ওয়াশিংটন, 29 মার্চ: উদাত্ত কণ্ঠে আমেরিকার নৌবাহিনীর সদস্যরা গাইলেন জনপ্রিয় হিন্দি গান ৷ উপভোগ করলেন ভারতের রাষ্ট্রদূত ৷ এমন দৃশ্য দেখা গেল আমেরিকার নৌবাহিনীর আধিকারিক মাইকেল এম গিলডে ও আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধুর নৈশভোজে৷
আমেরিকার নৌবাহিনী সদস্যদের গাওয়া ‘ইয়ে যো দেশ হ্যায় তেরা’-র ভিডিয়ো নিজেই টুইটারে শেয়ার করলেন ভারতের রাষ্ট্রদূত ৷ টুইটারে ভিডিয়োর সঙ্গে এই গানের অন্য লাইন ‘ইয়ে ও বন্ধন হ্যায় জো কভি টুট নেহি সকতা’ (এ হল সেই বন্ধন যা ভাঙা যাবে না) হিন্দি ও ইংরেজিতে লিখলেন তরণজিৎ সিং সাঁধু ৷ গানটি 2004 সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়ারিকর পরিচালিত স্বদেশ সিনেমার অন্যতম জনপ্রিয় গান ৷ ভারত-আমেরিকার উচ্চপর্যায়ের দুই আধিকারিকের উপস্থিতিতে বাদ্যযন্ত্র সহ বাহিনীর ইউনিফর্ম পরেই গান গাইতে দেখা গিয়েছে আমেরিকার নৌবাহিনীর সদস্যদের ৷ এক মিনিট পাঁচ সেকেন্ডের এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয় ৷ কয়েক ঘণ্টার মধ্যে লাখের উপর ছাড়িয়ে যায় ভিউয়ার ৷ কয়েক হাজার মানুষ এটিকে লাইক করেছেন ৷ কমেন্টস-এরও বন্যা বয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: প্রতিরক্ষা ক্ষেত্রে বৃহত্তর পর্যায়ে সহযোগিতা, রাজনাথ-লয়েড বৈঠকে সিদ্ধান্ত
পরে অন্য একটি টুইটে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু জানান, আমেরিকার নৌবাহিনীর আধিকারিক মাইকেল এম গিলডের নৈশভোজে গিয়ে আমি তৃপ্ত ৷ ভারত-আমেরিকার সম্পর্ক আরও পোক্ত হবে বলে আমি আশা করি ৷