ETV Bharat / international

Pandora Papers: ফাঁস 'প্যান্ডোরা পেপারস', বেআইনি আর্থিক লেনদেনে নাম একাধিক রাষ্ট্রনেতার

বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী নেতারা কর ফাঁকি দিতে কীভাবে বিদেশে ঘুরপথে নিজেদের বিপুল সম্পত্তি তৈরি করেছেন সেই খতিয়ান রয়েছে ফাঁস হওয়া এই রিপোর্টে ৷

Pandora Papers
ফাঁস 'প্যান্ডোরা পেপারস', বেআইনি আর্থিক লেনদেনে নাম একাধিক রাষ্ট্রনেতার
author img

By

Published : Oct 4, 2021, 10:28 AM IST

ওয়াশিংটন, 4 অক্টোবর : পানামা পেপারস এর পর এবার প্যান্ডোরা পেপারস ৷ সামনে এল বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার কর ফাঁকি দেওয়ার তথ্য ও বেআইনি সম্পত্তির হদিশ ৷

তদন্তমূলক সাংবাদিকতায় আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে ৷ এই গোষ্ঠীর সদস্য, বিশ্বের 117টি দেশের 600 জন সাংবাদিক মিলে 91টি দেশের প্রায় 35 জন রাষ্ট্রনায়ক, 330 জন রাজনীতিবিদ ও পদস্থ আমলাদের বেআইনি সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন ৷ তালিকায় নাম রয়েছে বেশকিছু জঙ্গি নেতারও ৷ হাইপ্রোফাইল এই রিপোর্টের পোশাকি নাম দেওয়া হয়েছে 'প্যান্ডোরা পেপারস' ৷ সম্পূর্ণ রিপোর্ট না এলেও, সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে 'প্যান্ডোরা পেপারস'-এ থাকা বেশকিছু রাষ্ট্রনেতার নাম ৷ এই তালিকায় নাম রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের ৷

আরও পড়ুন : Afghanistan : 15 দিন পর ছাড়া পেলেন কাবুলে তালিবানদের হাতে অপহৃত ভারতীয় ব্যবসায়ী

বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী নেতারা কর ফাঁকি দিতে কীভাবে বিদেশে ঘুর পথে নিজেদের বিপুল সম্পত্তি তৈরি করেছেন সেই খতিয়ান রয়েছে ফাঁস হওয়া এই রিপোর্টে ৷ সম্পূর্ণ রিপোর্ট প্রকাশিত হলে সেখানে আরও তথ্য মিলবে বলে অনুমাণ করা হচ্ছে ৷ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মালিবু, ক্যালিফোর্নিয়া-সহ আরও কয়েকটি স্থানে বিলাসবহুল বাড়ি রয়েছে জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়র ৷ এই সম্পত্তির পরিমাণ 100 কোটি মিলিয়ন ডলারেরও বেশি বলে মনে করা হচ্ছে ৷ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কর ফাঁকি দিয়ে ঘুর পথে প্রচুর টাকা জমিয়ে রেখেছেন চেক প্রজাতন্ত্র, কেনিয়া, ইকুয়েডরের রাষ্ট্রনেতারা ৷

এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের সন্তানের বাবা বলে দাবি করা এক রুশ মহিলার নামেও মোনাকোতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে বলে ফাঁস হওয়া তথ্যে জানা গিয়েছে ৷ তালিকায় নাম আছে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো-সহ একাধিক দেশের কোটিপতি ব্যক্তিদের ৷ বেহিসেবি লেনদেনের ক্ষেত্রে নাম রয়েছে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের ৷ নাম রয়েছে ইউক্রেন, কেনিয়া, ইকুয়েডরের রাষ্ট্রপতি ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরও ৷

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷ আইসিআইজে-এর দাবি এই বেআইনি লেনদেন কীভাবে আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে তা উঠে এসেছে এই নতুন রিপোর্টে ৷

ওয়াশিংটন, 4 অক্টোবর : পানামা পেপারস এর পর এবার প্যান্ডোরা পেপারস ৷ সামনে এল বিশ্বের একাধিক রাষ্ট্রনেতার কর ফাঁকি দেওয়ার তথ্য ও বেআইনি সম্পত্তির হদিশ ৷

তদন্তমূলক সাংবাদিকতায় আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নাম ইন্টারন্যাশনাল কনসর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস বা আইসিআইজে ৷ এই গোষ্ঠীর সদস্য, বিশ্বের 117টি দেশের 600 জন সাংবাদিক মিলে 91টি দেশের প্রায় 35 জন রাষ্ট্রনায়ক, 330 জন রাজনীতিবিদ ও পদস্থ আমলাদের বেআইনি সম্পত্তি ও আর্থিক লেনদেনের তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন ৷ তালিকায় নাম রয়েছে বেশকিছু জঙ্গি নেতারও ৷ হাইপ্রোফাইল এই রিপোর্টের পোশাকি নাম দেওয়া হয়েছে 'প্যান্ডোরা পেপারস' ৷ সম্পূর্ণ রিপোর্ট না এলেও, সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে 'প্যান্ডোরা পেপারস'-এ থাকা বেশকিছু রাষ্ট্রনেতার নাম ৷ এই তালিকায় নাম রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের ৷

আরও পড়ুন : Afghanistan : 15 দিন পর ছাড়া পেলেন কাবুলে তালিবানদের হাতে অপহৃত ভারতীয় ব্যবসায়ী

বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী নেতারা কর ফাঁকি দিতে কীভাবে বিদেশে ঘুর পথে নিজেদের বিপুল সম্পত্তি তৈরি করেছেন সেই খতিয়ান রয়েছে ফাঁস হওয়া এই রিপোর্টে ৷ সম্পূর্ণ রিপোর্ট প্রকাশিত হলে সেখানে আরও তথ্য মিলবে বলে অনুমাণ করা হচ্ছে ৷ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মালিবু, ক্যালিফোর্নিয়া-সহ আরও কয়েকটি স্থানে বিলাসবহুল বাড়ি রয়েছে জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়র ৷ এই সম্পত্তির পরিমাণ 100 কোটি মিলিয়ন ডলারেরও বেশি বলে মনে করা হচ্ছে ৷ ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কর ফাঁকি দিয়ে ঘুর পথে প্রচুর টাকা জমিয়ে রেখেছেন চেক প্রজাতন্ত্র, কেনিয়া, ইকুয়েডরের রাষ্ট্রনেতারা ৷

এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের সন্তানের বাবা বলে দাবি করা এক রুশ মহিলার নামেও মোনাকোতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে বলে ফাঁস হওয়া তথ্যে জানা গিয়েছে ৷ তালিকায় নাম আছে ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো-সহ একাধিক দেশের কোটিপতি ব্যক্তিদের ৷ বেহিসেবি লেনদেনের ক্ষেত্রে নাম রয়েছে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের ৷ নাম রয়েছে ইউক্রেন, কেনিয়া, ইকুয়েডরের রাষ্ট্রপতি ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরও ৷

এর আগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক নামী ব্যক্তিত্বের হিসেব বহির্ভূত লেনদেন নিয়ে 5 বছর আগে প্রকাশিত হয়েছিল 'পানামা পেপারস' ৷ মনে করা হচ্ছে 'প্যান্ডোরা পেপারস'-এ এর তিন গুণ বেশি নাম আছে ৷ আইসিআইজে-এর দাবি এই বেআইনি লেনদেন কীভাবে আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে তা উঠে এসেছে এই নতুন রিপোর্টে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.