ওয়াশিংটন, 17 অক্টোবর : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন 3 নভেম্বর ৷ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাকযুদ্ধের মাত্রা বেড়ে চলেছে ৷ এই পরিস্থিতিতে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য এক অন্য মাত্রা যোগ করল ৷ যা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷
গতরাতে জর্জিয়ার ম্যাকনে প্রচার করছিলেন ট্রাম্প ৷ সেখানে তিনি বলেন, "মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়তে হচ্ছে ৷ এটা আমার উপর চাপ তৈরি করেছে ৷ আমি হেরে গেলে কী হতে পারে, কল্পনা করতে পারছেন ? বাকি জীবন আমাকে কী করতে হবে ? আমাকে বলতে হবে, 'রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে আমি হেরেছি৷' এটা বলতে একেবারেই ভালো লাগবে না ৷ আমাকে দেশ ছাড়তে হবে কি না, আমি সত্যিই জানি না ৷"
ট্রাম্পের এই মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিডেন ৷ টুইট বার্তায় তিনি লিখেছেন, "আমি জো বিডেন এবং এই বার্তাকে আমি অনুমোদন করছি ৷" ট্রাম্প-বিরোধী রিপাবলিকান গোষ্ঠী দ্য লিঙ্কন প্রোজেক্ট ট্রাম্পের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করে ক্যাপশনে লিখেছে, এটা কি প্রতিশ্রুতি ?
এর আগে গত মাসে নর্থ ক্যারোলিনায় প্রচারে গিয়ে ট্রাম্প বলেছিলেন, "যদি বিডেনের কাছে হেরে যাই, আমি জানি না আমি কী করব ৷ আমি আপনাদের সামনে কথা বলতেই আসব না ৷"
তবে ট্রাম্পের এমন বক্তব্য নতুন নয় ৷ 2016 সালে তিনি প্রচার করার সময় বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে জনসমক্ষেই থাকব না৷