

গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, ট্রাম্প 2016 সালে 750 অ্যামেরিকান ডলার আয়কর দিয়েছিলেন । ওই বছর তিনি নির্বাচনে জয়ী হন। পরের বছরও একই পরিমাণ আয়কর দেন। এই প্রতিবেদনে বলা হয়েছে যে , তিনি জানিয়েছিলেন , আগের 15 বছরের 10টির ক্ষেত্রে কোনও আয়কর দেননি ট্রাম্প । যদিও এটা ভুয়ো খবর বলে এই রিপোর্টটি সম্পূর্ণ অস্বীকার করেন ট্রাম্প । এই বিষয়ে বিতর্কসভায় প্রশ্ন তোলা হলে ট্রাম্প বলেন , "আমি কয়েক মিলিয়ন ডলার কর দিয়েছি ।" অন্যদিকে বিডেন বলেন , "ট্রাম্প ট্যাক্স কোডের সুবিধা নেন। এবং একজন স্কুলশিক্ষকের চেয়ে কম কর দেন।"

ওয়াশিংটন , 30 সেপ্টেম্বর : নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন । তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ডেমোক্র্যাটিক প্রতিপক্ষ জো বিডেন প্রথম বিতর্কের মঞ্চে মুখোমুখি হলেন ক্লিভল্যান্ডে । বিতর্কসভা শুরু হতেই বিডেনের বক্তৃতার মাঝে ট্রাম্প বারবার হস্তক্ষেপ করছিলেন । সেই সময় বিডেন ট্রাম্পকে জোকার , মিথ্যেবাদী বলে কটাক্ষ করেন । এমনকী , ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুতুল বলেও কটাক্ষ করেন ।

অ্যামেরিকায় দু’লাখের বেশি মানুষ কোরোনায় মারা গেছেন । সেই বিষয়ে এবং কোরোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জো বিডেন । বলেন , কোরোনা মোকাবিলায় ট্রাম্পের কোনওরকম পরিকল্পনা ছিল না । এই বিষয়ে ট্রাম্প জানান , কোরোনায় অ্যামেরিকার মৃতের সংখ্যা খুব বেশি বলে মনে হয় কারণ অন্য দেশগুলিতে প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি । বলেন "যখন আপনি সংখ্যার কথা বলবেন, আপনি জানেন না যে কত লোক চিনে মারা গিয়েছিল । আপনি জানেন না রাশিয়ায় কত লোক মারা গিয়েছিল । আপনি জানেন না ভারতে কত লোক মারা গিয়েছিল । এরা আপনাকে সরাসরি কোনও তথ্য দেয়নি ।"এমনকী , খুব তাড়াতাড়ি ভ্যাকসিন বাজারে আসবে বলে তিনি দাবি করেন ।

গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, ট্রাম্প 2016 সালে 750 অ্যামেরিকান ডলার আয়কর দিয়েছিলেন । ওই বছর তিনি নির্বাচনে জয়ী হন। পরের বছরও একই পরিমাণ আয়কর দেন। এই প্রতিবেদনে বলা হয়েছে যে , তিনি জানিয়েছিলেন , আগের 15 বছরের 10টির ক্ষেত্রে কোনও আয়কর দেননি ট্রাম্প । যদিও এটা ভুয়ো খবর বলে এই রিপোর্টটি সম্পূর্ণ অস্বীকার করেন ট্রাম্প । এই বিষয়ে বিতর্কসভায় প্রশ্ন তোলা হলে ট্রাম্প বলেন , "আমি কয়েক মিলিয়ন ডলার কর দিয়েছি ।" অন্যদিকে বিডেন বলেন , "ট্রাম্প ট্যাক্স কোডের সুবিধা নেন। এবং একজন স্কুলশিক্ষকের চেয়ে কম কর দেন।"

Last Updated : Sep 30, 2020, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.