ETV Bharat / international

অ্যামেরিকায় ভারতের পরবর্তী বিদেশসচিব শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের - ভারতের পরবর্তী বিদেশ সচিব

একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন শ্রিংলা । অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন ।

trump
trump
author img

By

Published : Jan 12, 2020, 8:23 AM IST

ওয়াশিংটন, 12 জানুয়ারি : ভারতের পরবর্তী বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নিতে চলছেন হর্ষবর্ধন শ্রিংলা । হোয়াইট হাউসের ওভাল অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে ৷ তিনি সাক্ষাৎ করেন ট্রাম্পের সঙ্গে ৷ অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে অবসর নিচ্ছেন তিনি ৷

একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন শ্রিংলা । বাংলাদেশে হাই কমিশনার পদে কাজ করেছেন । থাইল্যান্ডেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি । এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইজ়রায়েল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন ।

  • Washington DC: Outgoing Indian Ambassador to the USA, Harsh Vardhan Shringla called on President Donald Trump at the Oval Office in White House. Shringla will be the next Foreign Secretary of India. pic.twitter.com/lLYZFzv0u4

    — ANI (@ANI) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হর্ষবর্ধন শ্রিংলা 1984 সালের IFS অফিসার ৷ শৃঙ্খলা কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ শ্রিংলা নয়াদিল্লি ও বিদেশে ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন ।

ওয়াশিংটন, 12 জানুয়ারি : ভারতের পরবর্তী বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নিতে চলছেন হর্ষবর্ধন শ্রিংলা । হোয়াইট হাউসের ওভাল অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে ৷ তিনি সাক্ষাৎ করেন ট্রাম্পের সঙ্গে ৷ অ্যামেরিকায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে অবসর নিচ্ছেন তিনি ৷

একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন শ্রিংলা । বাংলাদেশে হাই কমিশনার পদে কাজ করেছেন । থাইল্যান্ডেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন তিনি । এছাড়াও ফ্রান্স, আমেরিকা, ভিয়েতনাম. ইজ়রায়েল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্বে ছিলেন ।

  • Washington DC: Outgoing Indian Ambassador to the USA, Harsh Vardhan Shringla called on President Donald Trump at the Oval Office in White House. Shringla will be the next Foreign Secretary of India. pic.twitter.com/lLYZFzv0u4

    — ANI (@ANI) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হর্ষবর্ধন শ্রিংলা 1984 সালের IFS অফিসার ৷ শৃঙ্খলা কূটনীতিকের দায়িত্ব পালন করেছেন তিনি ৷ শ্রিংলা নয়াদিল্লি ও বিদেশে ভারতীয় দূতাবাসের বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন ।

New Delhi, Jan 12 (ANI): Congress workers distributed blankets among the poor people and relatives of patients sitting outside All India Institute of Medical Sciences (AIIMS) on January 11 midnight. The blankets were distributed on the occasion of Priyanka Gandhi Vadra's birthday. Priyanka Gandhi Vadra is general secretary of All India Congress Committee (AICC).
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.