ETV Bharat / international

"ছোটো জিনিসেও নজর", নেটিজ়েনদের মন জিতলেন মোদি - অ্যামেরিকা

ফুলের তোড়া থেকে পড়ে গেছিল ফুল । তা স্বযত্নে তুলছেন প্রধানমন্ত্রী । তাঁর এই অকৃত্রিম সরলতা মন কেড়েছে সবার ।

অ্যামেরিকা
author img

By

Published : Sep 22, 2019, 12:50 PM IST

Updated : Sep 22, 2019, 1:31 PM IST

হিউস্টন, 22 সেপ্টেম্বর : তিনি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রী । বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও বটে । তবে প্রতিটি ছোটো ছোটো বিষয়ে তাঁর নজর রাখার বিষয়টি সর্বজনবিদিত । অ্যামেরিকায় পৌছাতেই তাঁর এরকম একটি ছোটো বিষয়ে তীক্ষ্ন দৃষ্টির পরিচয় দিয়ে নেটিজ়েনদের মন জয় করলেন প্রধানমন্ত্রী ।

আজ প্রধানমন্ত্রী মোদিকে হিউস্টনে স্বাগত জানাতে আমলা, কূটনীতিক থেকে রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে । বিমান থেকে নামার পর রেড কার্পেট বিছানো পথে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী । সবার সঙ্গে করমর্দন করতে লাগলেন ৷ সেইসময় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হল । প্রধানমন্ত্রী সেই ফুলের তোড়া গ্রহণ করার পর দেহরক্ষীদের হাতে দেন ৷ এরপর দু'পা এগিয়েছেন ৷ তারপরই সামনের দিকে ঝুঁকলেন ৷ দেখা গেল, ফুলের তোড়া থেকে পড়ে গেছিল ফুল । তা স্বযত্নে তুলছেন প্রধানমন্ত্রী । তাঁর এই অকৃত্রিম সরলতা মন কেড়েছে সবার ।

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা ৷ কেউ লিখেছেন, "ফুলের তোড়া থেকে পড়ে যাওয়া ফুল মাটি থেকে তুলছেন প্রধানমন্ত্রী ৷ কী সরলতা ৷" আর একজন লিখেছেন, "ছোটো বিষয়েও নজর ৷ মহান নেতার সরলতা ৷" আর একজন লিখেছেন, "প্রধানমন্ত্রী অ্যামেরিকাতে গিয়েও কি স্বচ্ছতা অভিযান জারি রেখেছেন ?"

  • Howdy Houston!

    It’s a bright afternoon here in Houston.

    Looking forward to a wide range of programmes in this dynamic and energetic city today and tomorrow. pic.twitter.com/JxzWtuaK5x

    — Narendra Modi (@narendramodi) September 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে 50 হাজার প্রবাসী ভারতীয়র সামনে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রীর । আজ অ্যামেরিকায় পা রেখেই সেখানকার হিউস্টনের চমৎকার আবহওয়া নিয়ে টুইট করেন মোদি । তিনি লেখেন, "হাউডি হিউস্টন । এখানে বিকেলটি চমৎকার । আমি এই প্রাণোজ্জ্বল শহর বিভিন্ন অনুষ্ঠআনে যোগ দিতে মুখিয়ে আছি ।"

6 দিনের অ্যামেরিকা সফরে আজকেই সেদেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কর্মব্যস্ত সফরসূচিতে রয়েছে 10টি অনুষ্ঠান, একগুচ্ছ সম্মান, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক । ইতিমধ্যেই অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে MoU স্বাক্ষরিত হয়েছে । প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন অ্যামেরিকায় বসবাসরত শিখ ও কাশ্মীরি পন্ডিত সমাজের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

হিউস্টন, 22 সেপ্টেম্বর : তিনি বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের প্রধানমন্ত্রী । বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বও বটে । তবে প্রতিটি ছোটো ছোটো বিষয়ে তাঁর নজর রাখার বিষয়টি সর্বজনবিদিত । অ্যামেরিকায় পৌছাতেই তাঁর এরকম একটি ছোটো বিষয়ে তীক্ষ্ন দৃষ্টির পরিচয় দিয়ে নেটিজ়েনদের মন জয় করলেন প্রধানমন্ত্রী ।

আজ প্রধানমন্ত্রী মোদিকে হিউস্টনে স্বাগত জানাতে আমলা, কূটনীতিক থেকে রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে । বিমান থেকে নামার পর রেড কার্পেট বিছানো পথে এগিয়ে গেলেন প্রধানমন্ত্রী । সবার সঙ্গে করমর্দন করতে লাগলেন ৷ সেইসময় প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হল । প্রধানমন্ত্রী সেই ফুলের তোড়া গ্রহণ করার পর দেহরক্ষীদের হাতে দেন ৷ এরপর দু'পা এগিয়েছেন ৷ তারপরই সামনের দিকে ঝুঁকলেন ৷ দেখা গেল, ফুলের তোড়া থেকে পড়ে গেছিল ফুল । তা স্বযত্নে তুলছেন প্রধানমন্ত্রী । তাঁর এই অকৃত্রিম সরলতা মন কেড়েছে সবার ।

সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ নেটিজ়েনরা ৷ কেউ লিখেছেন, "ফুলের তোড়া থেকে পড়ে যাওয়া ফুল মাটি থেকে তুলছেন প্রধানমন্ত্রী ৷ কী সরলতা ৷" আর একজন লিখেছেন, "ছোটো বিষয়েও নজর ৷ মহান নেতার সরলতা ৷" আর একজন লিখেছেন, "প্রধানমন্ত্রী অ্যামেরিকাতে গিয়েও কি স্বচ্ছতা অভিযান জারি রেখেছেন ?"

  • Howdy Houston!

    It’s a bright afternoon here in Houston.

    Looking forward to a wide range of programmes in this dynamic and energetic city today and tomorrow. pic.twitter.com/JxzWtuaK5x

    — Narendra Modi (@narendramodi) September 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ হিউস্টনে হাউডি মোদি অনুষ্ঠানে 50 হাজার প্রবাসী ভারতীয়র সামনে বক্তৃতা রাখবেন প্রধানমন্ত্রীর । আজ অ্যামেরিকায় পা রেখেই সেখানকার হিউস্টনের চমৎকার আবহওয়া নিয়ে টুইট করেন মোদি । তিনি লেখেন, "হাউডি হিউস্টন । এখানে বিকেলটি চমৎকার । আমি এই প্রাণোজ্জ্বল শহর বিভিন্ন অনুষ্ঠআনে যোগ দিতে মুখিয়ে আছি ।"

6 দিনের অ্যামেরিকা সফরে আজকেই সেদেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর কর্মব্যস্ত সফরসূচিতে রয়েছে 10টি অনুষ্ঠান, একগুচ্ছ সম্মান, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক । ইতিমধ্যেই অ্যামেরিকার তেলুরিয়ান ও ভারতের পেট্রোনেটের মধ্যে MoU স্বাক্ষরিত হয়েছে । প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন অ্যামেরিকায় বসবাসরত শিখ ও কাশ্মীরি পন্ডিত সমাজের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Texas (USA), Sep 22 (ANI): Prime Minister Narendra Modi interacted with members of the Bohra community in Houston on September 22. He also met them on this occasion. Members of the Bohra community felicitated Prime Minister during the meeting. PM is scheduled to address the mega 'Howdy, Modi!' event on September 22 at the NRG Stadium which will also be attended by US President Donald Trump.

Last Updated : Sep 22, 2019, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.