ETV Bharat / international

ফেব্রুয়ারিতে ভারত সফরে আসতে পারেন ট্রাম্প

ভারতে সফরে আসতে পারেন ট্রাম্প ৷ ফেব্রুয়ারি মাসে দিল্লি আসতে পারেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ৷ সোলেইমানিকে হত্যার পরে অনেক দেশ অ্যামেরিকার পাশে দাঁড়ালেও ভারত ছিল নিরপেক্ষ ৷ এই পরিস্থিতিতে ট্রাম্পের ভারত সফর কূটনৈতিকভাবে যথেষ্টই তাৎপর্যপূর্ণ হতে চলেছে ৷

Modi and Trump
ফাইল ছবি
author img

By

Published : Jan 14, 2020, 10:59 PM IST

Updated : Jan 15, 2020, 9:18 AM IST

দিল্লি, 14 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসতে পারেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তবে ট্রাম্পের সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি ৷ আগামী সপ্তাহে আদালতে উঠছে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট ইশু ৷ তারপরেই ঘোষণা হতে পারে সফরের চূড়ান্ত নির্ঘণ্ট ৷ 2018 সালের নভেম্বর থেকে আটকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে আসন্ন বৈঠকে ৷

2019 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আমন্ত্রণ করা হলেও তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন ৷ তবে এবারের ট্রাম্পের দিল্লি সফরের প্রেক্ষিত যথেষ্টই আলাদা ৷ কিছুদিন আগেই অ্যামেরিকার ড্রোন হানায় মারা যান ইরানের সেনার জেনারেল কাসেম সোলেইমানি ৷ তারপরই অ্যামেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন আন্তর্জাতিক মহলে ৷ অ্যামেরিকাও পাশে পেয়েছিল তার মিত্র দেশগুলিকে ৷ কিন্তু ওয়াশিংটনের সঙ্গে দাঁড়ায়নি দিল্লি ৷ বরং বরাবরই ছিল নিরপেক্ষ ভূমিকায় ৷

ইরানের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ভারতের ৷ ফি বছরে প্রায় 40-42 হাজার মার্কিন ডলারের বাণিজ্য হয় দুই দেশের ৷ ইরানে এখন প্রায় তিন থেকে চার লাখ ভারতীয়ের বাস ৷ এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি ভারত ৷

আগামী সপ্তাহেই ট্রাম্পের ইমপিচমেন্ট ইশু নিয়ে বিচার প্রক্রিয়া চালু হবে ৷ অন্যদিকে দেশের একাধিক প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই প্রধানের জন্য কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে অ্যামেরিকান প্রেসিডেন্টের আসন্ন সফর ৷

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি যাত্রীবাহী বিমান পরিষেবা নিয়েও নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷ গতবছরের সেপ্টেম্বরেই অ্যামেরিকা সফরে গেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

2009 সালের পর থেকে এই অর্থবর্ষেই সবথেকে কম আর্থিক বৃদ্ধি হয়েছে ভারতের ৷ দেশের বেহাল অর্থনীতি নিয়ে সরব হচ্ছেন বিরোধীরা ৷ ট্রাম্পের আসন্ন ভারত সফরে দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন দুই রাষ্ট্রপ্রধান ৷

দিল্লি, 14 জানুয়ারি : ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসতে পারেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তবে ট্রাম্পের সফরের চূড়ান্ত দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি ৷ আগামী সপ্তাহে আদালতে উঠছে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট ইশু ৷ তারপরেই ঘোষণা হতে পারে সফরের চূড়ান্ত নির্ঘণ্ট ৷ 2018 সালের নভেম্বর থেকে আটকে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনা হতে পারে আসন্ন বৈঠকে ৷

2019 সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আমন্ত্রণ করা হলেও তাতে সাড়া দেয়নি ওয়াশিংটন ৷ তবে এবারের ট্রাম্পের দিল্লি সফরের প্রেক্ষিত যথেষ্টই আলাদা ৷ কিছুদিন আগেই অ্যামেরিকার ড্রোন হানায় মারা যান ইরানের সেনার জেনারেল কাসেম সোলেইমানি ৷ তারপরই অ্যামেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন আন্তর্জাতিক মহলে ৷ অ্যামেরিকাও পাশে পেয়েছিল তার মিত্র দেশগুলিকে ৷ কিন্তু ওয়াশিংটনের সঙ্গে দাঁড়ায়নি দিল্লি ৷ বরং বরাবরই ছিল নিরপেক্ষ ভূমিকায় ৷

ইরানের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক ভারতের ৷ ফি বছরে প্রায় 40-42 হাজার মার্কিন ডলারের বাণিজ্য হয় দুই দেশের ৷ ইরানে এখন প্রায় তিন থেকে চার লাখ ভারতীয়ের বাস ৷ এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি ভারত ৷

আগামী সপ্তাহেই ট্রাম্পের ইমপিচমেন্ট ইশু নিয়ে বিচার প্রক্রিয়া চালু হবে ৷ অন্যদিকে দেশের একাধিক প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুই প্রধানের জন্য কূটনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে অ্যামেরিকান প্রেসিডেন্টের আসন্ন সফর ৷

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পাশাপাশি যাত্রীবাহী বিমান পরিষেবা নিয়েও নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷ গতবছরের সেপ্টেম্বরেই অ্যামেরিকা সফরে গেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷

2009 সালের পর থেকে এই অর্থবর্ষেই সবথেকে কম আর্থিক বৃদ্ধি হয়েছে ভারতের ৷ দেশের বেহাল অর্থনীতি নিয়ে সরব হচ্ছেন বিরোধীরা ৷ ট্রাম্পের আসন্ন ভারত সফরে দেশের আর্থিক পরিস্থিতি নিয়েও কথা বলতে পারেন দুই রাষ্ট্রপ্রধান ৷

Mumbai, Jan 14 (ANI): 'Gully Boy' famed Siddhant Chaturvedi was clicked at Mumbai airport. The actor was seen interacting with fans. He looked amazing in the boy next-door look. Siddhant Chaturvedi will be next seen in an untitled flick opposite Deepika Padukone. He will also be seen in 'Bunty Aur Babli 2' alongside Rani Mukerji and Saif Ali Khan.

Last Updated : Jan 15, 2020, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.