ETV Bharat / international

প্যানডেমিক নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাম্প, আক্রমণ বিডেনের - অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচন

একাধিক ইশুতে ট্রাম্পের সমালোচনা করলেন বিডন ৷ বললেন, ট্রাম্প বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ৷ ট্রাম্প এমনিতেই কোরোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছেন ৷ তিনি ক্ষমতায় এলে অ্যামেরিকার পরিস্থিতি আরও খারাপ হবে ৷

Joe Biden
Joe Biden
author img

By

Published : Aug 21, 2020, 6:51 PM IST

ওয়াশিংটন, 21 অগাস্ট : নির্বাচিত হলে সকল অ্যামেরিকানদের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন গ্রহণ করলেন জো বিডেন । ডেলাওয়ারের উইলমিংটনে গতকাল সন্ধ্যায় মনোনয়ন গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন তিনি ।

বিডেন বলেন, "প্রেসিডেন্টের দায়িত্ব দিলে আমি সবচেয়ে খারাপের দিকে নয়, সেরাটির দিকেই মনোযোগ দেব । আমি আলোর সহযোগী হব, অন্ধকার নয় ।" 77 বছর বয়সী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বক্তৃতায় চরিত্র, সহানুভূতি, বিজ্ঞান, গণতন্ত্র এবং শালীনতা প্রসঙ্গে নিজের রেকর্ডের সঙ্গে ট্রাম্পের তুলনা করেন । তাঁর কথায়, “আশা ও ইতিহাস রচনার আর 75 দিন বাকি । এই মুহূর্তে এটাই আমাদের লক্ষ্য ।”

বিডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “বর্তমানে অ্যামেরিকা চারটি ঐতিহাসিক সংকটের মোকাবিলা করছে - COVID-19 প্যানডেমিক, অর্থনীতি, বর্ণবিদ্বেষ এবং জলবায়ু পরিবর্তন ।” প্রবীণ ভোটারদের সামাজিক সুরক্ষা এবং মেডিকেয়ার সংরক্ষণ, মহিলাদের জন্য সমান বেতন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতির পাশাপাশি বর্ণবিদ্বেষ দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি । বলেন, "এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি জীবন পরিবর্তনের নির্বাচন ।"

‘ব্যর্থ’ ট্রাম্প

পুরো বক্তৃতায় একবারও নাম না করেই অ্যামেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের তুলনা করেন জো বিডেন ।

তাঁর অভিযোগ, COVID-19 প্যানডেমিক থেকে অ্যামেরিকানদের সুরক্ষিত রাখতে ব্যর্থ ট্রাম্প । তাঁর কথায়, "আমাদের বর্তমান প্রেসিডেন্ট দেশের প্রতি তাঁর কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন । তিনি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ । তিনি অ্যামেরিকার সুরক্ষা দিতে ব্যর্থ । আর, এ'জন্য তাঁকে কখনওই ক্ষমা করা যায় না।"

COVID-19-এ আক্রান্ত হয়ে মৃত অ্যামেরিকানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জো বিডেন এই পরিস্থিতি মোকাবিলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কোনও অলৌকিক উপায়ে এর নিরাময় সম্ভব না । আর এর পরেও ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে ।” তাঁর স্ত্রী জিল, সহকর্মী কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহফের বক্তৃতা শেষে বিডেন মঞ্চে আসেন ।

ওয়াশিংটন, 21 অগাস্ট : নির্বাচিত হলে সকল অ্যামেরিকানদের প্রতিনিধিত্ব করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন গ্রহণ করলেন জো বিডেন । ডেলাওয়ারের উইলমিংটনে গতকাল সন্ধ্যায় মনোনয়ন গ্রহণ করে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন তিনি ।

বিডেন বলেন, "প্রেসিডেন্টের দায়িত্ব দিলে আমি সবচেয়ে খারাপের দিকে নয়, সেরাটির দিকেই মনোযোগ দেব । আমি আলোর সহযোগী হব, অন্ধকার নয় ।" 77 বছর বয়সী এই প্রেসিডেন্ট পদপ্রার্থী তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বক্তৃতায় চরিত্র, সহানুভূতি, বিজ্ঞান, গণতন্ত্র এবং শালীনতা প্রসঙ্গে নিজের রেকর্ডের সঙ্গে ট্রাম্পের তুলনা করেন । তাঁর কথায়, “আশা ও ইতিহাস রচনার আর 75 দিন বাকি । এই মুহূর্তে এটাই আমাদের লক্ষ্য ।”

বিডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “বর্তমানে অ্যামেরিকা চারটি ঐতিহাসিক সংকটের মোকাবিলা করছে - COVID-19 প্যানডেমিক, অর্থনীতি, বর্ণবিদ্বেষ এবং জলবায়ু পরিবর্তন ।” প্রবীণ ভোটারদের সামাজিক সুরক্ষা এবং মেডিকেয়ার সংরক্ষণ, মহিলাদের জন্য সমান বেতন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতির পাশাপাশি বর্ণবিদ্বেষ দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি । বলেন, "এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ । এটি জীবন পরিবর্তনের নির্বাচন ।"

‘ব্যর্থ’ ট্রাম্প

পুরো বক্তৃতায় একবারও নাম না করেই অ্যামেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের তুলনা করেন জো বিডেন ।

তাঁর অভিযোগ, COVID-19 প্যানডেমিক থেকে অ্যামেরিকানদের সুরক্ষিত রাখতে ব্যর্থ ট্রাম্প । তাঁর কথায়, "আমাদের বর্তমান প্রেসিডেন্ট দেশের প্রতি তাঁর কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন । তিনি আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ । তিনি অ্যামেরিকার সুরক্ষা দিতে ব্যর্থ । আর, এ'জন্য তাঁকে কখনওই ক্ষমা করা যায় না।"

COVID-19-এ আক্রান্ত হয়ে মৃত অ্যামেরিকানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জো বিডেন এই পরিস্থিতি মোকাবিলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “কোনও অলৌকিক উপায়ে এর নিরাময় সম্ভব না । আর এর পরেও ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে ।” তাঁর স্ত্রী জিল, সহকর্মী কমলা হ্যারিস ও তাঁর স্বামী ডগলাস এমহফের বক্তৃতা শেষে বিডেন মঞ্চে আসেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.