ওয়াশিংটন, 12 মার্চ : একমাসের জন্য ইউরোপ থেকে সমস্ত উড়ান বন্ধ রাখবে অ্যামেরিকা । কোরোনা সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ করা হল বলে জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আগামীকাল থেকে আগামী 30 দিন আপাতত ইউরোপ থেকে অ্যামেরিকায় যাতায়াত বন্ধ থাকবে । তবে ট্রাম্প জানিয়েছেন, ব্রিটেনের উপর এই সিদ্ধান্ত জারি হচ্ছে না ৷ যদি ব্রিটেনে 460 জন কোরোনায় আক্রান্ত ।
কোরোনা সংক্রমণের বিষয়ে অ্যামেরিকাবাসীর উদ্দেশে বার্তা দেন ট্রাম্প । তিনি বলেন, "ইউরোপে আক্রান্তের সংখ্যা বাড়ছে । কারণ ইউরোপের দেশগুলির সরকার চিন থেকে যাতায়াত আটকাতে পারেনি । যেখানে কোরোনা একটি মহামারির আকার নিয়েছে ।" বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তরফে কোরোনা ভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে সতর্কতা জারি করেছে । বিশ্বের 100টির বেশি দেশে ছড়িয়েছে এই সংক্রমণ । যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তা যেকোনওভাবে রুখতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । বিশ্বব্যাপী কোরোনা নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে । তাদের এই পদক্ষেপের পরেই অ্যামেরিকার তরফে ইউরোপ-অ্যামেরিকা যাতায়াত স্থগিত করা হয় ।
অফিশিয়ালি ঘোষণার আগে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প । বিশ্বকে রক্ষা করার জন্য কোরোনা সংক্রমণের চিকিৎসার জন্য প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছে অ্যামেরিকা । এই অসুখের চিকিৎসার চেষ্টা চলছে বলে তাঁর টুইটে উল্লেখ করেন তিনি । একটি টুইটে ট্রাম্প লেখেন, "অ্যামেরিকা বিশ্বের শ্রেষ্ঠ দেশ । আমাদের দেশে সেরা বিজ্ঞানী, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যবন্ধুরা রয়েছেন । তাঁরা প্রতি মুহূর্তে চেষ্টা করে চলেছেন ।"
-
America is the Greatest Country in the world. We have the best scientists, doctors, nurses and health care professionals. They are amazing people who do phenomenal things every day....
— Donald J. Trump (@realDonaldTrump) March 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">America is the Greatest Country in the world. We have the best scientists, doctors, nurses and health care professionals. They are amazing people who do phenomenal things every day....
— Donald J. Trump (@realDonaldTrump) March 11, 2020America is the Greatest Country in the world. We have the best scientists, doctors, nurses and health care professionals. They are amazing people who do phenomenal things every day....
— Donald J. Trump (@realDonaldTrump) March 11, 2020
কোরোনা মোকাবিলায় বুধবার ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা করা হয় । ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসর 10 জন কোরোনা সংক্রমণের কথা নিশ্চিত করেন ।