ETV Bharat / international

কোরোনায় বাড়ছে মৃত্যু, ব্রাজ়িলে দেওয়া হচ্ছে গণকবর

ব্রাজ়িলে কোরোনায় আক্রান্তের সংখ্যা 45 হাজার 757 ৷ মারা গিয়েছেন 2 হাজার 906 জন ৷ ম্যানাউসে সবথেকে বেশি মানুষ কোরোনা আক্রান্ত ৷

Dozens of coffins arrive at Brazil mass grave
ব্রাজ়িলে কোরোনা
author img

By

Published : Apr 23, 2020, 4:35 PM IST

ম্যানাউস, 23 এপ্রিল : চিন থেকে শুরু করে ইট্যালি, অ্যামেরিকা। কোনও দেশ বাদ যায়নি কোরোনার সংক্রমণ থেকে ৷ একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়ায় পশ্চিমের দেশগুলিতে গণ কবর দেওয়া হচ্ছে ৷ এবার ব্রাজ়িলেও গণকবর দেওয়ার ব্যবস্থা করা হল ৷ কবরস্থানগুলিতে প্রতিদিন ডজন ডজন কফিন আনা হচ্ছে ৷ কয়েকজন পরিজন মিলে শেষ বিদায় জানাচ্ছেন প্রিয় মানুষটিকে ৷ ফুটবলের দেশ আজ যেন মৃত্যুপুরী ৷

কোরোনা সংক্রমণের জেরে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে । প্রতিদিন কবরস্থানগুলিতে চোখে পড়ছে লম্বা লাইন ৷ সারি দিয়ে রাখা রয়েছে কফিন । ব্রাজ়িলের উত্তর-পশ্চিমের ম্যানাউসের কবরস্থানগুলির এই ছবি কোরোনার ভয়াবহতাকে তুলে ধরেছে ৷

স্থানীয় প্রশাসনের তরফে চলতি সপ্তাহের প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হয়, গণকবর খুঁড়ে মৃতদেহ সেখানেই মাটি চাপা দেওয়া হবে ৷ সেই মতো গতকাল থেকে শহরের একাধিক স্থানে কোরোনায় মৃত ব্যক্তিদের কবরস্থানে নিয়ে যাচ্ছেন পরিজনরা ৷ একেক দিনে 30 থেকে 100টি গণকবর দেওয়া হচ্ছে শহরে ৷

Dozens of coffins arrive at Brazil mass grave
কোরোনায় মৃতদের জন্য গণকবর........

ম্যানাউসে সবথেকে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ প্রায় দু’হাজারের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ৷ ব্রাজ়িলের অ্যামাজ়ন স্টেটের মধ্যে ম্যানাউসেই একমাত্র ICU রয়েছে ৷ কিন্তু সেখানেও কোরোনা আক্রান্তদের ভিড় বেড়ে চলেছে ৷ ’’

ম্যানাউস, 23 এপ্রিল : চিন থেকে শুরু করে ইট্যালি, অ্যামেরিকা। কোনও দেশ বাদ যায়নি কোরোনার সংক্রমণ থেকে ৷ একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়ায় পশ্চিমের দেশগুলিতে গণ কবর দেওয়া হচ্ছে ৷ এবার ব্রাজ়িলেও গণকবর দেওয়ার ব্যবস্থা করা হল ৷ কবরস্থানগুলিতে প্রতিদিন ডজন ডজন কফিন আনা হচ্ছে ৷ কয়েকজন পরিজন মিলে শেষ বিদায় জানাচ্ছেন প্রিয় মানুষটিকে ৷ ফুটবলের দেশ আজ যেন মৃত্যুপুরী ৷

কোরোনা সংক্রমণের জেরে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অনেকে । প্রতিদিন কবরস্থানগুলিতে চোখে পড়ছে লম্বা লাইন ৷ সারি দিয়ে রাখা রয়েছে কফিন । ব্রাজ়িলের উত্তর-পশ্চিমের ম্যানাউসের কবরস্থানগুলির এই ছবি কোরোনার ভয়াবহতাকে তুলে ধরেছে ৷

স্থানীয় প্রশাসনের তরফে চলতি সপ্তাহের প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হয়, গণকবর খুঁড়ে মৃতদেহ সেখানেই মাটি চাপা দেওয়া হবে ৷ সেই মতো গতকাল থেকে শহরের একাধিক স্থানে কোরোনায় মৃত ব্যক্তিদের কবরস্থানে নিয়ে যাচ্ছেন পরিজনরা ৷ একেক দিনে 30 থেকে 100টি গণকবর দেওয়া হচ্ছে শহরে ৷

Dozens of coffins arrive at Brazil mass grave
কোরোনায় মৃতদের জন্য গণকবর........

ম্যানাউসে সবথেকে বেশি মানুষ কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ প্রায় দু’হাজারের বেশি মানুষ কোরোনায় আক্রান্ত ৷ ব্রাজ়িলের অ্যামাজ়ন স্টেটের মধ্যে ম্যানাউসেই একমাত্র ICU রয়েছে ৷ কিন্তু সেখানেও কোরোনা আক্রান্তদের ভিড় বেড়ে চলেছে ৷ ’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.