ETV Bharat / international

যা হচ্ছে, তা যথেষ্ট নয়; জলবায়ু পরিবর্তন সম্মেলনে বললেন মোদি - Environment

আজ রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানে তিনি বলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ টপকানোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷"

মোদি
author img

By

Published : Sep 23, 2019, 9:51 PM IST

Updated : Sep 23, 2019, 11:36 PM IST

নিউ ইয়র্ক, 23 সেপ্টেম্বর : স্বাধীনতা দিবসে ঘোষণা করেছিলেন, 2022 সালের মধ্যে 175 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি উৎপাদন করবে ভারত ৷ আর পরবর্তীতে তা বাড়িয়ে 450 গিগাওয়াট করার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আজ রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ বলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷" তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেন মোদি ৷ তাঁর কথায়, "জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে ৷ লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি ৷ আর জন জাগরণ এখন দরকার ৷" সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত ৷ মোদির আশা, ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে প্লাস্টিক বর্জনে সচেতনতা গড়ে তুলবে ৷ তিনি বলেন, "এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারত এখানে শুধু কথা বলতে আসেনি, বরং রোডম্যাপ দিচ্ছে ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

2017 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারত ও চিনকে সেই সিদ্ধান্তের জন্য দায়ি করেছিলেন ট্রাম্প ৷ আর আজ মোদি যখন কথাগুলি বলছিলেন, কিছুটা অপ্রত্যাশিতভাবেই তখন সেখানে হাজির হয়েছিলেন ট্রাম্প ৷ গতকালই হিউস্টনে দুই রাষ্ট্রনেতা এক সৌহাদ্যপূর্ণ ছবি তুলে ধরেছিলেন ৷ আর জলবায়ু পরিবর্তন রোধে মোদির বক্তব্যের পর ট্রাম্পের প্রতিক্রিয়া কি হয় সেটাই এখন প্রশ্ন কূটনৈতিক মহলে ৷

নিউ ইয়র্ক, 23 সেপ্টেম্বর : স্বাধীনতা দিবসে ঘোষণা করেছিলেন, 2022 সালের মধ্যে 175 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি উৎপাদন করবে ভারত ৷ আর পরবর্তীতে তা বাড়িয়ে 450 গিগাওয়াট করার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আজ রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলনে ভাষণ দেন প্রধানমন্ত্রী ৷ সেখানে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ববাসীর চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ বলেন, "আমাদের স্বীকার করতেই হবে, জলবায়ু পরিবর্তনের মতো কঠিন চ্যালেঞ্জ পেরোনোর জন্য আমরা যা করছি, তা যথেষ্ট নয় ৷" তাই আগামীদিনে আরও কাজ করার আছে বলে মন্তব্য করেন মোদি ৷ তাঁর কথায়, "জলবায়ু পরিবর্তন আটকাতে আরও কাজ করতে হবে ৷ লোভ নয়, প্রয়োজনীয়তা হল আমাদের পথ প্রর্দশক নীতি ৷ আর জন জাগরণ এখন দরকার ৷" সিঙ্গল ইউজ় প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে ভারত ৷ মোদির আশা, ভারতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক স্তরে প্লাস্টিক বর্জনে সচেতনতা গড়ে তুলবে ৷ তিনি বলেন, "এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারত এখানে শুধু কথা বলতে আসেনি, বরং রোডম্যাপ দিচ্ছে ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

2017 সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারত ও চিনকে সেই সিদ্ধান্তের জন্য দায়ি করেছিলেন ট্রাম্প ৷ আর আজ মোদি যখন কথাগুলি বলছিলেন, কিছুটা অপ্রত্যাশিতভাবেই তখন সেখানে হাজির হয়েছিলেন ট্রাম্প ৷ গতকালই হিউস্টনে দুই রাষ্ট্রনেতা এক সৌহাদ্যপূর্ণ ছবি তুলে ধরেছিলেন ৷ আর জলবায়ু পরিবর্তন রোধে মোদির বক্তব্যের পর ট্রাম্পের প্রতিক্রিয়া কি হয় সেটাই এখন প্রশ্ন কূটনৈতিক মহলে ৷

Pulwama (Jammu and Kashmir), Sep 23 (ANI): Government opens an internet facility centre for students in Pulwama. Students can avail the facility to fill forms as rest of the state face restricted internet facility. Other necessities such as downloading admit cards or paying fee can also be done at this centre. Mohd Ashraf Hakak, Additional Deputy Commissioner, Pulwama, said, "Students can come here, access internet and fill various forms, as internet facility is unavailable outside in the region."
Last Updated : Sep 23, 2019, 11:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.