ETV Bharat / international

Raja Krishnamoorthi : ভারতের সঙ্গে হাত মিলিয়ে সন্ত্রাস দমনের বার্তা মার্কিন কংগ্রেস সদস্যের - সন্ত্রাস দমন

ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি জানিয়েছেন, সন্ত্রাস দমনে ভারত আর আমেরিকা একসঙ্গে কাজ করতে পারে ৷ আর তাতে বিশ্বের অন্য দেশগুলিও অংশগ্রহণ করতে পারে ৷ তবে আমেরিকার জঙ্গি দমনের কার্যকলাপ চালিয়ে যেতে হবে ৷

রাজা কৃষ্ণমূর্তি
রাজা কৃষ্ণমূর্তি
author img

By

Published : Sep 1, 2021, 3:20 PM IST

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : আমেরিকা সেনা প্রত্যাহার করলেও সন্ত্রাস দমনে ভারত আর আমেরিকা একে অপরকে সাহায্য করতে পারে, জানালেন ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি (Raja Krishnamoorthi) ৷ আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিলেও জঙ্গি দমন অভিযান চালিয়ে যাওয়া উচিত আমেরিকার ৷ তা না হলে আফগানিস্তান ফের আইএসআইএস (ISIS) আর আল কায়দা (Al-Qaeda) জঙ্গি গোষ্ঠীর স্বর্গরাজ্যে পরিণত হবে বলে মনে করেন কৃষ্ণমূর্তি ৷

ইলিনয়েস (Illinois) থেকে 3 বার কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ৷ হাউজ অফ পার্লামেন্ট সিলেক্ট কমিটির গোয়েন্দা কমিটির (House Permanent Select Committee on Intelligence) প্রথম ভারতীয়-আমেরিকান (Indian-American lawmaker) সদস্য কৃষ্ণমূর্তি ৷

সংবাদমাধ্যমে তিনি জানান, ভারত আর আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে গোয়েন্দা দফতরের সংগৃহীত তথ্য আদানপ্রদান করতে পারে ৷ তিনি বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ৷ তাতে শুধুমাত্র ভারত-আমেরিকা অংশগ্রহণ করবে না, বিশ্বের অন্য বন্ধুদেশগুলিও যোগ দিতে পারে ৷"

আরও পড়ুন : Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের

আমেরিকার যুদ্ধ শেষের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, "আফগানিস্তানে 20 বছরে 3 ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে আর হাজারে হাজারে আমেরিকাবাসী প্রাণ খুইয়েছে ৷ আমার মনে হয়, এর পর আমেরিকার নাগরিকরা আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনতে চেয়েছে ৷" যদিও আমেরিকা যে ভাবে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চালিয়েছে সে বিষয়ে তদন্তের দাবি করে তিনি বলেন, "এটা আরেকটু ভাল ভাবে করা যেত ৷"

আমেরিকার বেশির ভাগ মানুষ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে একমত বলে জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "ইন্টেলিজেন্স কমিটির সদস্য হওয়ায় আমায় তালিবানের বিষয়ে খোঁজখবর রাখতে হবে ৷ কিন্তু আমাদের সরকারকেও নিশ্চিত করতে হবে যে আফগানিস্তান যেন ফের জঙ্গিদের আশ্রয়স্থল না হয়ে যায়, যার জন্য 20 বছর আগে আমাদের আফগানিস্তানে ঢুকতে হয়েছিল ৷"

ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : আমেরিকা সেনা প্রত্যাহার করলেও সন্ত্রাস দমনে ভারত আর আমেরিকা একে অপরকে সাহায্য করতে পারে, জানালেন ভারতীয়-আমেরিকান কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি (Raja Krishnamoorthi) ৷ আমেরিকা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিলেও জঙ্গি দমন অভিযান চালিয়ে যাওয়া উচিত আমেরিকার ৷ তা না হলে আফগানিস্তান ফের আইএসআইএস (ISIS) আর আল কায়দা (Al-Qaeda) জঙ্গি গোষ্ঠীর স্বর্গরাজ্যে পরিণত হবে বলে মনে করেন কৃষ্ণমূর্তি ৷

ইলিনয়েস (Illinois) থেকে 3 বার কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি ৷ হাউজ অফ পার্লামেন্ট সিলেক্ট কমিটির গোয়েন্দা কমিটির (House Permanent Select Committee on Intelligence) প্রথম ভারতীয়-আমেরিকান (Indian-American lawmaker) সদস্য কৃষ্ণমূর্তি ৷

সংবাদমাধ্যমে তিনি জানান, ভারত আর আমেরিকা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাতে গোয়েন্দা দফতরের সংগৃহীত তথ্য আদানপ্রদান করতে পারে ৷ তিনি বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে ৷ তাতে শুধুমাত্র ভারত-আমেরিকা অংশগ্রহণ করবে না, বিশ্বের অন্য বন্ধুদেশগুলিও যোগ দিতে পারে ৷"

আরও পড়ুন : Joe Biden : পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাতে রাজি নই, সঠিক ও সেরা সিদ্ধান্ত; আমেরিকাবাসীকে বার্তা বাইডেনের

আমেরিকার যুদ্ধ শেষের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, "আফগানিস্তানে 20 বছরে 3 ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে আর হাজারে হাজারে আমেরিকাবাসী প্রাণ খুইয়েছে ৷ আমার মনে হয়, এর পর আমেরিকার নাগরিকরা আফগানিস্তান থেকে সেনাদের ফিরিয়ে আনতে চেয়েছে ৷" যদিও আমেরিকা যে ভাবে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চালিয়েছে সে বিষয়ে তদন্তের দাবি করে তিনি বলেন, "এটা আরেকটু ভাল ভাবে করা যেত ৷"

আমেরিকার বেশির ভাগ মানুষ প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে একমত বলে জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "ইন্টেলিজেন্স কমিটির সদস্য হওয়ায় আমায় তালিবানের বিষয়ে খোঁজখবর রাখতে হবে ৷ কিন্তু আমাদের সরকারকেও নিশ্চিত করতে হবে যে আফগানিস্তান যেন ফের জঙ্গিদের আশ্রয়স্থল না হয়ে যায়, যার জন্য 20 বছর আগে আমাদের আফগানিস্তানে ঢুকতে হয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.