ওয়াশিংটন, 1 সেপ্টেম্বর : টেক্সাসে গাড়ি ছিনতাই করে এলোপাথাড়ি গুলি চালিয়ে চারজনকে খুন করল এক দুষ্কৃতী ৷ পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই দুষ্কৃতীরও মৃত্যু হয়েছে ৷ ওডেসা পুলিশের প্রধান মাইকেল গেরকে সাংবাদিকদের জানিয়েছেন, আততায়ীর গুলিতে আরও 21 জন জখম হয়েছেন ৷
গতকাল ওই হামলাকারী অ্যামেরিকার ডাক বহনকারী একটি গাড়ি ছিনতাই করে ৷ ওডেসা পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাইয়ের পর রাস্তায় এলোপাথাড়ি গুলি চালাতে চালাতে যায় হামলাকারী ৷ বেশ কয়েকটি গাড়িতে বুলেটের দাগ রয়েছে ৷
আরও পড়ুন : ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠকেও উঠে এল কাশ্মীর প্রসঙ্গ
এরপর মিডল্যান্ডের একটি সিনেমা হলের পার্কিং লটের সামনে গুলি চালায় ওই আততায়ী ৷ সেখানে পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় তার ৷ মিডল্যান্ডের মেয়র জেরি মোরালেস জানান, "আততায়ীও পুলিশের গুলিতে মারা গেছে ৷ আশা করি একজনই দুষ্কৃতী ছিল, যাকে আমরা খতম করেছি ৷"
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় তিন পুলিশ অফিসারও জখম হয়েছেন ৷ প্রথমে মিডল্যান্ড পুলিশ অনুমান করেছিল, দু'জন দুষ্কৃতী হামলা চালিয়েছে ৷ তবে পরে তারা জানায়, একজন দুষ্কৃতীই হামলা চালিয়েছে ৷ হামলা চালানোর উদ্দেশ্যে এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন : অশান্ত হংকংয়ে চলল গুলি ও জলকামান, গ্রেপ্তার 36
হাসপাতাল সূত্রে জানা গেছে, জখম 21 জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনার পর থেকে ওই এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী টহল দিচ্ছে ৷ ঘটনাটি নিয়ে টুইট করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ FBI বিষয়টি দেখছে বলে তিনি জানান ৷
এর আগে 2 অগাস্ট টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্ট স্টোরের বাইরে দুষ্কৃতীর গুলিতে 22 জন মারা গেছিলেন ৷