ETV Bharat / international

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে @পোটাসে এলেন বাইডেন - শপথগ্রহণের পর @পোটাসে এলেন বাইডেন

ইউএস ক্যাপিটল-এর ওয়েস্ট ফ্রন্টে 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে 78 বছর বয়সি প্রবীণ ডেমোক্রেটিক নেতার টুইটার অ্যাকাউন্ট @প্রেসইলেক্টবাইডেন থেকে পোটাস করা হয় ।

Biden takes over @POTUS
Biden takes over @POTUS
author img

By

Published : Jan 21, 2021, 1:44 PM IST

ওয়াশিংটন, 21 জানুয়ারি : শপথগ্রহণের পর অ্যামেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল পোটাস (@পিওটিইউএস) টুইটার অ্যাকাউন্টটি গ্রহণ করলেন জো বাইডেন ।

ইউএস ক্যাপিটল-এর ওয়েস্ট ফ্রন্টে 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর 78 বছর বয়সি প্রবীণ ডেমোক্রেটিক নেতার টুইটার অ্যাকাউন্ট @প্রেসইলেক্টবাইডেন থেকে পোটাস করা হয় । শপথগ্রহণ অনুষ্ঠানের পর বাইডেন প্রশাসনের তরফে @পোটাস, @ফ্লোটাস, @ভিপি এবং @হোয়াইটহাউসের মতো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলি পরিবর্তন করা হয় ।

এই অ্যাকাউন্টগুলি মূলত বর্তমান প্রশাসনের সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত । এগুলি কারও ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় ।

আরও পড়ুন : জলবায়ু, ভাইরাস নিয়ে ট্রাম্পের নীতি বাতিল বাইডেনের

যদিও, বর্তমানে এই সরকারি অ্যাকাউন্টগুলি কয়েক মিলিয়ন ফলোয়ার হারিয়েছে । তবে, অনুসরণকারীদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন তাঁরা পুনরায় এই অ্যাকাউন্টগুলি অনুসরণ করার বিজ্ঞপ্তি পাবেন ।

ওবামার সময়ের প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি @পোটাস44 হিসেবে সংরক্ষিত রয়েছে, ট্রাম্পের সময়কালের পোটাস অ্যাকাউন্টটি @পোটাস45 হিসাবে সংরক্ষণ করা হয়েছে । এদিকে 15 জানুয়ারি, বাইডেনের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে, অ্যাকাউন্টটি 20 জানুয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের অফিশিয়াল অ্যাকাউন্ট হয়ে যাবে ।

ওয়াশিংটন, 21 জানুয়ারি : শপথগ্রহণের পর অ্যামেরিকার প্রেসিডেন্টের অফিসিয়াল পোটাস (@পিওটিইউএস) টুইটার অ্যাকাউন্টটি গ্রহণ করলেন জো বাইডেন ।

ইউএস ক্যাপিটল-এর ওয়েস্ট ফ্রন্টে 46তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর 78 বছর বয়সি প্রবীণ ডেমোক্রেটিক নেতার টুইটার অ্যাকাউন্ট @প্রেসইলেক্টবাইডেন থেকে পোটাস করা হয় । শপথগ্রহণ অনুষ্ঠানের পর বাইডেন প্রশাসনের তরফে @পোটাস, @ফ্লোটাস, @ভিপি এবং @হোয়াইটহাউসের মতো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলি পরিবর্তন করা হয় ।

এই অ্যাকাউন্টগুলি মূলত বর্তমান প্রশাসনের সরকারি ব্যবহারের জন্য সংরক্ষিত । এগুলি কারও ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় ।

আরও পড়ুন : জলবায়ু, ভাইরাস নিয়ে ট্রাম্পের নীতি বাতিল বাইডেনের

যদিও, বর্তমানে এই সরকারি অ্যাকাউন্টগুলি কয়েক মিলিয়ন ফলোয়ার হারিয়েছে । তবে, অনুসরণকারীদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন তাঁরা পুনরায় এই অ্যাকাউন্টগুলি অনুসরণ করার বিজ্ঞপ্তি পাবেন ।

ওবামার সময়ের প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি @পোটাস44 হিসেবে সংরক্ষিত রয়েছে, ট্রাম্পের সময়কালের পোটাস অ্যাকাউন্টটি @পোটাস45 হিসাবে সংরক্ষণ করা হয়েছে । এদিকে 15 জানুয়ারি, বাইডেনের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় যে, অ্যাকাউন্টটি 20 জানুয়ারি অ্যামেরিকার প্রেসিডেন্টের অফিশিয়াল অ্যাকাউন্ট হয়ে যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.