ETV Bharat / business

অক্টোবরে 15 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, বাংলায় কতদিন মিলবে না ব্যাঙ্কিং পরিষেবা ? - Bank Holidays

Bank Holiday List Of October 2024: অক্টোবরে, প্রত্যেক রাজ্যের নির্দিষ্ট উৎসবগুলির কারণে ভারতের বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের শাখাগুলি সব মিলিয়ে মোট 15 দিনের জন্য বন্ধ থাকবে। বাঙালিদের বৃহত্তম উৎসব দুর্গাপুজো শরু হতে চলেছে আর ক'দিনের মধ্যেই ৷ চলুন জেনে নেওয়া যাক অক্টোবরে পশ্চিমবঙ্গে মোট ক'দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে...

Bank Holiday List Of October
অক্টোবরে 15 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 11:14 AM IST

কলকাতা, 2 অক্টোবর: অক্টোবর শুরু হয়ে গিয়েছে। এই মাসটি উৎসবে পূর্ণ ৷ কারণ, দুর্গাপুজো, নবরাত্রি থেকে দশেরা পর্যন্ত সপ্তাহজুড়ে এবং তারপরে দীপাবলিও এই মাসে শুরু হবে। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে কত দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে, তা জানা সকলের জন্য গুরুত্বপূর্ণ ! ব্যাঙ্কের ছুটির দিনগুলি জানা থাকলে, জরুরি কোনও ব্যাঙ্কিং কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে সুবিধা হবে ।

অক্টোবর মাসে ব্যাঙ্কগুলি মোট 15 দিনের জন্য বন্ধ থাকবে ৷ এর মধ্যে প্রত্যেক রাজ্যের নির্দিষ্ট উৎসবগুলির পাশাপাশি সমস্ত রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটিও রয়েছে ৷ দুর্গাপুজো শরু হতে চলেছে আর ক'দিনের মধ্যেই ৷ চলুন জেনে নেওয়া যাক উৎসবের মাসে পশ্চিমবঙ্গে মোট ক'দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে...

অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা:

  • 1 অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে যার কারণে জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 3 অক্টোবর শারদীয়া নবরাত্রি শুরু হবে 3 অক্টোবর, তাই এই দিনে রাজস্থানে ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • 6 অক্টোবর রবিবার, তাই সারাদেশের ব্যাঙ্কগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 10 অক্টোবর মহাসপ্তমীর কারণে আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • 11 অক্টোবর মহানবমীর কারণে, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক এবং রাঁচি-সহ অনেক শহরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 12 অক্টোবর আয়ুধ পূজা, দশেরা এবং দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • 13 অক্টোবর রোববারের ছুটির কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 14 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 16 অক্টোবর লক্ষ্মী পুজোর কারণে কলকাতা এবং আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 17 অক্টোবর 2024 তারিখে কাটি বিহু উপলক্ষে আসামে ছুটি থাকবে এবং একই দিনে প্রগত দিবস অর্থাৎ মহর্ষি বাল্মীকি জয়ন্তীর কারণে বেঙ্গালুরু, গুয়াহাটি এবং সিমলার তীরে ছুটি থাকবে।
  • 20 অক্টোবর, 2024 তারিখে সারা দেশে ব্যাঙ্কগুলির জন্য রবিবার ছুটি থাকবে।
  • 26 অক্টোবর মাসের চতুর্থ শনিবার এবং জম্মু ও কাশ্মীরে যোগদান দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 27 অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 31 অক্টোবর, 2024 নরক চতুর্দশী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, তাই এই দিনে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পড়ুন: আজ থেকে পরিবর্তিত হল PPF অ্যাকাউন্টের নিয়ম, নতুন সুদের হার কত ?

কলকাতা, 2 অক্টোবর: অক্টোবর শুরু হয়ে গিয়েছে। এই মাসটি উৎসবে পূর্ণ ৷ কারণ, দুর্গাপুজো, নবরাত্রি থেকে দশেরা পর্যন্ত সপ্তাহজুড়ে এবং তারপরে দীপাবলিও এই মাসে শুরু হবে। এমন পরিস্থিতিতে অক্টোবর মাসে কত দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে, তা জানা সকলের জন্য গুরুত্বপূর্ণ ! ব্যাঙ্কের ছুটির দিনগুলি জানা থাকলে, জরুরি কোনও ব্যাঙ্কিং কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে সুবিধা হবে ।

অক্টোবর মাসে ব্যাঙ্কগুলি মোট 15 দিনের জন্য বন্ধ থাকবে ৷ এর মধ্যে প্রত্যেক রাজ্যের নির্দিষ্ট উৎসবগুলির পাশাপাশি সমস্ত রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটিও রয়েছে ৷ দুর্গাপুজো শরু হতে চলেছে আর ক'দিনের মধ্যেই ৷ চলুন জেনে নেওয়া যাক উৎসবের মাসে পশ্চিমবঙ্গে মোট ক'দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে...

অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা:

  • 1 অক্টোবর বিধানসভা নির্বাচন রয়েছে যার কারণে জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • 2 অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 3 অক্টোবর শারদীয়া নবরাত্রি শুরু হবে 3 অক্টোবর, তাই এই দিনে রাজস্থানে ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • 6 অক্টোবর রবিবার, তাই সারাদেশের ব্যাঙ্কগুলিতে সাপ্তাহিক ছুটি থাকবে।
  • 10 অক্টোবর মহাসপ্তমীর কারণে আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক ছুটি থাকবে।
  • 11 অক্টোবর মহানবমীর কারণে, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক এবং রাঁচি-সহ অনেক শহরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 12 অক্টোবর আয়ুধ পূজা, দশেরা এবং দ্বিতীয় শনিবার সারা দেশে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
  • 13 অক্টোবর রোববারের ছুটির কারণে সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 14 অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 16 অক্টোবর লক্ষ্মী পুজোর কারণে কলকাতা এবং আগরতলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 17 অক্টোবর 2024 তারিখে কাটি বিহু উপলক্ষে আসামে ছুটি থাকবে এবং একই দিনে প্রগত দিবস অর্থাৎ মহর্ষি বাল্মীকি জয়ন্তীর কারণে বেঙ্গালুরু, গুয়াহাটি এবং সিমলার তীরে ছুটি থাকবে।
  • 20 অক্টোবর, 2024 তারিখে সারা দেশে ব্যাঙ্কগুলির জন্য রবিবার ছুটি থাকবে।
  • 26 অক্টোবর মাসের চতুর্থ শনিবার এবং জম্মু ও কাশ্মীরে যোগদান দিবসের কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
  • 27 অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • 31 অক্টোবর, 2024 নরক চতুর্দশী এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন, তাই এই দিনে সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

পড়ুন: আজ থেকে পরিবর্তিত হল PPF অ্যাকাউন্টের নিয়ম, নতুন সুদের হার কত ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.