ওয়াশিংটন, 6 জুন : বিশ্বজুড়ে কোরোনা পরিস্থিতির মাঝেই হোয়াইট হাউজ় দখলের লড়াইয়ে নতুন চমক । নভেম্বরে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক পার্টির তরফে মনোনয়ন পেয়েছেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বিডেন ।
শুক্রবার রাতে 77 বছর বয়সি জো বিডেন তাঁর দলের 3989টির ভোটের মধ্যে অর্ধেকের বেশি 1991 ভোট পেয়ে মনোনয়ন পান ।
বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন 2009 থেকে 2017 পর্যন্ত অ্যামেরিকার 47তম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন এই বর্ষীয়ান ডেমোক্র্যাট জো বিডেন । অগাস্টে উইসকনসিনে ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে মনোনীত হবেন তিনি ।
আগামী 3 নভেম্বর অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিসেবে লড়তে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেন ।
মনোনয়ন পেয়ে জো বিডেন বলেন, অ্যামেরিকার ইতিহাসে এটি একটি কঠিন সময় এবং এই পরিস্থিতিতে ট্রাম্পের ক্ষুব্ধ, বিভাজনমূলক রাজনীতি কোনও উত্তর নয় ।