ETV Bharat / international

হ্যাপি হোলি, টুইটারে শুভেচ্ছাবার্তা কমলা হ্যারিসের

author img

By

Published : Mar 29, 2021, 8:36 AM IST

নিজের টুইটার হ্যান্ডেল থেকে হ্যারিস লেখেন, "শুভ হোলি ! বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে রং খেলুন ও আনন্দে মাতুন ৷ সমস্ত শত্রুতা ও ভেদাভেদ ভুলে একত্রিত হন ৷ "

কমলা হ্যারিসের টুইট, হোলির শুভেচ্ছা বার্তা
কমলা হ্যারিসের টুইট, হোলির শুভেচ্ছা বার্তা

ওয়াশিংটন, 29 মার্চ : হোলি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ টুইটারে হোলির শুভেচ্ছা জানিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷

নিজের টুইটার হ্যান্ডেল থেকে হ্যারিস লেখেন, "শুভ হোলি ! বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে রং খেলুন ও আনন্দে মাতুন ৷ সমস্ত শত্রুতা ও ভেদাভেদ ভুলে একত্রিত হন ৷ সারা বিশ্বে করোনা কালের মতো যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ওই খারাপ সময়ের জন্য এটি একটি শুভ বার্তা ৷"

আরও পড়ুন : বাইডেনে স্বপ্নপূরণ ? প্রত্যাশা অনেক

হোলি প্রধানত হিন্দুদের উৎসব হলেও, সকলে বিশ্বাসের সঙ্গে এই উৎসব পালন করে ৷ দেশের বিভিন্ন প্রান্তে যখন বসন্তের নতুন ফসল ঘরে ওঠে তখনই এই হোলি পালন করা হয় ৷ মিষ্টি মুখ, ঠান্ডাই খাওয়া থেকে শুরু করে আবির, রং জলে গুলে, রং বেলুন দিয়ে হোলি খেলা হয় ৷

ওয়াশিংটন, 29 মার্চ : হোলি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানালেন অ্যামেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ টুইটারে হোলির শুভেচ্ছা জানিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷

নিজের টুইটার হ্যান্ডেল থেকে হ্যারিস লেখেন, "শুভ হোলি ! বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে রং খেলুন ও আনন্দে মাতুন ৷ সমস্ত শত্রুতা ও ভেদাভেদ ভুলে একত্রিত হন ৷ সারা বিশ্বে করোনা কালের মতো যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে ওই খারাপ সময়ের জন্য এটি একটি শুভ বার্তা ৷"

আরও পড়ুন : বাইডেনে স্বপ্নপূরণ ? প্রত্যাশা অনেক

হোলি প্রধানত হিন্দুদের উৎসব হলেও, সকলে বিশ্বাসের সঙ্গে এই উৎসব পালন করে ৷ দেশের বিভিন্ন প্রান্তে যখন বসন্তের নতুন ফসল ঘরে ওঠে তখনই এই হোলি পালন করা হয় ৷ মিষ্টি মুখ, ঠান্ডাই খাওয়া থেকে শুরু করে আবির, রং জলে গুলে, রং বেলুন দিয়ে হোলি খেলা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.