ETV Bharat / international

অ্যামেরিকায় মুসলিম ভেবে শিখকে ঘুষি, গ্রেপ্তার অভিযুক্ত - Muslim

অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় জাতি বিদ্বেষের শিকার হলেন এক শিখ। দোকানে ঢুকে তাঁকে নিগ্রহ করা হয়। ঘটনাটি ১৩ ফেব্রুয়ারির। এই ঘটনায় জন ক্রেইন নামক এক অ্যামেরিকানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

author img

By

Published : Feb 18, 2019, 1:10 PM IST


ক্যালিফর্নিয়া, ১৮ ফেব্রুয়ারি : অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় জাতি বিদ্বেষের শিকার হলেন এক শিখ। দোকানে ঢুকে তাঁকে নিগ্রহ করা হয়। ঘটনাটি ১৩ ফেব্রুয়ারির। এই ঘটনায় জন ক্রেইন নামক এক অ্যামেরিকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই শিখকে ঘুষি মেরেছেন এবং তাঁর ওপর গরম কফি ছুড়েছেন।

দোকানের CCTV ফুটেজে দেখা যায়, কালো জামা পরা ক্রেইন ক্যালিফোর্নিয়ার মারিসভিলের একটি দোকানে ঢোকেন। তখন রাত ২টো। দোকানের কাউন্টার সামলাচ্ছিলেন এক শিখ কর্মী। প্রথমে তাঁদের মধ্যে বচসা হয়। এরপর ক্রেইন তাঁকে ঘুষি মারেন ও গরম কফি ছোড়েন।

আক্রান্ত ব্যক্তি পুলিশকে জানায়, ক্রেইন দোকান থেকে কফি কেনার পর টাকা দিতে অস্বীকার করে। তারপর সে এই ঘটনা ঘটনায়। পুলিশ পরে ক্রেইনকে গ্রেপ্তার করেছে। জেরায় ক্রেইন পুলিশকে জানিয়েছে, সে দোকানের ওই শিখকর্মীকে মুসলিম ভেবেছিল। তাই সে এমন কাজ করেছে।


ক্যালিফর্নিয়া, ১৮ ফেব্রুয়ারি : অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় জাতি বিদ্বেষের শিকার হলেন এক শিখ। দোকানে ঢুকে তাঁকে নিগ্রহ করা হয়। ঘটনাটি ১৩ ফেব্রুয়ারির। এই ঘটনায় জন ক্রেইন নামক এক অ্যামেরিকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রেইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই শিখকে ঘুষি মেরেছেন এবং তাঁর ওপর গরম কফি ছুড়েছেন।

দোকানের CCTV ফুটেজে দেখা যায়, কালো জামা পরা ক্রেইন ক্যালিফোর্নিয়ার মারিসভিলের একটি দোকানে ঢোকেন। তখন রাত ২টো। দোকানের কাউন্টার সামলাচ্ছিলেন এক শিখ কর্মী। প্রথমে তাঁদের মধ্যে বচসা হয়। এরপর ক্রেইন তাঁকে ঘুষি মারেন ও গরম কফি ছোড়েন।

আক্রান্ত ব্যক্তি পুলিশকে জানায়, ক্রেইন দোকান থেকে কফি কেনার পর টাকা দিতে অস্বীকার করে। তারপর সে এই ঘটনা ঘটনায়। পুলিশ পরে ক্রেইনকে গ্রেপ্তার করেছে। জেরায় ক্রেইন পুলিশকে জানিয়েছে, সে দোকানের ওই শিখকর্মীকে মুসলিম ভেবেছিল। তাই সে এমন কাজ করেছে।


Nagpur (Maharashtra), Feb 18 (ANI): After 40 CRPF personnel were killed in the barbaric Pulwama terror attack on February 14, another encounter broke out on Monday morning in which 4 soldiers were killed including a Major. Speaking on this issue Defence expert Shivali Deshpande said, "It's extremely sad that in this encounter four of our armed forces have been killed. It is unfortunate that these terrorists are still there in Pulwama and in south Kashmir. We need to really carry out cleansing mission in south Kashmir and give a free hand to Army."

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.