ETV Bharat / international

Drug-Gang Shootout : মেক্সিকোতে বেড়াতে গিয়ে মাদক-মাফিয়াদের গুলিতে বেঘোরে মৃত্যু ভারতীয় তরুণীর

এলাকায় তোলাবাজি ঘিরে দুই মাদক-মাফিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ পরস্পরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা ৷ তাতেই প্রাণ হারান অঞ্জলি রায়ত ৷

indian-travel-blogger-killed-in-mexicos-tulum-by drug-gangs
মাদক-মাফিয়াদের গুলিতে বেঘোরে মৃত্যু ভারতীয় তরুণীর
author img

By

Published : Oct 23, 2021, 2:11 PM IST

মেক্সিকো সিটি, 23 অক্টোবর : বেড়াতে যাওয়ার নেশা ছিল ৷ তাকেই পেশা করে নিয়েছিলেন ৷ কিন্তু মেক্সিকো বেড়াতে গিয়ে বেঘোরে প্রাণ খোয়ালেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী ৷ মাদক মাফিয়াদের গোলাগুলির মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি ৷ মৃত্যু হয়েছ এক জার্মান তরুণীরও ৷ আরও বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন সেখানে ৷

ভারতীয় বংশোদ্ভূত নিহত ওই তরুণীকে অঞ্জলি রায়ত বলে শনাক্ত করা গিয়েছে ৷ নেটমাধ্যমে নিজেকে ট্রাভেল ব্লগার বলে উল্লেখ করেছেন তিনি ৷ জন্ম ভারতের হিমাচলপ্রদেশে ৷ তবে বেশ কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে বাস ছিল তাঁর ৷ দু’দিন আগে নেটমাধ্যমে মেক্সিকো থেকে ছবিও আপলোড করেছিলেন তিনি ৷

আরও পড়ুন: Donald Trump : 'ট্রুথ সোশ্যাল অ্যাপ' নিয়ে সামাজিক মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

বুধবার মেক্সিকোর উপকূলবর্তী শহর টুলুমে খোলা আকাশের নীচে রাস্তার ধারের একটি রেস্তরাঁয় খাওয়া-দাওয়া সারছিলেন অঞ্জলি ৷ সেই সময়ই আচমকা এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে ওঠেন সকলে ৷ মুহূর্তের মধ্যে হুলস্থুল বেধে যায় ৷ তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অঞ্জলি এবং জেনিফার হেনজোল্ড নামের এক জার্মাণ তরুণীর ৷ দুই জার্মান ব্যক্তি এবং নেদারল্যান্ড নিবাসী এক মহিলা গুরুতর জখম হয়েছেন ৷

টুলুমের স্থানীয় পুলিশ জানিয়েছে, এলাকায় তোলাবাজি ঘিরে দুই মাদক-মাফিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ পরস্পরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা ৷ তাতেই ওই দুই পর্যটক প্রাণ হারান ৷

আরও পড়ুন: Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে ৷ এমনিতে শান্তিপূর্ণ জায়গা হিসেবেই পর্যটকদের কাছে জনপ্রিয় টুলুম ৷ সেই শহরে প্রকাশ্যে এমন গোলাগুলি এবং রক্তপাতে পর্যটনে খরা দেখা দেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ৷

তাঁদের আশঙ্কারও যথেষ্ট কারণ রয়েছে ৷ কারণ মাদক কারবারের রমরমার জন্য এমনিতেই বদনাম রয়েছে মেক্সিকোর ৷ তার মধ্যে এই ঘটনায় জার্মান সরকারের তরফে ইতিমধ্যেই নাগরিকদের টুলুম যাওয়ার উপর বিধিনিষেধ বাসানো হয়েছে ৷ টুলুমের দুই জনপ্রিয় রিসর্ট এলাকা, প্লায়া দেল কারমেন এবং ক্যানকান খালি করে দিতেও নাগরিকদের নির্দেশ দিয়েছে জার্মান সরকার ৷

মেক্সিকো সিটি, 23 অক্টোবর : বেড়াতে যাওয়ার নেশা ছিল ৷ তাকেই পেশা করে নিয়েছিলেন ৷ কিন্তু মেক্সিকো বেড়াতে গিয়ে বেঘোরে প্রাণ খোয়ালেন ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী ৷ মাদক মাফিয়াদের গোলাগুলির মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন তিনি ৷ মৃত্যু হয়েছ এক জার্মান তরুণীরও ৷ আরও বেশ কয়েক জন পর্যটক আহত হয়েছেন সেখানে ৷

ভারতীয় বংশোদ্ভূত নিহত ওই তরুণীকে অঞ্জলি রায়ত বলে শনাক্ত করা গিয়েছে ৷ নেটমাধ্যমে নিজেকে ট্রাভেল ব্লগার বলে উল্লেখ করেছেন তিনি ৷ জন্ম ভারতের হিমাচলপ্রদেশে ৷ তবে বেশ কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে বাস ছিল তাঁর ৷ দু’দিন আগে নেটমাধ্যমে মেক্সিকো থেকে ছবিও আপলোড করেছিলেন তিনি ৷

আরও পড়ুন: Donald Trump : 'ট্রুথ সোশ্যাল অ্যাপ' নিয়ে সামাজিক মাধ্যমে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প

বুধবার মেক্সিকোর উপকূলবর্তী শহর টুলুমে খোলা আকাশের নীচে রাস্তার ধারের একটি রেস্তরাঁয় খাওয়া-দাওয়া সারছিলেন অঞ্জলি ৷ সেই সময়ই আচমকা এলোপাথাড়ি গুলির শব্দে কেঁপে ওঠেন সকলে ৷ মুহূর্তের মধ্যে হুলস্থুল বেধে যায় ৷ তখনই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অঞ্জলি এবং জেনিফার হেনজোল্ড নামের এক জার্মাণ তরুণীর ৷ দুই জার্মান ব্যক্তি এবং নেদারল্যান্ড নিবাসী এক মহিলা গুরুতর জখম হয়েছেন ৷

টুলুমের স্থানীয় পুলিশ জানিয়েছে, এলাকায় তোলাবাজি ঘিরে দুই মাদক-মাফিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ পরস্পরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা ৷ তাতেই ওই দুই পর্যটক প্রাণ হারান ৷

আরও পড়ুন: Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে ৷ এমনিতে শান্তিপূর্ণ জায়গা হিসেবেই পর্যটকদের কাছে জনপ্রিয় টুলুম ৷ সেই শহরে প্রকাশ্যে এমন গোলাগুলি এবং রক্তপাতে পর্যটনে খরা দেখা দেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ৷

তাঁদের আশঙ্কারও যথেষ্ট কারণ রয়েছে ৷ কারণ মাদক কারবারের রমরমার জন্য এমনিতেই বদনাম রয়েছে মেক্সিকোর ৷ তার মধ্যে এই ঘটনায় জার্মান সরকারের তরফে ইতিমধ্যেই নাগরিকদের টুলুম যাওয়ার উপর বিধিনিষেধ বাসানো হয়েছে ৷ টুলুমের দুই জনপ্রিয় রিসর্ট এলাকা, প্লায়া দেল কারমেন এবং ক্যানকান খালি করে দিতেও নাগরিকদের নির্দেশ দিয়েছে জার্মান সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.