ETV Bharat / international

প্রেসিডেন্ট নির্বাচনে কোরোনায় মৃত্যু হার ট্রাম্পের চিন্তা বাড়াচ্ছে - ওবামা গেট

ট্রাম্পের যতই প্রচারে সাংগঠনিক সুবিধা থাকুক সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই পরিস্থিতিতে তাঁর দেশ পরিচালনা করার সাফল্য ও ব্যর্থতাগুলি ।আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। আর মাত্র ছয় মাস দেরি। এই নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প । আর ডেমোক্রেট প্রার্থী হিসেবে ভোট লড়বেন জো বিডন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পুনর্নির্বাচিত হতে পারবেন,এখন এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে ।

Trump
ডোনাল্ড ট্রাম্প
author img

By

Published : May 12, 2020, 2:49 PM IST

Updated : May 13, 2020, 2:03 PM IST

ওয়াশিংটন, 11মে: অ্যামেরিকায় কোরোনাভাইরাসের সংক্রণ রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।সম্প্রতি এমনই অভিযোগ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।আগামী নভেম্বরে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। আর মাত্র ছয় মাস দেরি। এই নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প । আর ডেমোক্রেট প্রার্থী হিসেবে ভোট লড়বেন জো বিডন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পুনর্নির্বাচিত হতে পারবেন,এখন এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে ।

কোরোনা ভাইরাস হোয়াইট হাউসের দেওয়ালে যেন শ্বাস ফেলছে । গত 90 বছরে অ্যামেরিকায় বেকারত্ব সবচেয়ে বেশি । আর মৃত্যুর সংখ্যা 80 হাজার ছাড়িয়ে গিয়েছে যা রিপাবলিকান রাষ্ট্রপতির অনুমানের চেয়ে অনেক বেশি ।

এদিকে, অ্যামেরিকায় অর্থনীতির হাল ফেরাতে দেশের বেশ কয়েকটি রাজ্যে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন । চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা কোরোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় সম্বন্ধে সতর্ক করেছেন । স্বাভাবিক ভাবেই, কোরোনা পরিস্থিতি যত জটিল হচ্ছে, ট্রাম্পের উপর চাপ ততই বাড়ছে ।

ওয়াশিংটন, 11মে: অ্যামেরিকায় কোরোনাভাইরাসের সংক্রণ রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।সম্প্রতি এমনই অভিযোগ করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা ।আগামী নভেম্বরে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। আর মাত্র ছয় মাস দেরি। এই নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প । আর ডেমোক্রেট প্রার্থী হিসেবে ভোট লড়বেন জো বিডন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পুনর্নির্বাচিত হতে পারবেন,এখন এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে ।

কোরোনা ভাইরাস হোয়াইট হাউসের দেওয়ালে যেন শ্বাস ফেলছে । গত 90 বছরে অ্যামেরিকায় বেকারত্ব সবচেয়ে বেশি । আর মৃত্যুর সংখ্যা 80 হাজার ছাড়িয়ে গিয়েছে যা রিপাবলিকান রাষ্ট্রপতির অনুমানের চেয়ে অনেক বেশি ।

এদিকে, অ্যামেরিকায় অর্থনীতির হাল ফেরাতে দেশের বেশ কয়েকটি রাজ্যে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন । চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা কোরোনা সংক্রমণের দ্বিতীয় পর্যায় সম্বন্ধে সতর্ক করেছেন । স্বাভাবিক ভাবেই, কোরোনা পরিস্থিতি যত জটিল হচ্ছে, ট্রাম্পের উপর চাপ ততই বাড়ছে ।

Last Updated : May 13, 2020, 2:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.