ETV Bharat / international

Kabul Airport Blast : বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেটের দাবি মৃত 160 - Kenneth F McKenzie Jr

কাবুলে বিস্ফোরণ ঘটিয়েছে আইএসআইএস ৷ জানাল জঙ্গি গোষ্ঠীটি ৷

s
s
author img

By

Published : Aug 27, 2021, 6:56 AM IST

Updated : Aug 27, 2021, 11:04 AM IST

কাবুল, 27 অগস্ট : কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (Islamic State terror group) ৷ তাদের সংবাদ মাধ্যম অমক নিউজ এজেন্সিতে বিস্ফোরণ ঘটানোর দাবি করে জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে, মৃত ও আহত ব্যক্তির মোট সংখ্যা 160 ৷ সেখানে এক ব্যক্তির ছবি দিয়ে জানানো হয়েছে সেই "আত্মঘাতী বিস্ফোরণ" (suicide bomber) ঘটিয়েছে ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরের পরপর দু'টি বিস্ফোরণে মৃত্যু হয়েছে 60 জন আফগান নাগরিকের ৷ এছাড়াও 12 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে ৷ আহত আরও 15, জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় সেনা বাহিনীর (Commander of US Central Command) প্রধান (Marine Corps General) কেনেথ এফ ম্যাকেঞ্জি জুনিয়র (Kenneth F McKenzie Jr) ৷

প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আমরা ক্ষমা করব না ৷ আমরা ভুলব না ৷ আমরা তোমাদের খুঁজে বার করব ৷ আর এর দাম তোমাদের দিতে হবে ৷"

কাবুল, 27 অগস্ট : কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (Islamic State terror group) ৷ তাদের সংবাদ মাধ্যম অমক নিউজ এজেন্সিতে বিস্ফোরণ ঘটানোর দাবি করে জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে, মৃত ও আহত ব্যক্তির মোট সংখ্যা 160 ৷ সেখানে এক ব্যক্তির ছবি দিয়ে জানানো হয়েছে সেই "আত্মঘাতী বিস্ফোরণ" (suicide bomber) ঘটিয়েছে ৷

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দর চত্বরের পরপর দু'টি বিস্ফোরণে মৃত্যু হয়েছে 60 জন আফগান নাগরিকের ৷ এছাড়াও 12 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে ৷ আহত আরও 15, জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় সেনা বাহিনীর (Commander of US Central Command) প্রধান (Marine Corps General) কেনেথ এফ ম্যাকেঞ্জি জুনিয়র (Kenneth F McKenzie Jr) ৷

প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "আমরা ক্ষমা করব না ৷ আমরা ভুলব না ৷ আমরা তোমাদের খুঁজে বার করব ৷ আর এর দাম তোমাদের দিতে হবে ৷"

Last Updated : Aug 27, 2021, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.