ETV Bharat / international

নিউ জার্সিতে বন্দুক হামলা, হত অফিসার সহ 6 - New Jersey Gun Attack

অ্যামেরিকায় বন্দুকবাজ হানা ৷ মৃত্যু হল এক পুলিশ অফিসার সহ ছয় ব্যক্তির ৷

gun
নিউ জার্সিতে বন্দুক হামলা, হত অফিসার সহ 6
author img

By

Published : Dec 11, 2019, 4:02 AM IST

Updated : Dec 11, 2019, 6:50 AM IST

নিউ জার্সি, 11 ডিসেম্বর : ফের অ্যামেরিকায় বন্দুক হামলা ৷ এবার নিউ জার্সি ৷ মঙ্গলবার দুপুরে জার্সি সিটিতে দুটি পৃথক জায়গায় বন্দুকবাজের হামলায় এক পুলিশ অফিসার সহ ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে দুই বন্দুকবাজও রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

দুই বন্দুকবাজ লোয়ার ম্যানহাটনে হাডসন নদীর কাছে গ্রিনভিল এলাকায় প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে ৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে গুলি বিনিময় ৷

জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপ বলেন, বে ভিউ এবং মার্টিন লুথার কিং ও বে-ভিউ অ্যাভিনিউয়ের সংযোগস্থানে দুটি হামলার ঘটনার খবর আসে ৷ এক পুলিশ অফিসারের ঘটনাস্থানেই মৃত্যু হয় ৷ জখম হয়েছেন আরও দু'জন ৷ মৃতের সংখ্যা একাধিক ৷

নিউ জার্সি, 11 ডিসেম্বর : ফের অ্যামেরিকায় বন্দুক হামলা ৷ এবার নিউ জার্সি ৷ মঙ্গলবার দুপুরে জার্সি সিটিতে দুটি পৃথক জায়গায় বন্দুকবাজের হামলায় এক পুলিশ অফিসার সহ ছয় ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে দুই বন্দুকবাজও রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

দুই বন্দুকবাজ লোয়ার ম্যানহাটনে হাডসন নদীর কাছে গ্রিনভিল এলাকায় প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে ৷ খবর পেয়ে পৌঁছায় পুলিশ ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে গুলি বিনিময় ৷

জার্সি সিটির মেয়র স্টিভেন ফুলপ বলেন, বে ভিউ এবং মার্টিন লুথার কিং ও বে-ভিউ অ্যাভিনিউয়ের সংযোগস্থানে দুটি হামলার ঘটনার খবর আসে ৷ এক পুলিশ অফিসারের ঘটনাস্থানেই মৃত্যু হয় ৷ জখম হয়েছেন আরও দু'জন ৷ মৃতের সংখ্যা একাধিক ৷

Aizawl (Mizoram), Dec 10 (ANI): Wing Commander Nitin along with Cadet Lawmsangzuala of 1 Mizo Air NCC carried out flypast at opening ceremony of Mizoram State Games at Rajiv Gandhi Stadium in Aizawl. Unit received its 2nd Zen Air Microlite in November, which is giving exposure to max cadets to flying and related activities.
Last Updated : Dec 11, 2019, 6:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.