নয়াদিল্লি, 1 মার্চ : ইউক্রেন সঙ্কটে দুনিয়ার পাশে মোদি সরকার ৷ এমনটাই জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি ৷ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় তিনি জানান, ভারত বিশ্বাস করে বিশ্ব মানে একটাই পরিবার ৷ সেই আদর্শ অনুযায়ী ইউক্রেনে আটকে থাকা প্রতিবেশী দেশ এবং উন্নয়নশীল দেশগুলির নাগরিকদের উদ্ধার করতে সাহায্য করবে ভারত (PM Modi assures to help neighbouring countries and developing countries people) ৷
প্রতিদিন ইউক্রেনের পরিস্থিতি বদলাচ্ছে ৷ এ নিয়ে উদ্বিগ্ন ভারত, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) জানান তিরুমূর্তি ৷ জরুরি ভিত্তিতে মানুষের পাশে দাঁড়ানো দরকার ৷ ভারতের নাগরিকদের বের করে আনার সঙ্গে সঙ্গে প্রতিবেশী এবং উন্নয়নশীল দেশগুলির নাগরিকদের উদ্ধারেও সাহায্য করবে নয়াদিল্লি ৷ রাষ্ট্রসঙ্ঘে আশ্বাসের বার্তা দিয়েছেন তিনি ৷
-
Guided by India’s motto of the world being one family, PM @narendramodi stated that India will help people from neighbouring countries and developing countries who are stranded in Ukraine and may seek assistance.
— Arindam Bagchi (@MEAIndia) February 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Guided by India’s motto of the world being one family, PM @narendramodi stated that India will help people from neighbouring countries and developing countries who are stranded in Ukraine and may seek assistance.
— Arindam Bagchi (@MEAIndia) February 28, 2022Guided by India’s motto of the world being one family, PM @narendramodi stated that India will help people from neighbouring countries and developing countries who are stranded in Ukraine and may seek assistance.
— Arindam Bagchi (@MEAIndia) February 28, 2022
আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউরোপিয় ইউনিয়নের সদস্য ইউক্রেন ? আবদেনপত্রে সই জেলেনস্কির
রাষ্ট্রসঙ্ঘে ভারতের রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি মঙ্গলবার বলেন, "ইউক্রেন সঙ্কটের এই মূহূর্তে ভারতের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ নাগরিকদের সুরক্ষিত আর ভালো থাকা ৷ বিশেষত মহিলা, বাচ্চা আর প্রৌঢ়দের ৷ আমাদের কাছে মানবিক প্রয়োজনকে পুরোপুরি সম্মান জানানোই আসল নীতি ৷" ইউক্রেনের সীমান্তে বদলাতে থাকা পরিস্থিতিতে ভারতীয় ছাত্রছাত্রী, নাগরিকদের বের করে আনার প্রক্রিয়া ব্যাহত হয়েছে, জানিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন ভারতের রাষ্ট্রদূত ৷ ভারত সরকারের কাছে দেশের নাগরিকদের ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷
এদিকে ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতীয়দের নিয়ে আসতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী হাঙ্গেরিতে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রোমানিয়া এবং মলদোভায়, কিরণ রিজিজু স্লোভাকিয়ায়, ভি কে সিং পোল্যান্ডে যাচ্ছেন ৷
তবে ভারত ইউক্রেনের পাশে আছে ৷ জরুরি ভিত্তিতে ওষুধ এবং অন্য ত্রাণসামগ্রী মঙ্গলবারই দেশ থেকে ইউক্রেনে পাঠাবে মোদি সরকার, জানিয়েছেন টি এস তিরুমূর্তি ৷