ETV Bharat / international

"একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বাসী ছিলেন" প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে জো বিডেন - প্রয়াত প্রণব মুখোপাধ্যায়

"বিশ্বের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও অ্যামেরিকা একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত বলে মনে করতেন প্রণব মুখোপাধ্যায় ৷" ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করে টুইট জো বিডেনের ।

Joe Biden
জো বিডেন
author img

By

Published : Sep 1, 2020, 7:51 PM IST

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়র প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন অ্যামেরিকার ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন ৷ টুইটারে তিনি লেখেন, "বিশ্বের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও অ্যামেরিকা একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত বলে মনে করতেন প্রণব মুখোপাধ্যায় ৷"

  • President Shri Pranab Mukherjee was a devout public servant who believed deeply in the importance of our two nations tackling global challenges together. Jill and I are saddened to hear of his passing — our prayers go out to his loved ones and the Indian people. pic.twitter.com/SJfaDEKjGi

    — Joe Biden (@JoeBiden) September 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জো বিডেন ছাড়াও অ্যামেরিকার একাধিক রাজনৈতিক নেতা প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন । ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিফেন বেইগানের কথায়, ভারত-অ্যামেরিকার মজবুত বন্ধুত্বের সম্পর্ক, প্রণব মুখোপাধ্যায়ের অন্যতম সেরা কৃতিত্ব । অ্যামেরিকা-ভারত স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের আয়োজিত এক ভার্চুয়াল সামিটে তিনি বলেন, "ইতিহাসের পাতায় ভারতের সবথেকে গুণী ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে স্মরণীয় থাকবেন তিনি ।"

আরও পড়ুন : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আগামীকাল জাতীয় শোক পালন বাংলাদেশে

আজ দিল্লির লোধি রোডের শ্মশানে প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয় । মাথায় রক্তক্ষরণের সমস্যা নিয়ে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে জমাট বেঁধে গেছিল রক্ত ৷ 10 অগাস্ট থেকে হাসপাতালেই ছিলেন তিনি ৷ এরই মধ্যে কোরোনার সংক্রমণ ধরা পড়ে শরীরে ৷ অস্ত্রোপচারে সফল হলেও সংকট কাটে না । ক্রমেই শারীরিক অবস্থার অবনতি ৷ নতুন করে মাথায় রক্তক্ষরণ ৷ এরপর কোমা ৷ আর ফিরলেন না তিনি ৷ গতকাল সেনা হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণববাবু ৷

আরও পড়ুন : বাংলাদেশ হারাল আপনজনকে, আমি হারালাম পারিবারিক বন্ধুকে : শেখ হাসিনা

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়র প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন অ্যামেরিকার ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন ৷ টুইটারে তিনি লেখেন, "বিশ্বের যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও অ্যামেরিকা একসঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারত বলে মনে করতেন প্রণব মুখোপাধ্যায় ৷"

  • President Shri Pranab Mukherjee was a devout public servant who believed deeply in the importance of our two nations tackling global challenges together. Jill and I are saddened to hear of his passing — our prayers go out to his loved ones and the Indian people. pic.twitter.com/SJfaDEKjGi

    — Joe Biden (@JoeBiden) September 1, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জো বিডেন ছাড়াও অ্যামেরিকার একাধিক রাজনৈতিক নেতা প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন । ডেপুটি সেক্রেটারি অফ স্টেট স্টিফেন বেইগানের কথায়, ভারত-অ্যামেরিকার মজবুত বন্ধুত্বের সম্পর্ক, প্রণব মুখোপাধ্যায়ের অন্যতম সেরা কৃতিত্ব । অ্যামেরিকা-ভারত স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরামের আয়োজিত এক ভার্চুয়াল সামিটে তিনি বলেন, "ইতিহাসের পাতায় ভারতের সবথেকে গুণী ব্যক্তিদের মধ্যে একজন হিসাবে স্মরণীয় থাকবেন তিনি ।"

আরও পড়ুন : প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আগামীকাল জাতীয় শোক পালন বাংলাদেশে

আজ দিল্লির লোধি রোডের শ্মশানে প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয় । মাথায় রক্তক্ষরণের সমস্যা নিয়ে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ বাথরুমে পড়ে গিয়ে মস্তিষ্কে জমাট বেঁধে গেছিল রক্ত ৷ 10 অগাস্ট থেকে হাসপাতালেই ছিলেন তিনি ৷ এরই মধ্যে কোরোনার সংক্রমণ ধরা পড়ে শরীরে ৷ অস্ত্রোপচারে সফল হলেও সংকট কাটে না । ক্রমেই শারীরিক অবস্থার অবনতি ৷ নতুন করে মাথায় রক্তক্ষরণ ৷ এরপর কোমা ৷ আর ফিরলেন না তিনি ৷ গতকাল সেনা হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণববাবু ৷

আরও পড়ুন : বাংলাদেশ হারাল আপনজনকে, আমি হারালাম পারিবারিক বন্ধুকে : শেখ হাসিনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.