ETV Bharat / international

দেশের অনিয়ন্ত্রিত আর্থিক পরিস্থিতির কথা কেন্দ্রের জানা, মন্তব্য নোবেলজয়ী অভিজিতের - Nobel Prize 2019 for Economics

"দেশের অর্থনৈতিক পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ আর্থিক চাহিদাই দেশের অর্থনীতির এখন সবচেয়ে বড় সমস্যা ৷'' , বলেন নোবেলজয়ী অভিজিত

Abhijit
author img

By

Published : Oct 15, 2019, 5:35 PM IST

Updated : Oct 16, 2019, 3:15 PM IST

নিউ ইয়র্ক , 15 অক্টোবর : ভারতের অর্থনৈতিক অবস্থা বেহাল ৷ দেশের সরকারও বিষয়টি বুঝতে পারছেন, আজ এমনটাই বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায় ৷ তিনি আজ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (MIT) একটি সাংবাদিক সম্মেলনে বলেন, "আমার মনে হয় , ভারতের অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ "

তিনি আরও বলেন , "ভারতের অর্থনীতির ভবিষ্যৎ কী, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ৷ কিন্তু ভারতের বর্তমান অর্থনীতি যে দুর্বল তা স্পষ্ট ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

ভারতের শহর ও গ্রামাঞ্চলের গড় খরচের জাতীয় সমীক্ষার কথা উল্লেখ করেন তিনি ৷ প্রতি দেড় বছর অন্তর এই সমীক্ষা হয় ৷ বলেন, "এই পরিসংখ্যানে স্পষ্ট যে 2014-15 সাল থেকে 2017-2018 সালের খরচের পরিমাণ কমেছে । বহু বছর পর এটি ঘটছে, যা যথেষ্ট চিন্তার । দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে ৷ কেন্দ্র এই বিষয়ে ওয়াকিবহাল ৷ "

তাঁর কথায়, ''কেন্দ্রীয় সরকার দেশে একটি অর্থনৈতিক ঘাটতি তৈরি করেছে ৷ সেটি সামাল দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে ৷ বাজেটের লক্ষ্যমাত্রা এবং আর্থিক লক্ষ্যমাত্রা ধরে রেখেছে কেন্দ্রীয় সরকার , এটিই প্রমাণ করার চেষ্টা চলছে ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ আর্থিক চাহিদাই দেশের অর্থনীতির এখন সবচেয়ে বড় সমস্যা ৷''

এই সংক্রান্ত আরও খবর : যোগ্যতম ব্যক্তিরাই নোবেল পেয়েছে : অমর্ত্য সেন

এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারের সঙ্গে যৌথভাবে অর্থনীতিতে নোবেল জেতেন অভিজিৎ বন্দোপাধ্যায় ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হয় ৷ 2007 সালে তাঁর একটি বই (মেকিং এড ওয়ার্ক) প্রকাশিত হয় ৷ 2011 সালে ডুফলোর সঙ্গে "পুয়োর ইকোনমিকস" বইটি লেখেন তিনি ৷ 2017 সালে সঙ্গে তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ চলতি বছরই তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ সহ-লেখক ছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে রাষ্ট্রসংঘেও কাজ করেছেন অভিজিৎ ৷ 2015 সালের পরবর্তী ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা কর্মসূচিতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনেরালের উচ্চপর্যায়ের বিভাগেও কর্মরত ছিলেন তিনি ৷ এবার নোবেল সম্মান পেলেন তিনি ৷

নিউ ইয়র্ক , 15 অক্টোবর : ভারতের অর্থনৈতিক অবস্থা বেহাল ৷ দেশের সরকারও বিষয়টি বুঝতে পারছেন, আজ এমনটাই বললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দোপাধ্যায় ৷ তিনি আজ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (MIT) একটি সাংবাদিক সম্মেলনে বলেন, "আমার মনে হয় , ভারতের অর্থনীতি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ৷ "

তিনি আরও বলেন , "ভারতের অর্থনীতির ভবিষ্যৎ কী, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ৷ কিন্তু ভারতের বর্তমান অর্থনীতি যে দুর্বল তা স্পষ্ট ৷ "

এই সংক্রান্ত আরও খবর : ফের নোবেল বাঙালির হাতে, এবার অভিজিৎ ব্যানার্জি

ভারতের শহর ও গ্রামাঞ্চলের গড় খরচের জাতীয় সমীক্ষার কথা উল্লেখ করেন তিনি ৷ প্রতি দেড় বছর অন্তর এই সমীক্ষা হয় ৷ বলেন, "এই পরিসংখ্যানে স্পষ্ট যে 2014-15 সাল থেকে 2017-2018 সালের খরচের পরিমাণ কমেছে । বহু বছর পর এটি ঘটছে, যা যথেষ্ট চিন্তার । দেশ জুড়ে অর্থনৈতিক মন্দা তৈরি হচ্ছে ৷ কেন্দ্র এই বিষয়ে ওয়াকিবহাল ৷ "

তাঁর কথায়, ''কেন্দ্রীয় সরকার দেশে একটি অর্থনৈতিক ঘাটতি তৈরি করেছে ৷ সেটি সামাল দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে ৷ বাজেটের লক্ষ্যমাত্রা এবং আর্থিক লক্ষ্যমাত্রা ধরে রেখেছে কেন্দ্রীয় সরকার , এটিই প্রমাণ করার চেষ্টা চলছে ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ৷ আর্থিক চাহিদাই দেশের অর্থনীতির এখন সবচেয়ে বড় সমস্যা ৷''

এই সংক্রান্ত আরও খবর : যোগ্যতম ব্যক্তিরাই নোবেল পেয়েছে : অমর্ত্য সেন

এস্থার ডুফলো এবং মাইকেল ক্রেমারের সঙ্গে যৌথভাবে অর্থনীতিতে নোবেল জেতেন অভিজিৎ বন্দোপাধ্যায় ৷ বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত কাজের জন্যই তাঁকে এই সম্মান দেওয়া হয় ৷ 2007 সালে তাঁর একটি বই (মেকিং এড ওয়ার্ক) প্রকাশিত হয় ৷ 2011 সালে ডুফলোর সঙ্গে "পুয়োর ইকোনমিকস" বইটি লেখেন তিনি ৷ 2017 সালে সঙ্গে তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ চলতি বছরই তাঁর আরও একটি বই প্রকাশিত হয় ৷ সহ-লেখক ছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে রাষ্ট্রসংঘেও কাজ করেছেন অভিজিৎ ৷ 2015 সালের পরবর্তী ডেভেলপমেন্ট অ্যাজেন্ডা কর্মসূচিতে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনেরালের উচ্চপর্যায়ের বিভাগেও কর্মরত ছিলেন তিনি ৷ এবার নোবেল সম্মান পেলেন তিনি ৷

Murshidabad (WB), Oct 15 (ANI): In the latest development in Murshidabad triple murder case, one person named Utpal Behrah has been arrested by the police. The mystery murders of the family members was not a result of political rivalry as police investigation clarified that there was some financial dispute between the victims teacher and the accused over purchase of a PNB MetLife policy. Superintendent of Police (SP) Murshidabad Mukesh said, "One person Utpal Behrah has been arrested. This person has confessed to his crime. During investigation, it has been found that there was some financial dispute between him and the victim over purchase of a PNB MetLife policy." On October 08, a teacher, his pregnant wife and their 8-year-old son were brutally murdered at their residence in Murshidabad.


Last Updated : Oct 16, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.