ETV Bharat / international

"আমরা করে দেখিয়েছি জো", জয়ের পর বাইডেনকে ফোন কমলার

ফোনে জো বাইডেনকে কমলা বলেন, "আমরা এটি করতে পেরেছি জো । আপনি অ্যামেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ।"

Kamala Harris
Kamala Harris
author img

By

Published : Nov 8, 2020, 11:13 AM IST

Updated : Nov 8, 2020, 11:33 AM IST

ওয়াশিংটন, 8 নভেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের পরই তাঁকে ফোন করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । আর সেই মুহূর্তের ভিডিয়ো টুইট করেন তিনি ।

ভিডিয়োয় কমলার চোখেমুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট । মুখে চওড়া হাসি নিয়ে তাঁকে বলতে দেখা যায়, "আমরা এটি করতে পেরেছি জো । আপনি অ্যামেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ।"

অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশবাসীর উদ্দেশে তাঁর প্রথম ভাষণে অল-হোয়াইট সুটে দেখা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে । প্রথম ভাষণে বিংশ শতাব্দীতে অ্যামেরিকায় মহিলাদের ভোটাধিকারের দাবিতে আন্দোলনকারীদের শ্রদ্ধা জানিয়ে প্রতীকী সাদা পোশাক পরেছিলেন তিনি । অ্যামেরিকায় মহিলাদের ভোটাধিকার অর্জনের জন্য এই লড়াই চলেছিল কয়েক দশক ধরে । সাদা সুট ও কালো মাস্কে মেরি জে ব্লাইজের "ওয়ার্ক দ্যাট" গানের সঙ্গে মঞ্চে প্রবেশ করেন তিনি ।

ওয়াশিংটন, 8 নভেম্বর : অ্যামেরিকার প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের পরই তাঁকে ফোন করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস । আর সেই মুহূর্তের ভিডিয়ো টুইট করেন তিনি ।

ভিডিয়োয় কমলার চোখেমুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট । মুখে চওড়া হাসি নিয়ে তাঁকে বলতে দেখা যায়, "আমরা এটি করতে পেরেছি জো । আপনি অ্যামেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন ।"

অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশবাসীর উদ্দেশে তাঁর প্রথম ভাষণে অল-হোয়াইট সুটে দেখা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে । প্রথম ভাষণে বিংশ শতাব্দীতে অ্যামেরিকায় মহিলাদের ভোটাধিকারের দাবিতে আন্দোলনকারীদের শ্রদ্ধা জানিয়ে প্রতীকী সাদা পোশাক পরেছিলেন তিনি । অ্যামেরিকায় মহিলাদের ভোটাধিকার অর্জনের জন্য এই লড়াই চলেছিল কয়েক দশক ধরে । সাদা সুট ও কালো মাস্কে মেরি জে ব্লাইজের "ওয়ার্ক দ্যাট" গানের সঙ্গে মঞ্চে প্রবেশ করেন তিনি ।

Last Updated : Nov 8, 2020, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.