ETV Bharat / international

পরাজয় মেনে নিক ট্রাম্প, চাইছেন মেলানিয়া

সূত্রের খবর, মেলানিয়া নির্বাচনের ফলাফল বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও ব্যক্তিগতভাবে জানিয়েছেন, পরাজয় মেনে নেওয়াই ট্রাম্পের পক্ষে শ্রেয় । গত মাসে স্বামীর দ্বিতীয়বারের নির্বাচন প্রচারেও অংশগ্রহণ করেছিলেন মেলানিয়া ট্রাম্প ।

First Lady Melania
ফার্স্ট লেডি মেলানিয়া
author img

By

Published : Nov 9, 2020, 1:48 PM IST

Updated : Nov 9, 2020, 1:54 PM IST

ওয়াশিংটন, 9 নভেম্বর : অ্যামেরিকার 46তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতলেও মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প । মনে করছেন গণতন্ত্রের জালিয়াতি হয়েছে । তাঁরই জেতার কথা । এমন আচরণে ট্রাম্পের অন্য সদস্যদের মতোই অ্যামেরিকান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও চাইছেন, হার মেনে নিক তাঁর স্বামী । তিনি চান, জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করে নিক ।

সূত্রের খবর, মেলানিয়া নির্বাচনের ফলাফল বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও ব্যক্তিগতভাবে জানিয়েছেন সত্যিটা মেনে নেওয়াই ট্রাম্পের পক্ষে শ্রেয় । গত মাসে স্বামীর দ্বিতীয়বারের নির্বাচন প্রচারেও অংশগ্রহণ করেছিলেন মেলানিয়া ট্রাম্প ।

প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই এবং তাঁর উপদেষ্টা জারেদ কুশনার নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা ট্রাম্পকে জানান বলে সূত্রের খবর । ট্রাম্প টুইট করে মন্তব্য করেছিলেন, বাইডেন জালিয়াতি করে ভোটে জিতেছে । বাইডেনের জয়, নির্বাচনের প্রকৃত ফলাফল থেকে অনেক দূরে । ট্রাম্পের দাবি, নেটওয়ার্কগুলি জো বাইডেনকে মিথ্যেভাবে জয়ী হিসেবে তুলে ধরেছে ।

নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীই 200-র ঘর অতিক্রম করেছিলেন । জমে উঠেছিল লড়াই । শেষ পর্যন্ত পেনসিলভানিয়ার রাজ্যের ভোটে 270 অতিক্রম করে জো বাইডেনের দল । 74 মিলিয়নেরও বেশি, ট্রাম্পের থেকে চার মিলিয়ন বেশি ভোট পেয়ে প্রেসিডেন্টের মুকুট নিজের নামে করে নেন জো বাইডেন । এই সত্যতা মেনে নিক ট্রাম্প, চাইছেন কাছের মানুষরা ।

ওয়াশিংটন, 9 নভেম্বর : অ্যামেরিকার 46তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতলেও মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প । মনে করছেন গণতন্ত্রের জালিয়াতি হয়েছে । তাঁরই জেতার কথা । এমন আচরণে ট্রাম্পের অন্য সদস্যদের মতোই অ্যামেরিকান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও চাইছেন, হার মেনে নিক তাঁর স্বামী । তিনি চান, জো বাইডেনের কাছে পরাজয় স্বীকার করে নিক ।

সূত্রের খবর, মেলানিয়া নির্বাচনের ফলাফল বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও ব্যক্তিগতভাবে জানিয়েছেন সত্যিটা মেনে নেওয়াই ট্রাম্পের পক্ষে শ্রেয় । গত মাসে স্বামীর দ্বিতীয়বারের নির্বাচন প্রচারেও অংশগ্রহণ করেছিলেন মেলানিয়া ট্রাম্প ।

প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই এবং তাঁর উপদেষ্টা জারেদ কুশনার নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার কথা ট্রাম্পকে জানান বলে সূত্রের খবর । ট্রাম্প টুইট করে মন্তব্য করেছিলেন, বাইডেন জালিয়াতি করে ভোটে জিতেছে । বাইডেনের জয়, নির্বাচনের প্রকৃত ফলাফল থেকে অনেক দূরে । ট্রাম্পের দাবি, নেটওয়ার্কগুলি জো বাইডেনকে মিথ্যেভাবে জয়ী হিসেবে তুলে ধরেছে ।

নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বীই 200-র ঘর অতিক্রম করেছিলেন । জমে উঠেছিল লড়াই । শেষ পর্যন্ত পেনসিলভানিয়ার রাজ্যের ভোটে 270 অতিক্রম করে জো বাইডেনের দল । 74 মিলিয়নেরও বেশি, ট্রাম্পের থেকে চার মিলিয়ন বেশি ভোট পেয়ে প্রেসিডেন্টের মুকুট নিজের নামে করে নেন জো বাইডেন । এই সত্যতা মেনে নিক ট্রাম্প, চাইছেন কাছের মানুষরা ।

Last Updated : Nov 9, 2020, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.