সান ফ্রান্সিকো, 18 ফেব্রুয়ারি : অ্যামেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2020 সালের নির্বাচনী প্রচার সংক্রান্ত অ্য়াপ তাদের প্লে স্টোর থেকে সরিয়ে দিল গুগল ৷ সূত্রের খবর, নিয়ম লঙ্ঘনের অভিযোগেই এই পদক্ষেপ করা হয়েছে ৷
অভিযোগ ছিল, এই অ্য়াপের মাধ্যমে কোনও কনটেন্টই আপলোড করা যাচ্ছিল না ৷ 2020 সালের নভেম্বর থেকে অ্য়াপটি অনলাইনে থাকলেও দীর্ঘদিন ধরে সেটিকে আপডেট করা হয়নি ৷ এমনকী, অ্য়াপের গুগল প্লে স্টোর সংস্করণটিও আপডেট করা হয়নি 30 অক্টোবর থেকে ৷
আরও পড়ুন: সেনেটে নাটকীয় শুনানি, ক্যাপিটল হিলের ঘটনায় বেকসুর খালাস ট্রাম্প
বুধবার গুগলের তরফে এক মুখপাত্র জানান, ‘‘ট্রাম্প 2020 ক্য়াম্পেন অ্য়াপটি ইদানিং কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ সমস্য়া মেটাতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি আমরা ৷ যাঁরা গুগল প্লে স্টোর থেকে অ্য়াপ ডাউনলোড করেন, তাঁদের আশা, সেই অ্য়াপ ন্যূনতম কিছু কাজ করবেই ৷ আমাদের নীতিই হল, যদি কেউ অ্য়াপ সংক্রান্ত সমস্য়া না মেটায়, তাহলে সেটি প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হবে ৷’’
তবে অ্য়াপলের তরফে এখনও অ্য়াপটিকে সাসপেন্ড করা হয়নি ৷ কারণ, এখনও আইফোনে অ্য়াপটি পাওয়া যাচ্ছে ৷