ETV Bharat / international

কুকুরের মতো মৃত্যু হয়েছে বাগদাদির : ডোনাল্ড ট্রাম্প - CIA

অ্যামেরিকার সেনা অভিযানে নিহত হয়েছে ISIS প্রধান আবু বকর আল বাগদাদি ।

isis
author img

By

Published : Oct 27, 2019, 4:08 PM IST

Updated : Oct 27, 2019, 11:03 PM IST

ওয়াশিংটন, ২৭ অক্টোবর : 'একটু আগেই বড় একটা কিছু ঘটে গেছে' বলে টুইট করেছিলেন তিনি নিজেই । হোয়াইট হাউজ়ের তরফেও জানানো হয়, বড় ঘোষণা করতে চলেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । আর কয়েক ঘণ্টা পর তিনি যা জানালেন তা সত্যিই "বড়" । জানালেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কুকুরের মতো মৃত্যু হয়েছে ISIS নেতা আবু বকর অল বাগদাদির ।

কীভাবে বাগদাদির মৃত্যু হয়েছে তার বিবরণও দেন মার্কিন প্রেসিডেন্ট । বলেন, সেনাবাহিনীর তাড়া খেয়ে একটু সুড়ঙ্গে ঢুকে পড়েছিল সে । ছুটতে ছুটতে সে গোঙাচ্ছিল, কাঁদছিল ও চিৎকার করছিল । শেষে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিতে বাধ্য হয় সে । সঙ্গে মৃত্যু হয় তার তিন ছেলেরও । এই অভিযানে বাগদাদি ও তার সন্তানরা ছাড়াও একাধিক ISIS জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ।

কীভাবে চালানো হয় অভিযান ? দীর্ঘক্ষণ হেলিকপ্টারে তল্লাশি চালানোর পর খোঁজ পাওয়া যায় ISIS প্রধানের । তিনি বলেন, তল্লাশি শুরুর ৪৮ ঘণ্টা আগেই নাকি সেখানে পৌঁছায় বাগদাদি। এই অভিযানে রাশিয়া, সিরিয়া, তুর্কি ও ইরাক-ও যে সাহায্য করেছে তা জানাতে ভোলেননি তিনি । মার্কিন প্রেসিডেন্টের কথায়, রাতে বিশেষ বাহিনী এক বিপজ্জনক অভিযানকে পরিণতি দিয়েছে ।

এই খবরে ISIS জঙ্গিগোষ্ঠী শুধু আরও কোণঠাসাই হবে না, তাঁর সমালোচকদেরও ট্রাম্প যথাযথ উত্তর দিয়েছেন বলে মনে করছেন অনেকে । সঙ্গে আশঙ্কার মেঘ কেটেছে অনেকের মন থেকেই । কারণ সিরিয়া থেকে সেনার একটা অংশকে প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিল । এর ফলে ISIS-এর স্লিপার সেল ফের সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন অনেকেই । কিন্তু, সবকিছুর উত্তর দিয়ে দিল এই অভিযান ।

এই বিপজ্জনক অভিযানে বাগদাদি ও একাধিক ISIS জঙ্গির মৃত্যু হলেও বিশেষ বাহিনীর কোনও জওয়ানের হতাহতর খবর নেই বলে জানিয়েছেন তিনি । তবে বাগদাদির দেহের পাশেই একটি সেনা কুকুরের দেহ পাওয়া গেছে ।

২০১৪ সালে একবারই প্রকাশ্যে দেখা গিয়েছিল বাগদাদিকে । এরপর একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর ছড়িয়েছিল । কিন্তু, তা যে সত্যি নয় পরে তা প্রমাণিত হয় । চলতি বছরেই তার একটি অডিয়ো বার্তা ছড়িয়ে পড়ে । যেখানে অনুগামীদের কিছু নির্দেশ দিতে শোনা যায় তাকে । এবার আর শেষরক্ষা হল না । অ্যামেরিকার বাহিনীর হাতে মৃত্যু হল তার । আর ট্রাম্পের কথা অনুযায়ী, "বিশ্ব এখন অনেক নিরাপদ" ।

ওয়াশিংটন, ২৭ অক্টোবর : 'একটু আগেই বড় একটা কিছু ঘটে গেছে' বলে টুইট করেছিলেন তিনি নিজেই । হোয়াইট হাউজ়ের তরফেও জানানো হয়, বড় ঘোষণা করতে চলেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট । আর কয়েক ঘণ্টা পর তিনি যা জানালেন তা সত্যিই "বড়" । জানালেন, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে কুকুরের মতো মৃত্যু হয়েছে ISIS নেতা আবু বকর অল বাগদাদির ।

কীভাবে বাগদাদির মৃত্যু হয়েছে তার বিবরণও দেন মার্কিন প্রেসিডেন্ট । বলেন, সেনাবাহিনীর তাড়া খেয়ে একটু সুড়ঙ্গে ঢুকে পড়েছিল সে । ছুটতে ছুটতে সে গোঙাচ্ছিল, কাঁদছিল ও চিৎকার করছিল । শেষে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিতে বাধ্য হয় সে । সঙ্গে মৃত্যু হয় তার তিন ছেলেরও । এই অভিযানে বাগদাদি ও তার সন্তানরা ছাড়াও একাধিক ISIS জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ।

কীভাবে চালানো হয় অভিযান ? দীর্ঘক্ষণ হেলিকপ্টারে তল্লাশি চালানোর পর খোঁজ পাওয়া যায় ISIS প্রধানের । তিনি বলেন, তল্লাশি শুরুর ৪৮ ঘণ্টা আগেই নাকি সেখানে পৌঁছায় বাগদাদি। এই অভিযানে রাশিয়া, সিরিয়া, তুর্কি ও ইরাক-ও যে সাহায্য করেছে তা জানাতে ভোলেননি তিনি । মার্কিন প্রেসিডেন্টের কথায়, রাতে বিশেষ বাহিনী এক বিপজ্জনক অভিযানকে পরিণতি দিয়েছে ।

এই খবরে ISIS জঙ্গিগোষ্ঠী শুধু আরও কোণঠাসাই হবে না, তাঁর সমালোচকদেরও ট্রাম্প যথাযথ উত্তর দিয়েছেন বলে মনে করছেন অনেকে । সঙ্গে আশঙ্কার মেঘ কেটেছে অনেকের মন থেকেই । কারণ সিরিয়া থেকে সেনার একটা অংশকে প্রত্যাহারের সিদ্ধান্তে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিল । এর ফলে ISIS-এর স্লিপার সেল ফের সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছিলেন অনেকেই । কিন্তু, সবকিছুর উত্তর দিয়ে দিল এই অভিযান ।

এই বিপজ্জনক অভিযানে বাগদাদি ও একাধিক ISIS জঙ্গির মৃত্যু হলেও বিশেষ বাহিনীর কোনও জওয়ানের হতাহতর খবর নেই বলে জানিয়েছেন তিনি । তবে বাগদাদির দেহের পাশেই একটি সেনা কুকুরের দেহ পাওয়া গেছে ।

২০১৪ সালে একবারই প্রকাশ্যে দেখা গিয়েছিল বাগদাদিকে । এরপর একাধিকবার বাগদাদির মৃত্যুর খবর ছড়িয়েছিল । কিন্তু, তা যে সত্যি নয় পরে তা প্রমাণিত হয় । চলতি বছরেই তার একটি অডিয়ো বার্তা ছড়িয়ে পড়ে । যেখানে অনুগামীদের কিছু নির্দেশ দিতে শোনা যায় তাকে । এবার আর শেষরক্ষা হল না । অ্যামেরিকার বাহিনীর হাতে মৃত্যু হল তার । আর ট্রাম্পের কথা অনুযায়ী, "বিশ্ব এখন অনেক নিরাপদ" ।

Bengaluru, Oct 27 (ANI): While speaking to ANI in Bengaluru on October 27, Congress leader DK Shivakumar said, "I never expected when I was arrested that how people across the country showed their respect. Yesterday (October 26), also when I came, they way they responded and showed their love." "I pray to God to give me strength to show my gratitude to them and live up to their expectation," he added. DK Shivakumar was granted bail by the Delhi High Court on October 23 in connection with a money laundering case. Veteran Congress leaders Siddaramaiah, G Parameshwara and others also met DK Shivakumar at the latter's residence in Bengaluru today.
Last Updated : Oct 27, 2019, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.