ওয়াশিংটন, 23 মার্চ : যুদ্ধদীর্ণ ইউক্রেনে মানবিক সাহায্য পাঠানোর জন্য ভারত, ব্রাজিল, মিশর, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলি থেকে পাইলট নিযুক্ত করা প্রয়োজন ৷ এই দাবি জানিয়ে এই দেশগুলির নেতাদের সঙ্গে কথা বলার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আর্জি জানাল আমেরিকার 20 জন আইনপ্রণেতার একটি বিশিষ্ট দল (Biden urged to get pilots from India, Brazil & UAE) ৷
তারা বাইডেনকে চিঠি দিয়ে জানিয়েছে যে, ইউক্রেনে যতটা সম্ভব মানুষের জীবন বাঁচানোর নৈতিক দায়িত্ব রয়েছে আমেরিকার ৷ ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা কংগ্রেসের লউ করিয়া এবং ইয়াং কিমের নেতৃত্বে বাইডেনকে লেখা চিঠিতে লেখা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আগে যে চুক্তি হয়েছিল, তাতে মানবিকতার করিডর খোলা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৷ তার মাধ্যমেই ত্রাণ সরবরাহ করার কথা বলা হয়েছিল ৷ তবে এখনও পর্যন্ত এটা প্রমাণিত যে, সেই চুক্তিকে আর বিশ্বাস করা যায় না ৷ রাশিয়ার গোলায় যেখানে রাস্তা ও পরিবহণের রুটগুলি ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে ত্রাণ ধারাবাহিক ভাবে পাঠানোও সম্ভবপর হচ্ছে না ৷
আরও পড়ুন: Joe Biden Warns : সাইবার হামলার ছক কষছে রাশিয়া, মার্কিন সংস্থাগুলিকে সতর্কতা বাইডেনের
মার্কিন গোয়েন্দা বিভাগ আগাম সতর্কতা জারি করে জানিয়েছে যে, কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিভে খাবার ও জলের সংকট দেখা দেবে ৷ তাই অবিলম্বে মানবিকতার খাতিরে আমেরিকা যাতে অসামরিক ভাবে সাহায্য পাঠায়, বাইডেনের কাছে এই আর্জি জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা ৷ তাঁদের কথায়, রাশিয়া হয় সেই মানবিক সাহায্য পাঠানোর বিষয়টি মানতে বাধ্য হবে এবং নয়তো খাবার ও জলবহনকারী বিমানগুলিকে গুলি করে নামাবে ৷ তারা দ্বিতীয়টি করতে আন্তর্জাতিক মহল রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা জারি করবে ৷
এই প্রস্তাব মানা হলে ইউক্রেনের আকাশসীমা থেকে বিমানগুলিকে গুলি করে নামানোর ঝুঁকি থেকে যাচ্ছে ৷ সে জন্য ভারত, ব্রাজিল, মিশর ও সংযুক্ত আরব আমিরশাহির মতো যে দেশগুলির ঝুঁকি কিছুটা কম, তাদের থেকে পাইলট নিযুক্ত করার জন্য আর্জি জানানো হয়েছে বাইডেন প্রশাসনের কাছে ৷
আরও পড়ুন : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি
এ বিষয়ে রাষ্ট্রসংঘে মার্কিন দূত লিনা টমাস-গ্রিনফিল্ডকে দিয়ে বিভিন্ন দেশের সাহায্য চাওয়ার জন্য চিঠিতে বলেছেন আইনপ্রণেতারা ৷ এটা করলে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ইউক্রেনবাসীর হাতে তুলে দেওয়া নিশ্চিত করা যাবে বলে মনে করছেন তাঁরা ৷