ওয়াশিংটন, 12 জানুয়ারি : ভারতের পরবর্তী বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নিতে চলছেন হর্ষবর্ধন শ্রিংলা । হোয়াইট হাউসের ওভাল অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে ৷ তিনি সাক্ষাৎ করেন ট্রাম্পের সঙ্গে ৷ অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে অবসর নিচ্ছেন তিনি ৷
একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন শ্রিংলা । বাংলাদেশে হাই কমিশনার পদে কাজ করেছেন । থাইল্যান্ডেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি । এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইজ়রায়েল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন ।
-
Washington DC: Outgoing Indian Ambassador to the USA, Harsh Vardhan Shringla called on President Donald Trump at the Oval Office in White House. Shringla will be the next Foreign Secretary of India. pic.twitter.com/lLYZFzv0u4
— ANI (@ANI) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Washington DC: Outgoing Indian Ambassador to the USA, Harsh Vardhan Shringla called on President Donald Trump at the Oval Office in White House. Shringla will be the next Foreign Secretary of India. pic.twitter.com/lLYZFzv0u4
— ANI (@ANI) January 12, 2020Washington DC: Outgoing Indian Ambassador to the USA, Harsh Vardhan Shringla called on President Donald Trump at the Oval Office in White House. Shringla will be the next Foreign Secretary of India. pic.twitter.com/lLYZFzv0u4
— ANI (@ANI) January 12, 2020
হর্ষবর্ধন শ্রিংলা 1984 সালের IFS অফিসার ৷ শৃঙ্খলা কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ শ্রিংলা নয়াদিল্লি ও বিদেশে ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন ।