ETV Bharat / international

"সীমান্ত রক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ" - undefined

মোদি অ্যামেরিকার বিশ্বস্ত বন্ধু ৷ বললেন ডোনাল্ড ট্রাম্প ৷

ট্রাম্প
author img

By

Published : Sep 22, 2019, 11:04 PM IST

Updated : Sep 22, 2019, 11:37 PM IST

হিউস্টন, 22 সেপ্টেম্বর : মোদি অ্যামেরিকার বিশ্বস্ত বন্ধু ৷ মোদির মতো বন্ধু খুব কম পাওয়া যায় ৷ ট্রাম্পের তুলনায় আপনাদের কাছে ভালো বন্ধু কেউ নেই ৷ হিউস্টনে একথা বললেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি, তিনি বলেন, "তিন কোটি মানুষকে দরিদ্রতা থেকে বের করেছেন মোদি ৷ সত্যিই, অসাধারণ ৷ "

তিনি বলেন

  • ভারতে 400 শতাংশ অপরিশোধিত তেলের রপ্তানি বেড়েছে
  • নাগরিকদের নিরাপত্তা আগে ৷ ইন্দো-অ্যামেরিকান কিংবা হিসপ্যানিক অ্যামেরিকান কিংবা অ্যাফ্রো-অ্যামেরিকান সে যেই হোক
  • ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের মধ্যে 33.33 শতাংশ বেকারত্ব কমেছে
  • 2018 সালে JSW স্টিল 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে
  • এখনের মতো কখনও অ্যামেরিকায় বিনিয়োগ করেনি ভারত ৷ আর এটা দ্বিমুখী বিষয় ৷ আমরাও ভারতে একইভাবে বিনিয়োগ করছি
  • ভারতের সঙ্গে আমরা মহাকাশ নিয়ে কাজ করছি
  • ভারত ও অ্যামেরিকার জওয়ানদের স্যালিউট ৷ ইসলাম সন্ত্রাসবাদ দমন করতে একজোট হচ্ছি
  • অবৈধ অনুপ্রেবশ রুখতে আমরা পদক্ষেপ করছি
  • আমাদের নাগরিকদের রক্ষার জন্য সীমান্ত রক্ষা করতে হবে ৷ সীমান্ত রক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ৷ সীমান্ত রক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ
  • আমাদের দেশে 40 লাখ ভারতীয় রয়েছেন ৷ তাঁদের আলাদা করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই
  • অ্যামেরিকান NBA বাস্কেটবল ভারতে যাবে ৷ মুম্বইতে NBA বাস্কেটবল খেলা দেখবেন ৷ আমি কি নিমন্ত্রিত ? আমি আসতেই পারি ৷ সাবধান !

হিউস্টন, 22 সেপ্টেম্বর : মোদি অ্যামেরিকার বিশ্বস্ত বন্ধু ৷ মোদির মতো বন্ধু খুব কম পাওয়া যায় ৷ ট্রাম্পের তুলনায় আপনাদের কাছে ভালো বন্ধু কেউ নেই ৷ হিউস্টনে একথা বললেন অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ পাশাপাশি, তিনি বলেন, "তিন কোটি মানুষকে দরিদ্রতা থেকে বের করেছেন মোদি ৷ সত্যিই, অসাধারণ ৷ "

তিনি বলেন

  • ভারতে 400 শতাংশ অপরিশোধিত তেলের রপ্তানি বেড়েছে
  • নাগরিকদের নিরাপত্তা আগে ৷ ইন্দো-অ্যামেরিকান কিংবা হিসপ্যানিক অ্যামেরিকান কিংবা অ্যাফ্রো-অ্যামেরিকান সে যেই হোক
  • ভারতীয় বংশোদ্ভূত ভারতীয়দের মধ্যে 33.33 শতাংশ বেকারত্ব কমেছে
  • 2018 সালে JSW স্টিল 500 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে
  • এখনের মতো কখনও অ্যামেরিকায় বিনিয়োগ করেনি ভারত ৷ আর এটা দ্বিমুখী বিষয় ৷ আমরাও ভারতে একইভাবে বিনিয়োগ করছি
  • ভারতের সঙ্গে আমরা মহাকাশ নিয়ে কাজ করছি
  • ভারত ও অ্যামেরিকার জওয়ানদের স্যালিউট ৷ ইসলাম সন্ত্রাসবাদ দমন করতে একজোট হচ্ছি
  • অবৈধ অনুপ্রেবশ রুখতে আমরা পদক্ষেপ করছি
  • আমাদের নাগরিকদের রক্ষার জন্য সীমান্ত রক্ষা করতে হবে ৷ সীমান্ত রক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ৷ সীমান্ত রক্ষা ভারতের জন্য গুরুত্বপূর্ণ
  • আমাদের দেশে 40 লাখ ভারতীয় রয়েছেন ৷ তাঁদের আলাদা করে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই
  • অ্যামেরিকান NBA বাস্কেটবল ভারতে যাবে ৷ মুম্বইতে NBA বাস্কেটবল খেলা দেখবেন ৷ আমি কি নিমন্ত্রিত ? আমি আসতেই পারি ৷ সাবধান !
Texas (US), Sep 22 (ANI): Cultural programmes were performed at 'Howdy Modi' event in Texas's Houston. Artists enthralled audience with the performance of classical dance and live music. Thousands of people are awaiting Prime Minister Narendra Modi at NRG stadium. President Donald Trump will also join PM Modi during the event.
Last Updated : Sep 22, 2019, 11:37 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.