ETV Bharat / international

"সবাইকে এক হয়ে কাজ করতে হবে", জয়ের মুখে বার্তা বাইডেনের - Donald Trump

"আমি সবাইকে জানাতে চাই যে, রাষ্ট্রপতি হিসাবে প্রথমদিনে আমরা কোরোনা মোকাবিলার পরিকল্পনাগুলির রূপায়ণ করব ।" বললেন আত্মবিশ্বাসী বাইডেন ।

জো বাইডেন
জো বাইডেন
author img

By

Published : Nov 7, 2020, 6:23 PM IST

উইলমিংটন (অ্যামেরিকা), 7 নভেম্বর : চলছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা পর্ব । বাইডেনের পক্ষে রয়েছে 253 টি ইলেক্টোরাল ভোট । অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে 214 টি ইলেক্টোরাল ভোট । হোয়াইট হাউজ়ে পৌঁছানোর জন্য লাগবে 270 টি ভোট । অ্যামেরিকার সাম্প্রতিক ট্রেন্ড বলছে, খুব বড়সড় কোনও অঘটন না ঘটলে, গদি ছাড়তে হচ্ছে ট্রাম্পকে । পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বাইডেন ।

পেনসিলভ্যানিয়ার বর্তমান যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হোয়াইট হাউজ়ে ফেরার পথ আরও সংকীর্ণ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেনও । অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আগামীদিনগুলিতে তাঁর দায়িত্ব কী হবে, সেই সংক্রান্ত বক্তব্য গতরাতেই পেশ করেন তিনি । বললেন, "প্রতিটি মানুষের জন্য আমি কাজ করব ।"

তিনি বলেন, "আমাদের উচিত যাবতীয় ক্রোধ পিছনে ফেলে রেখে এগিয়ে আসা । এই সময়টা সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং যে ক্ষতগুলি হয়েছে, তা পূরণ করতে হবে ।"

প্রসঙ্গত, গতকালই অ্যামেরিকায় দৈনিক কোরোনা সংক্রমণ ছিল 1 লাখেরও বেশি । এই প্রথমবার অ্যামেরিকায় দিনে এক লাখেরও বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছেন । বাইডেনের কথায় উঠে আসে বর্তমান কোরোনা প্যানডেমিকের সমস্যার কথাও । অ্যামেরিকাবাসীকে আশ্বস্ত করে বলেন, "আমি সবাইকে জানাতে চাই যে, রাষ্ট্রপতি হিসাবে প্রথমদিনে আমরা কোরোনা মোকাবিলার পরিকল্পনাগুলির রূপায়ণ করব ।"

তিনি বলেন, "যাঁরা মারা গেছেন, তাঁদের ফিরিয়ে আনা যাবে না । কিন্তু আগামীদিনে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব হবে ।" এর আগে আজ সকালে বাইডেন টুইটারে লিখেছিলেন, "আমরা বিরোধী, কিন্তু শত্রু নই । আমরা অ্যামেরিকাবাসী ।"

উইলমিংটন (অ্যামেরিকা), 7 নভেম্বর : চলছে অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা পর্ব । বাইডেনের পক্ষে রয়েছে 253 টি ইলেক্টোরাল ভোট । অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে 214 টি ইলেক্টোরাল ভোট । হোয়াইট হাউজ়ে পৌঁছানোর জন্য লাগবে 270 টি ভোট । অ্যামেরিকার সাম্প্রতিক ট্রেন্ড বলছে, খুব বড়সড় কোনও অঘটন না ঘটলে, গদি ছাড়তে হচ্ছে ট্রাম্পকে । পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বাইডেন ।

পেনসিলভ্যানিয়ার বর্তমান যা পরিস্থিতি তাতে ট্রাম্পের হোয়াইট হাউজ়ে ফেরার পথ আরও সংকীর্ণ হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা । এদিকে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেনও । অ্যামেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আগামীদিনগুলিতে তাঁর দায়িত্ব কী হবে, সেই সংক্রান্ত বক্তব্য গতরাতেই পেশ করেন তিনি । বললেন, "প্রতিটি মানুষের জন্য আমি কাজ করব ।"

তিনি বলেন, "আমাদের উচিত যাবতীয় ক্রোধ পিছনে ফেলে রেখে এগিয়ে আসা । এই সময়টা সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং যে ক্ষতগুলি হয়েছে, তা পূরণ করতে হবে ।"

প্রসঙ্গত, গতকালই অ্যামেরিকায় দৈনিক কোরোনা সংক্রমণ ছিল 1 লাখেরও বেশি । এই প্রথমবার অ্যামেরিকায় দিনে এক লাখেরও বেশি মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছেন । বাইডেনের কথায় উঠে আসে বর্তমান কোরোনা প্যানডেমিকের সমস্যার কথাও । অ্যামেরিকাবাসীকে আশ্বস্ত করে বলেন, "আমি সবাইকে জানাতে চাই যে, রাষ্ট্রপতি হিসাবে প্রথমদিনে আমরা কোরোনা মোকাবিলার পরিকল্পনাগুলির রূপায়ণ করব ।"

তিনি বলেন, "যাঁরা মারা গেছেন, তাঁদের ফিরিয়ে আনা যাবে না । কিন্তু আগামীদিনে অনেকের প্রাণ বাঁচানো সম্ভব হবে ।" এর আগে আজ সকালে বাইডেন টুইটারে লিখেছিলেন, "আমরা বিরোধী, কিন্তু শত্রু নই । আমরা অ্যামেরিকাবাসী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.