ETV Bharat / international

‘‘সবাই সব জানে’’ চিনে মৃত্যুর হার নিয়ে কটাক্ষ ট্রাম্পের

কোরোনা ভাইরাস ইশুতে ফের চিনকে আক্রমণ ডোনাল্ড ট্রাম্পের ৷

author img

By

Published : Apr 19, 2020, 3:23 PM IST

Updated : Apr 19, 2020, 3:31 PM IST

Donald Trump doubt on china's corona death count
ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, 19 এপ্রিল : নভেল কোরোনা ভাইরাসকে কেন্দ্র ফের চিনের বিরুদ্ধে ফের সরব অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ COVID-19-এর সংক্রমণে মৃত্যুর সংখ্যা নিয়ে চিন রাখঢাক করছে বলে অভিযোগ ট্রাম্পের ৷ তাঁর মতে, অ্যামেরিকার থেকেও বেশি সংখ্যক মানুষ চিনে মারা গেছে ৷

হোয়াইট হাউজ়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘‘আমরা প্রথমে নয়, চিন রয়েছে প্রথমে ৷ কোরোনায় মৃতের পরিমাণের দিক থেকে আমাদের থেকেও এগিয়ে চিন ৷’’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি-আপনি সবাই বিষয়টা সম্পর্কে জানি ৷ ওরাও (চিন) জানে ৷ কিন্তু সেটা কেউ প্রকাশ করবে না ৷ আপনাদের এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত ৷ তা না হলে আমি এর ব্যাখ্যা দেব ৷’’ পাশাপাশি ট্রাম্প দাবি করেন, পশ্চিমের অন্য দেশগুলির তুলনায় অ্যামেরিকায় মৃত্যুর হার কম ৷

চিনের পক্ষ থেকে দু’দিন আগেই COVID-19-এ মৃতের সংখ্যা বাড়ানো হয় ৷ নভেল কোরোনা ভাইরাসের উৎসস্থান ইউহান শহরে এক হাজার 300 জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয় ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনেকের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ পরিস্থিতির উন্নতি হওয়ার পর নতুন করে মৃতের সংখ্যা গণনা হয়েছে ৷ এরপরই চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,600 ৷

ওয়াশিংটন, 19 এপ্রিল : নভেল কোরোনা ভাইরাসকে কেন্দ্র ফের চিনের বিরুদ্ধে ফের সরব অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ COVID-19-এর সংক্রমণে মৃত্যুর সংখ্যা নিয়ে চিন রাখঢাক করছে বলে অভিযোগ ট্রাম্পের ৷ তাঁর মতে, অ্যামেরিকার থেকেও বেশি সংখ্যক মানুষ চিনে মারা গেছে ৷

হোয়াইট হাউজ়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘‘আমরা প্রথমে নয়, চিন রয়েছে প্রথমে ৷ কোরোনায় মৃতের পরিমাণের দিক থেকে আমাদের থেকেও এগিয়ে চিন ৷’’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি-আপনি সবাই বিষয়টা সম্পর্কে জানি ৷ ওরাও (চিন) জানে ৷ কিন্তু সেটা কেউ প্রকাশ করবে না ৷ আপনাদের এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া উচিত ৷ তা না হলে আমি এর ব্যাখ্যা দেব ৷’’ পাশাপাশি ট্রাম্প দাবি করেন, পশ্চিমের অন্য দেশগুলির তুলনায় অ্যামেরিকায় মৃত্যুর হার কম ৷

চিনের পক্ষ থেকে দু’দিন আগেই COVID-19-এ মৃতের সংখ্যা বাড়ানো হয় ৷ নভেল কোরোনা ভাইরাসের উৎসস্থান ইউহান শহরে এক হাজার 300 জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয় ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনেকের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ পরিস্থিতির উন্নতি হওয়ার পর নতুন করে মৃতের সংখ্যা গণনা হয়েছে ৷ এরপরই চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,600 ৷

Last Updated : Apr 19, 2020, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.