ETV Bharat / international

9/11 Attacks: দু’দশক পরেও প্রমাণ হল না সৌদি সংযোগ, 9/11 হামলার তদন্ত বন্ধ আমেরিকার

এতদিন তদন্তের ওই ফাইল গোপন রেখেছিল এফবিআই ৷ গত 27 মে সেই তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় তার ৷ সম্প্রতি মৃতদের পরিবারের জন্য তদন্তের ফাইলটি প্রকাশ করে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস ৷

fbi closes september 11 attacks of probable saudi link and releases declassified documents
দু’দশক পরেও প্রমাণ হল না সৌদি সংযোগ
author img

By

Published : Nov 4, 2021, 2:15 PM IST

ওয়াশিংটন, 4 নভেম্বর: বাড়িতে ঢুকে নিকেশ করা হয়েছে ওসামা বিন লাদেনকে ৷ কিন্তু দু’দশক পরেও 9/11 হামলার ক্ষত আজও দগদগে আমেরিকার বুকে ৷ এক ওসামাকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হলেও, এত বছর ধরে তদন্তের পরেও হামলার শিকড় পর্যন্ত পৌঁছতে পারল না সে দেশের গোয়েন্দা সংস্থা ৷ বরং হামলার তদন্তে বার বার যে সৌদি আরব সংযোগ উঠে এসেছে, তা এ বার বাক্সবন্দি করতে বাধ্য হল তারা ৷

9/11 হামলার প্রতিশোধ নিতে নেমে গত দু’দশকে আমেরিকা নিজেও অনেক বড় মূল্য চুকিয়েছে ৷ কার্যত ধনে-প্রাণে শেষ হয়ে আফগানিস্তান থেকে ফিরে আসতে হয়েছে তাদের ৷ ঝাঁপ ফেলে হচ্ছে একে একে 9/11 সংক্রান্ত যাবতীয় মামলার তদন্তেও ৷ তাতেই এবার নয়া সংযোজন 3 সৌদি নাগরিকের বিরুদ্ধে তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত ৷

9/11 হামলায় বিমান ছিনতাইকারীদের ওই তিনজন সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ ৷ কিন্তু এত বছরেও তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ হাতে আসেনি ৷ তাতেই তদন্ত বন্ধ করে দিল সে দেশের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (fbi) ৷ বলা হয়েছে, ওই তিনজন বিমান ছিনতাইকারীকে আশ্রয় দিয়েছিলেন ৷ কিন্তু এত বছর ধরে চেষ্টা করেও তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করা যায়নি ৷

আরও পড়ুন: Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি

এতদিন তদন্তের ওই ফাইল গোপন রেখেছিল এফবিআই ৷ গত 27 মে সেই তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় তার ৷ সম্প্রতি মৃতদের পরিবারের জন্য তদন্তের ফাইলটি প্রকাশ করে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস ৷ তাতে কার্যত এফবিআই-এর ব্যর্থতাই মেনে নেওয়া হয়েছে ৷ এত বছর ধরে হামলায় সৌদি যোগের দাবি করে এলেও, তার পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে ৷

অভিযুক্ত তিনজনকে ফাহাদ আল-তুমাইরি, ওমর আল-বেউমি এবং মুসায়েদ আল-জারা নামে শনাক্ত করে এফবিআই ৷ গোয়েন্দাদের দাবি, দুই বিমান ছিনতাইকারী, নওফ আল-হাজমি এবং খালিদ আল-মিহদরের সঙ্গে অভিযুক্তদের সংযোগ ছিল ৷ তারা সকলেই সৌদি নাগরিক ৷ আমেরিকার মাটিতে বিমান ছিনতাইকারীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেন ওই তিনজনই ৷

কয়েকশো পাতার ওই রিপোর্টে গোয়েন্দারা এমনও দাবি করেন যে, হামলাকারীদের পৃথক দায়িত্ব সঁপেছিল আলকায়দা ৷ কী ভাবে হামলা চালানো হবে, শেষ মুহূর্তে পর্যন্ত কাউকে জানতে দেওয়া হয়নি ৷ শুধু বলা হয়েছিল, শহিদ হতে হবে ৷ তাতে উদ্বুদ্ধ হয়েই নেমে পড়েছিল হামলাকারীরা ৷

9/11 হামলায় মৃতদের পরিবারের অধিকাংশই নওফ এবং খালিদের বিরুদ্ধে মামলা করেন ৷ সৌদি সরকারও এই বেআইনি কাজে যুক্ত ছিল বলে অভিযোগ করেন তাঁরা ৷ যদিও ওই দুই বিমান ছিনতাইকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ যাঁদের বিরুদ্ধে, এ নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁদের আইনজীবীরা ৷ সৌদি সরকারও বরাবরই 9/11 হামলার সঙ্গে যোগসূত্র থাকার কথা অস্বীকার করে এসেছে ৷

আরও পড়ুন: India-Italy Bilateral Meet: মোদি-দ্রাঘি দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু নিয়ে আলোচনা

9/11 হামলার তদন্তে নেমে এর আগে মোহদর আবদুল্লা নামের ইয়েমেন থেকে আসা এক পড়ুয়াকেও একাধিক বার জেরা করেছে এফবিআই ৷ সান দিয়েগোয় হামলাকারী হাজমি এবং মিহদরের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় বলে জানা যায় ৷ হামলার পরেই মোহদরকে গ্রেফতার করা হয় ৷ তিন বছর জেলে রাখা হয় তাঁকে ৷ কিন্তু জেরায় কিছু না পেয়ে 2004 সালে মোহদরকে ইয়েমেন ফেরত পাঠানো হয় ৷ কোনও প্রমাণ দিতে না পারলেও, জেরায় সৌদি সংযোগের সম্ভাবনার কথা মোহদরই এফবিআইকে জানিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

ওয়াশিংটন, 4 নভেম্বর: বাড়িতে ঢুকে নিকেশ করা হয়েছে ওসামা বিন লাদেনকে ৷ কিন্তু দু’দশক পরেও 9/11 হামলার ক্ষত আজও দগদগে আমেরিকার বুকে ৷ এক ওসামাকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হলেও, এত বছর ধরে তদন্তের পরেও হামলার শিকড় পর্যন্ত পৌঁছতে পারল না সে দেশের গোয়েন্দা সংস্থা ৷ বরং হামলার তদন্তে বার বার যে সৌদি আরব সংযোগ উঠে এসেছে, তা এ বার বাক্সবন্দি করতে বাধ্য হল তারা ৷

9/11 হামলার প্রতিশোধ নিতে নেমে গত দু’দশকে আমেরিকা নিজেও অনেক বড় মূল্য চুকিয়েছে ৷ কার্যত ধনে-প্রাণে শেষ হয়ে আফগানিস্তান থেকে ফিরে আসতে হয়েছে তাদের ৷ ঝাঁপ ফেলে হচ্ছে একে একে 9/11 সংক্রান্ত যাবতীয় মামলার তদন্তেও ৷ তাতেই এবার নয়া সংযোজন 3 সৌদি নাগরিকের বিরুদ্ধে তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত ৷

9/11 হামলায় বিমান ছিনতাইকারীদের ওই তিনজন সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ ৷ কিন্তু এত বছরেও তাঁদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ হাতে আসেনি ৷ তাতেই তদন্ত বন্ধ করে দিল সে দেশের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (fbi) ৷ বলা হয়েছে, ওই তিনজন বিমান ছিনতাইকারীকে আশ্রয় দিয়েছিলেন ৷ কিন্তু এত বছর ধরে চেষ্টা করেও তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করা যায়নি ৷

আরও পড়ুন: Narendra Modi : ভারতে 500 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিন তৈরির প্রস্তুতি চলছে, জি-20 বৈঠকে জানালেন মোদি

এতদিন তদন্তের ওই ফাইল গোপন রেখেছিল এফবিআই ৷ গত 27 মে সেই তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেয় তার ৷ সম্প্রতি মৃতদের পরিবারের জন্য তদন্তের ফাইলটি প্রকাশ করে আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস ৷ তাতে কার্যত এফবিআই-এর ব্যর্থতাই মেনে নেওয়া হয়েছে ৷ এত বছর ধরে হামলায় সৌদি যোগের দাবি করে এলেও, তার পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে ৷

অভিযুক্ত তিনজনকে ফাহাদ আল-তুমাইরি, ওমর আল-বেউমি এবং মুসায়েদ আল-জারা নামে শনাক্ত করে এফবিআই ৷ গোয়েন্দাদের দাবি, দুই বিমান ছিনতাইকারী, নওফ আল-হাজমি এবং খালিদ আল-মিহদরের সঙ্গে অভিযুক্তদের সংযোগ ছিল ৷ তারা সকলেই সৌদি নাগরিক ৷ আমেরিকার মাটিতে বিমান ছিনতাইকারীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেন ওই তিনজনই ৷

কয়েকশো পাতার ওই রিপোর্টে গোয়েন্দারা এমনও দাবি করেন যে, হামলাকারীদের পৃথক দায়িত্ব সঁপেছিল আলকায়দা ৷ কী ভাবে হামলা চালানো হবে, শেষ মুহূর্তে পর্যন্ত কাউকে জানতে দেওয়া হয়নি ৷ শুধু বলা হয়েছিল, শহিদ হতে হবে ৷ তাতে উদ্বুদ্ধ হয়েই নেমে পড়েছিল হামলাকারীরা ৷

9/11 হামলায় মৃতদের পরিবারের অধিকাংশই নওফ এবং খালিদের বিরুদ্ধে মামলা করেন ৷ সৌদি সরকারও এই বেআইনি কাজে যুক্ত ছিল বলে অভিযোগ করেন তাঁরা ৷ যদিও ওই দুই বিমান ছিনতাইকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ যাঁদের বিরুদ্ধে, এ নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁদের আইনজীবীরা ৷ সৌদি সরকারও বরাবরই 9/11 হামলার সঙ্গে যোগসূত্র থাকার কথা অস্বীকার করে এসেছে ৷

আরও পড়ুন: India-Italy Bilateral Meet: মোদি-দ্রাঘি দ্বিপাক্ষিক বৈঠকে জলবায়ু নিয়ে আলোচনা

9/11 হামলার তদন্তে নেমে এর আগে মোহদর আবদুল্লা নামের ইয়েমেন থেকে আসা এক পড়ুয়াকেও একাধিক বার জেরা করেছে এফবিআই ৷ সান দিয়েগোয় হামলাকারী হাজমি এবং মিহদরের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয় বলে জানা যায় ৷ হামলার পরেই মোহদরকে গ্রেফতার করা হয় ৷ তিন বছর জেলে রাখা হয় তাঁকে ৷ কিন্তু জেরায় কিছু না পেয়ে 2004 সালে মোহদরকে ইয়েমেন ফেরত পাঠানো হয় ৷ কোনও প্রমাণ দিতে না পারলেও, জেরায় সৌদি সংযোগের সম্ভাবনার কথা মোহদরই এফবিআইকে জানিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.