ETV Bharat / international

5 জুলাই পদ ছাড়ছেন আমাজ়ন সিইও জেফ বেজোস - সিইও জেফ বেজোস

আমাজ়নের বার্ষিক সম্মেলনে, তাঁর উত্তরসূরি আমাজ়ন ওয়েব সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অ্যান্ডি জ্যাসির ভূয়সী প্রশংসায় অংশীদারদের আশ্বস্ত করে জেফ জানান আমাজনের সঙ্গে অ্যান্ডির সম্পর্ক দীর্ঘদিনের ৷ অ্যন্ডি প্রায় তারই সমসাময়িক। জেফ বলেন, “আমি দৃঢ় বিশ্বাস অ্যান্ডি একজন ব্যতিক্রমী অধিনায়ক প্রমাণিত হবেন ৷ আমার ওর উপর সেই ভরসা আছে । কথা দিচ্ছি আমাদের সাধারণ হতে দেবেন না অ্যান্ডি ।“

জেফ বেজোস
জেফ বেজোস
author img

By

Published : May 27, 2021, 2:35 PM IST

নিউইয়র্ক, 27 মে : আগামী 5 জুলাই আনুষ্ঠানিকভাবে অ্যান্ডি জ্যাসিকে দায়িত্ব হস্তান্তর করবেন আমাজ়ন প্রতিষ্ঠাতা জেফ বেজোস । 27 বছর আগে এদিনই কর্পোরেশন হিসেবে অনুমোদন পায় আমাজ়ন । দিনটি তাঁর কাছে চিরস্মরণীয় ও একটি আবেগপূর্ণ মুহূর্ত বলে আমাজ়নের বার্ষিক সম্মেলনে ঘোষণা করেন আমাজ়ন কর্তা । প্রধান নির্বাহীর বদলে আমাজ়নের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জেফ বেজোস । বিশ্বের অন্যতম এই ই-কমার্স সংস্থা ইতিমধ্যেই টেলিভিশন ও ক্লাউড কম্পিউটিংয়েওর মতো দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবসায় সফল বিস্তার ঘটিয়েছে । সেখান থেকে কার্যনির্বাহী ক্ষমতার এই হস্তান্তর যখেষ্ট তাৎপর্যপূর্ণ ।

সম্মেলনে, তাঁর উত্তরসূরি আমাজ়ন ওয়েব সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অ্যান্ডি জ্যাসির ভূয়সী প্রশংসায় অংশীদারদের আশ্বস্ত করে জেফ জানান আমাজ়নের সঙ্গে অ্যান্ডির সম্পর্ক দীর্ঘদিনের ৷ অ্যন্ডি প্রায় তারই সমসাময়িক । জেফ বলেন, “আমি দৃঢ় বিশ্বাস অ্যান্ডি একজন ব্যতিক্রমী অধিনায়ক প্রমাণিত হবেন ৷ আমার ওর উপর সেই ভরসা আছে । কথা দিচ্ছি আমাদের সাধারণ হতে দেবেন না অ্যান্ডি ।“

ই-কর্মাস থেকে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্যের মধ্যেই শুরু হয় আমাজ়নের কার্যনির্বাহী ক্ষমতার এই হস্তান্তর । প্যানডেমিকের আবহে গুগল ও মাক্রোসফ্টের মতো বড় সফ্টওয়ার সংস্থাগুলির সঙ্গে একইসারিতে পৌঁছে গিয়েছে আমাজ়ন ।

প্যানডেমিকের প্রথম ঢেউ ও দীর্ঘস্থায়ী লকডাউনে প্রায় উল্কাগতিতে ব্যবসা বৃদ্ধি পায় আমাজ়নের । কাজ, বিনোদন, খেলাধুলো ও পড়াশোনা ইন্টারনেটের দ্বারস্থ হয় ঘরবন্দি সকলেই । এর ফলে যে গুটি কয়েক সংস্থার বাড়-বাড়ন্ত হয় তার মধ্যে আমাজ়ন অন্যতম । ক্লাউক কম্পিউটিং ও অনলাই স্ট্রিমিংয়ের ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়ে জেফ বেজোসের সংস্থা । এমনকি, আমাজ়নের বিরুদ্ধে নেট দুনিয়ায় একাধিপত্য বিস্তারের অভিযোগও তোলে সমালোচক ও নির্ণায়ক সংস্থগুলি ।

আরও পড়ুন, গোপনীয়তার অধিকারে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা যায়, হোয়াটসঅ্যাপকে জবাব কেন্দ্রের

তবে সমালোচনার তোয়াক্কা না করেই বুধবার জেমস বন্ড সিরিজ সহ হলিউডের বিগ বাজেট ছবিগুলির জন্য বিশ্বখ্যাত এমজিএম স্টুডিয়োর সঙ্গে 8.45 বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে আমাজন। অনলাইন স্ট্রিমিং কন্টেন্টের সম্ভারের নিরিখে ইতিমধ্যেই এগিয়ে আমাজন। এই চুক্তির পর এবার অনলাইন স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

করোনাকালে ক্রমশ বাড়ছে অনলাইন স্ট্রিমিংয়ের গুরুত্ব । সংক্রমণের ভয়, লকডাউন, দীর্ঘদিন ঘরে বন্ধ থাকার ফলে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অনেক বেশি সময় কাটাচ্ছে মানুষ । বাড়ছে বিভিন্ন ধরনের কন্টেন্টের চাহিদাও । সেই সময় আমাজনের এমজিএম স্টুডিয়ো অধিগ্রহণে নি:সন্দেহে বিনোদন ও অনলাইন স্ট্রিমিং দুনিয়ায় সাড়া ফেলার মতো ঘটনা।

এই চুক্তির ফলে আরও বেশি করে আন্টিট্রাস্ট কমিউনিটির রেগুলেটারদের নজরে চলে আসবে আমাজ়ন । প্যানডেমিকের বাজারে যে উল্কাগতিতে ক্ষমতা বাড়িয়েছে আমাজ়ন তা এখন ভাল নজরে দেখছে না এই কমিউনিটি । আমাজনের একাধিপত্য ও এর ফলে ব্যবহারকারীদের সমস্যার দিক নিয়েও শুরু হয়েছে চর্চা । চলছে কাঁটাছেড়া ।

নিউইয়র্ক, 27 মে : আগামী 5 জুলাই আনুষ্ঠানিকভাবে অ্যান্ডি জ্যাসিকে দায়িত্ব হস্তান্তর করবেন আমাজ়ন প্রতিষ্ঠাতা জেফ বেজোস । 27 বছর আগে এদিনই কর্পোরেশন হিসেবে অনুমোদন পায় আমাজ়ন । দিনটি তাঁর কাছে চিরস্মরণীয় ও একটি আবেগপূর্ণ মুহূর্ত বলে আমাজ়নের বার্ষিক সম্মেলনে ঘোষণা করেন আমাজ়ন কর্তা । প্রধান নির্বাহীর বদলে আমাজ়নের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন জেফ বেজোস । বিশ্বের অন্যতম এই ই-কমার্স সংস্থা ইতিমধ্যেই টেলিভিশন ও ক্লাউড কম্পিউটিংয়েওর মতো দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবসায় সফল বিস্তার ঘটিয়েছে । সেখান থেকে কার্যনির্বাহী ক্ষমতার এই হস্তান্তর যখেষ্ট তাৎপর্যপূর্ণ ।

সম্মেলনে, তাঁর উত্তরসূরি আমাজ়ন ওয়েব সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত অ্যান্ডি জ্যাসির ভূয়সী প্রশংসায় অংশীদারদের আশ্বস্ত করে জেফ জানান আমাজ়নের সঙ্গে অ্যান্ডির সম্পর্ক দীর্ঘদিনের ৷ অ্যন্ডি প্রায় তারই সমসাময়িক । জেফ বলেন, “আমি দৃঢ় বিশ্বাস অ্যান্ডি একজন ব্যতিক্রমী অধিনায়ক প্রমাণিত হবেন ৷ আমার ওর উপর সেই ভরসা আছে । কথা দিচ্ছি আমাদের সাধারণ হতে দেবেন না অ্যান্ডি ।“

ই-কর্মাস থেকে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্যের মধ্যেই শুরু হয় আমাজ়নের কার্যনির্বাহী ক্ষমতার এই হস্তান্তর । প্যানডেমিকের আবহে গুগল ও মাক্রোসফ্টের মতো বড় সফ্টওয়ার সংস্থাগুলির সঙ্গে একইসারিতে পৌঁছে গিয়েছে আমাজ়ন ।

প্যানডেমিকের প্রথম ঢেউ ও দীর্ঘস্থায়ী লকডাউনে প্রায় উল্কাগতিতে ব্যবসা বৃদ্ধি পায় আমাজ়নের । কাজ, বিনোদন, খেলাধুলো ও পড়াশোনা ইন্টারনেটের দ্বারস্থ হয় ঘরবন্দি সকলেই । এর ফলে যে গুটি কয়েক সংস্থার বাড়-বাড়ন্ত হয় তার মধ্যে আমাজ়ন অন্যতম । ক্লাউক কম্পিউটিং ও অনলাই স্ট্রিমিংয়ের ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়ে জেফ বেজোসের সংস্থা । এমনকি, আমাজ়নের বিরুদ্ধে নেট দুনিয়ায় একাধিপত্য বিস্তারের অভিযোগও তোলে সমালোচক ও নির্ণায়ক সংস্থগুলি ।

আরও পড়ুন, গোপনীয়তার অধিকারে প্রয়োজনে বিধিনিষেধ আরোপ করা যায়, হোয়াটসঅ্যাপকে জবাব কেন্দ্রের

তবে সমালোচনার তোয়াক্কা না করেই বুধবার জেমস বন্ড সিরিজ সহ হলিউডের বিগ বাজেট ছবিগুলির জন্য বিশ্বখ্যাত এমজিএম স্টুডিয়োর সঙ্গে 8.45 বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে আমাজন। অনলাইন স্ট্রিমিং কন্টেন্টের সম্ভারের নিরিখে ইতিমধ্যেই এগিয়ে আমাজন। এই চুক্তির পর এবার অনলাইন স্ট্রিমিংয়ের ক্ষেত্রে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।

করোনাকালে ক্রমশ বাড়ছে অনলাইন স্ট্রিমিংয়ের গুরুত্ব । সংক্রমণের ভয়, লকডাউন, দীর্ঘদিন ঘরে বন্ধ থাকার ফলে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে অনেক বেশি সময় কাটাচ্ছে মানুষ । বাড়ছে বিভিন্ন ধরনের কন্টেন্টের চাহিদাও । সেই সময় আমাজনের এমজিএম স্টুডিয়ো অধিগ্রহণে নি:সন্দেহে বিনোদন ও অনলাইন স্ট্রিমিং দুনিয়ায় সাড়া ফেলার মতো ঘটনা।

এই চুক্তির ফলে আরও বেশি করে আন্টিট্রাস্ট কমিউনিটির রেগুলেটারদের নজরে চলে আসবে আমাজ়ন । প্যানডেমিকের বাজারে যে উল্কাগতিতে ক্ষমতা বাড়িয়েছে আমাজ়ন তা এখন ভাল নজরে দেখছে না এই কমিউনিটি । আমাজনের একাধিপত্য ও এর ফলে ব্যবহারকারীদের সমস্যার দিক নিয়েও শুরু হয়েছে চর্চা । চলছে কাঁটাছেড়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.