ETV Bharat / international

নিউইয়র্কে গির্জার অনুষ্ঠানে গুলি; পুলিশের পালটা গুলিতে মৃত আততায়ী - গির্জার সামনে আততায়ীর গুলি

ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে একটি সংগীত অনুষ্ঠানে গুলি আততায়ীর ৷

New York
New York
author img

By

Published : Dec 14, 2020, 7:04 AM IST

নিউইয়র্ক, 14 ডিসেম্বর : বড়দিন উপলক্ষ্যে গির্জার বাইরে চলছিল সংগীত অনুষ্ঠান ৷ সেই কনসার্টে গুলি চালায় এক আততায়ী৷ পালটা গুলি চালায় পুলিশ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয় তার ৷ গতকাল বিকেলে ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে ঘটেছে ঘটনাটি ৷

এই ঘটনার প্রত্যক্ষ্যদর্শী সংবাদ সংস্থা (এফপি)-র এক সাংবাদিক জানান, নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে একটি সংগীত অনুষ্ঠান চলছিল৷ অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন কয়েকশো মানুষ ৷ অনুষ্ঠানটি শেষ হওয়ার পরই ওই আততায়ী গুলি চালায়৷

তিনি বলেন, "আমি দুই থেকে তিনটি গুলি ছোড়ার শব্দ শুনতে পাই ৷ শব্দগুলো খুবই তীব্র ছিল ৷ আমি সেইদিকে তাকিয়ে দেখি আমার থেকে প্রায় 10 মিটার দূরত্বে সামনের সিঁড়ি থেকে এক ব্যক্তি গুলি চালাচ্ছে ৷ এই দৃশ্য দেখে আমি ওই স্থান থেকে পালিয়ে আমার জীবন বাঁচানোর চেষ্টা করি ৷"

আরও পড়ুন : অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

সংবাদ সংস্থাকে নিউইয়র্ক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি গুলি চালানোর পরই পালটা জবাব দেয় পুলিশ ৷ পুলিশের ছোড়া গুলিতে গুরুতর জখম হয় ওই ব্যক্তি ৷ পরে তার মৃত্যু হয় ৷ প্রত্যক্ষ্যদর্শীদের মতে এই ঘটনায় কেউ জখম হয়নি ৷

নিউইয়র্ক, 14 ডিসেম্বর : বড়দিন উপলক্ষ্যে গির্জার বাইরে চলছিল সংগীত অনুষ্ঠান ৷ সেই কনসার্টে গুলি চালায় এক আততায়ী৷ পালটা গুলি চালায় পুলিশ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয় তার ৷ গতকাল বিকেলে ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে ঘটেছে ঘটনাটি ৷

এই ঘটনার প্রত্যক্ষ্যদর্শী সংবাদ সংস্থা (এফপি)-র এক সাংবাদিক জানান, নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল চারটে নাগাদ ম্যানহাটনে সেন্ট জন দা ডিভাইন ক্যাথেড্রাল গির্জার সামনে একটি সংগীত অনুষ্ঠান চলছিল৷ অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন কয়েকশো মানুষ ৷ অনুষ্ঠানটি শেষ হওয়ার পরই ওই আততায়ী গুলি চালায়৷

তিনি বলেন, "আমি দুই থেকে তিনটি গুলি ছোড়ার শব্দ শুনতে পাই ৷ শব্দগুলো খুবই তীব্র ছিল ৷ আমি সেইদিকে তাকিয়ে দেখি আমার থেকে প্রায় 10 মিটার দূরত্বে সামনের সিঁড়ি থেকে এক ব্যক্তি গুলি চালাচ্ছে ৷ এই দৃশ্য দেখে আমি ওই স্থান থেকে পালিয়ে আমার জীবন বাঁচানোর চেষ্টা করি ৷"

আরও পড়ুন : অ্যামেরিকার মলে বন্দুকবাজের হামলা, আহত কমপক্ষে 8

সংবাদ সংস্থাকে নিউইয়র্ক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি গুলি চালানোর পরই পালটা জবাব দেয় পুলিশ ৷ পুলিশের ছোড়া গুলিতে গুরুতর জখম হয় ওই ব্যক্তি ৷ পরে তার মৃত্যু হয় ৷ প্রত্যক্ষ্যদর্শীদের মতে এই ঘটনায় কেউ জখম হয়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.