ETV Bharat / international

ইউহানের ল্যাবরেটরিতেই তৈরি হয়েছে করোনা ভাইরাস, দাবি ব্রিটিশ অধ্যাপকের - wuhan institute of virology

করোনা ভাইরাস সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব ৷ কিন্তু এর উৎস কোথায় ? এ নিয়ে বিতর্ক চলছে ৷ সম্প্রতি ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্টে এক ব্রিটিশ অধ্যাপক দাবি করেছেন যে করোনা ভাইরাসের উৎসস্থল চিনের ইউহান ল্যাবরেটরি ৷

ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি
ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি
author img

By

Published : May 31, 2021, 1:14 PM IST

নিউ দিল্লি, 31 মে : সার্স কোভ-2-এর কোনও "প্রামাণ্য প্রাকৃতিক পূর্বসূরি" নেই ৷ চিনের ইউহান ল্যাবে বিজ্ঞানীরা "গেন অফ ফাংশন"-এর উপর গবেষণা করতে গিয়ে এর উৎপত্তি ৷ ডেইলি মেলে করোনা ভাইরাসের উৎস সংক্রান্ত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে ৷

বিজ্ঞানীরা বাদুড়ের শরীর থেকে করোনা ভাইরাসের "শিরদাঁড়া" সংগ্রহ করে তার সঙ্গে নতুন "আক্রমণাত্মক" কিছুর সংযোগ ঘটিয়ে দ্রুত সংক্রমণের ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস তৈরি করেছেন ৷ ব্রিটিশ অধ্যাপক বার্জার সোরেনসন 22 পাতার একটি রিপোর্টে এই দাবি করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন যে চিনের বিজ্ঞানীরা বিপরীতমুখী প্রযুক্তির মাধ্যমে তা চাপা দিয়ে এই ভাইরাসের উৎস বাদুড় বলে জানিয়েছিল ৷

আরও পড়ুন : আমার করোনা ভ্যাকসিনের দরকার নেই, বললেন রামদেব

সম্প্রতি মার্কিন সেনেট চিনের "গেন অফ ফাংশন"-এর গবেষণায় অর্থসাহায্যের উপর নিষেধাজ্ঞা জারি করে একটি সংশোধিত বিলও পাশ করেছে ৷ এই গবেষণায় সাহায্য করত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (এনআইএইচ)-সহ আরও বহু মার্কিন সংস্থা ৷

অন্যদিকে আমেরিকার প্রাক্তন বিদেশসচিব মাইক পম্পেও জানিয়েছেন, ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (ডব্লিউআইভি) সাধারণ গবেষণা ছাড়াও সামরিক বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করত ৷ তিনি বলেন, "ল্যাবরেটরির ভিতরে পিপলস লিবারেশন আর্মির গবেষণাও হত, যদিও তাদের দাবি ছিল সাধারণ মানুষের জন্য গবেষণা হচ্ছে সেখানে ৷" তিনি এও জানান যে, চিন কিছুতেই জানাতে চায়নি কী নিয়ে গবেষণা চলছে, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকেও এই বিষয়ে কিছু জানতে দেয়নি ৷

করোনা ভাইরাসের উৎস নিয়ে ক্রমশ চিনের উপর আন্তর্জাতিক চাপ বেড়ে চলেছে ৷

নিউ দিল্লি, 31 মে : সার্স কোভ-2-এর কোনও "প্রামাণ্য প্রাকৃতিক পূর্বসূরি" নেই ৷ চিনের ইউহান ল্যাবে বিজ্ঞানীরা "গেন অফ ফাংশন"-এর উপর গবেষণা করতে গিয়ে এর উৎপত্তি ৷ ডেইলি মেলে করোনা ভাইরাসের উৎস সংক্রান্ত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে ৷

বিজ্ঞানীরা বাদুড়ের শরীর থেকে করোনা ভাইরাসের "শিরদাঁড়া" সংগ্রহ করে তার সঙ্গে নতুন "আক্রমণাত্মক" কিছুর সংযোগ ঘটিয়ে দ্রুত সংক্রমণের ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস তৈরি করেছেন ৷ ব্রিটিশ অধ্যাপক বার্জার সোরেনসন 22 পাতার একটি রিপোর্টে এই দাবি করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন যে চিনের বিজ্ঞানীরা বিপরীতমুখী প্রযুক্তির মাধ্যমে তা চাপা দিয়ে এই ভাইরাসের উৎস বাদুড় বলে জানিয়েছিল ৷

আরও পড়ুন : আমার করোনা ভ্যাকসিনের দরকার নেই, বললেন রামদেব

সম্প্রতি মার্কিন সেনেট চিনের "গেন অফ ফাংশন"-এর গবেষণায় অর্থসাহায্যের উপর নিষেধাজ্ঞা জারি করে একটি সংশোধিত বিলও পাশ করেছে ৷ এই গবেষণায় সাহায্য করত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ (এনআইএইচ)-সহ আরও বহু মার্কিন সংস্থা ৷

অন্যদিকে আমেরিকার প্রাক্তন বিদেশসচিব মাইক পম্পেও জানিয়েছেন, ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি (ডব্লিউআইভি) সাধারণ গবেষণা ছাড়াও সামরিক বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করত ৷ তিনি বলেন, "ল্যাবরেটরির ভিতরে পিপলস লিবারেশন আর্মির গবেষণাও হত, যদিও তাদের দাবি ছিল সাধারণ মানুষের জন্য গবেষণা হচ্ছে সেখানে ৷" তিনি এও জানান যে, চিন কিছুতেই জানাতে চায়নি কী নিয়ে গবেষণা চলছে, এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকেও এই বিষয়ে কিছু জানতে দেয়নি ৷

করোনা ভাইরাসের উৎস নিয়ে ক্রমশ চিনের উপর আন্তর্জাতিক চাপ বেড়ে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.