ETV Bharat / international

ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS, জানালেন মার্কিন আধিকারিক - ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS

গত বছর ভারতে ISIS-এর খোরশান গোষ্ঠী আত্মঘাতী হামলার ছক কষেছিল । আজ এই চাঞ্চল্যকর তথ্য জানালেন অ্যামেরিকার আমেরিকার কাউন্টার টেররিজ়মের ভারপ্রাপ্ত আধিকারিক ও জাতীয় গোয়েন্দা বিভাগের নির্দেশক ট্র্যাভারস্ ।

ISIS
author img

By

Published : Nov 6, 2019, 5:54 PM IST

ওয়াশিংটন, 6 নভেম্বর : গত বছরে ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS - এর খোরসান গোষ্ঠী । মার্কিন সেনেটর ম্যাগি হাসানের প্রশ্নের উত্তরে এই কথা জানান ট্র্যাভারস নামে এক মার্কিন গোয়েন্দা আধিকারিক । ISIS এর সমস্ত শাখা সংগঠনের মধ্যে ISIS -এর খোরসান গোষ্ঠী সবচেয়ে ভয়ঙ্কর । দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস চালানো এই সংগঠনের কাজ ।

গত বছর ভারতে ISIS-এর খোরশান গোষ্ঠী আত্মঘাতী হামলার ছক কষেছিল । আজ এই চাঞ্চল্যকর তথ্য জানালেন অ্যামেরিকার আমেরিকার কাউন্টার টেররিজ়মের ভারপ্রাপ্ত আধিকারিক ও জাতীয় গোয়েন্দা বিভাগের নির্দেশক ট্র্যাভারস্ । মার্কিন সেনেটর ম্যাগি হাসানের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি । কিন্তু জঙ্গি গোষ্ঠীর এই চক্রান্ত ব্যর্থ হয় ।

আফগানিস্তান ও পাকিস্তানে সফরে গিয়েছিলেন মার্কিন সেনেটর ম্যাগি হাসান । ISIS-এর খোরসান গোষ্ঠীর বাড়বাড়ন্ত মার্কিন সেনাবাহিনীকে চিন্তায় ফেলেছিল । এই জঙ্গি গোষ্ঠীর অ্যামেরিকায় হামলা চালানোর পরিকল্পনা আছে । ট্র্যাভারস জানান, সিরিয়া ও ইরাকে ISIS-এর খোরসান গোষ্ঠীর বিরুদ্ধে সাফল্য পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যথেষ্ট চিন্তায় রেখেছে । কয়েক বছর আগে তৈরি হয় এই সংগঠন । আলকায়দার নেটওয়ার্ক আফগানিস্তান ও পাকিস্তানে এখনও সক্রিয় । সেটাও অ্যামেরিকা ও ভারতের কাছে যথেষ্ট চিন্তার কারণ ।

ওয়াশিংটন, 6 নভেম্বর : গত বছরে ভারতে আত্মঘাতী হামলার ছক কষেছিল ISIS - এর খোরসান গোষ্ঠী । মার্কিন সেনেটর ম্যাগি হাসানের প্রশ্নের উত্তরে এই কথা জানান ট্র্যাভারস নামে এক মার্কিন গোয়েন্দা আধিকারিক । ISIS এর সমস্ত শাখা সংগঠনের মধ্যে ISIS -এর খোরসান গোষ্ঠী সবচেয়ে ভয়ঙ্কর । দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস চালানো এই সংগঠনের কাজ ।

গত বছর ভারতে ISIS-এর খোরশান গোষ্ঠী আত্মঘাতী হামলার ছক কষেছিল । আজ এই চাঞ্চল্যকর তথ্য জানালেন অ্যামেরিকার আমেরিকার কাউন্টার টেররিজ়মের ভারপ্রাপ্ত আধিকারিক ও জাতীয় গোয়েন্দা বিভাগের নির্দেশক ট্র্যাভারস্ । মার্কিন সেনেটর ম্যাগি হাসানের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি । কিন্তু জঙ্গি গোষ্ঠীর এই চক্রান্ত ব্যর্থ হয় ।

আফগানিস্তান ও পাকিস্তানে সফরে গিয়েছিলেন মার্কিন সেনেটর ম্যাগি হাসান । ISIS-এর খোরসান গোষ্ঠীর বাড়বাড়ন্ত মার্কিন সেনাবাহিনীকে চিন্তায় ফেলেছিল । এই জঙ্গি গোষ্ঠীর অ্যামেরিকায় হামলা চালানোর পরিকল্পনা আছে । ট্র্যাভারস জানান, সিরিয়া ও ইরাকে ISIS-এর খোরসান গোষ্ঠীর বিরুদ্ধে সাফল্য পেলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা যথেষ্ট চিন্তায় রেখেছে । কয়েক বছর আগে তৈরি হয় এই সংগঠন । আলকায়দার নেটওয়ার্ক আফগানিস্তান ও পাকিস্তানে এখনও সক্রিয় । সেটাও অ্যামেরিকা ও ভারতের কাছে যথেষ্ট চিন্তার কারণ ।

New Delhi, Nov 06 (ANI): Senior Congress leader Ahmed Patel met Union Road Transport and Highways Minister Nitin Gadkari at his residence in Delhi on November 06. While speaking to media persons, Patel said, "I met him over farmer issues. It was not a political meeting or on Maharashtra politics."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.